জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স মাস্টার্স কোর্সের ফরমপূরণ নিয়ামাবলি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স মাস্টার্স নিয়মিত অনিয়মিত প্রাইভেট কোর্সের ফরমপূরণ নিয়ামাবলি

ভূমিকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরমপূরণের সময়সীমা এবং তারিখ প্রতি বছর পরিবর্তিত হতে পারে, তবে সাধারণত বিভিন্ন সেমিস্টারের জন্য এই সময়সীমা নোটিশ আকারে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। এর মধ্যে, সময়সীমা ফি, জরিমানাসহ সকল বিষয় উল্রেখ থাকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনার্স মাস্টার্স কোর্সের ফরমপূরণ নিয়ামাবলি

ফরমপূরণ নিয়ামাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং: জাতীয় বি:/ ডিগ্রি/ অনার্স/ মাস্টার্স/01/01/26 তারিখ:13/01/2026 এমন নোটিশের মা‌ধ্যমে ফরমপূরণ সংক্রান্ত সকল তথ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করে এবং কোন সাল হতে কোন সালের শিক্ষার্থী ফরমপূরণ করতে পারবে ফেইল করা বিষয়ের সাথে কতটি মান উন্নয়ন বিষয় পরীক্ষা দিতে পারবে সকল কিছু নোটিশে উল্লেখ থাকে।

ফরমপূরণের সময়সীমা ও তারিখ

উদাহরণস্বরূপ: ডিগ্রি, অনার্স, মাস্টার্স পরীক্ষার ফরমপূরণ অক্টোবর মাস হতে ডিসেম্বর বা জানুয়ারী মাসের মধ্যে হয়ে থাকে।
এছাড়া, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমা এবং তারিখ নোটিশের মাধ্যমে জানানো হয়ে থাকে।

ফি সংক্রান্ত তথ্য

ফরমপূরণের ফি ডিগ্রি, অনার্স, মাস্টার্স বিষয়, মাঠকর্মের উপর ভিত্তি করে  নির্দিষ্ট ফি নির্ধারণ হয়ে থাকে। সরকারি কলেজসমূহে (৩০০০-৬০০০)ও বেসরকারি কলেজসমূহে ৭০০০-১২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।।

প্রয়োজনীয় কাগজপত্র

ফরমপূরণের জন্য কিছু নির্দিষ্ট কাগজপত্র প্রয়োজন হয় এগুলি সাধারণত:
রেজিস্ট্রেশন নম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্সে অধ্যয়নরত সেই কোর্সের রেজিস্ট্রেশন কার্ডের নম্বর।
ছবি: পাসপোর্ট সাইজের ছবি, যা ফরমে আপলোড করতে হবে বর্তমানে এটি প্রয়োজন হয় না।

অনলাইন ও অফলাইন ফরমপূরণের প্রক্রিয়া

১. অনলাইন ফরমপূরণ:

ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লগইন তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে।
ওয়েবসাইটে লগইন প্রক্রিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd/online-form-fill-up.php বা http://ems.nu.ac.bd/ গিয়ে শিক্ষার্থী (student login) লগইন অথবা http://ems.nu.ac.bd/student-login এ সরাসরি প্রবেশ করতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য যেমন- আপনার রেজিস্ট্রেশেন নং দিয়ে লগইন করতে হবে। তারপর সেখানে অপানার তথ্য সম্বলিত একটি প্রফাইল দেখা যাবে সেখানে থ্রি ডটে ক্লিক করলে প্রোফাইল ও ফরমপূরণ পূরণ নামে একটি অপশন পাবেন তখন ফরমপূরণ লেখাতে ক্লিক করলে আপনার নাম, রেজি. নং বিষয় নাম ও বিষয় কোডসহ সকল কিছু দেখতে পারবেন এরপর একটু নিচে আপনার মোবাইল নং লেখার অপশন পাবেন সেখানে আপনার সচল মোবাইল নং দিয়ে সাবমিট লেখা আসবে সেটায় ক্লিক করবেন সব ঠিক থাকলে ওকে করবেন। তারপর এপ্লিকেশন ডাউনলোড অপশন হতে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিবেন। আপনার অনলাইন ফরমপূরণ কার্যক্রম শেষ।

২. অফলাইন ফরমপূরণ:

সংশ্লিষ্ট কলেজ বা অফিস থেকে অফলাইন ফরম সংগ্রহ করুন। ফরমের সব জায়গায় সঠিক তথ্য লিখুন। ফরম জমা দেওয়ার নির্ধারিত জায়গায় জমা দিন এবং নির্ধারিত ফি প্রদান করুন রশিদ সংগ্রহ করুন।

৩. এনরোলমেন্ট ফরমপূরণ

এনরোলমেন্ট ফরমপূরণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে নিশ্চিত করে। এটি সাধারণত প্রথমবার পরীক্ষার আগে বা পরবর্তীতে করা হয়, এবং এতে সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক।

পেমেন্ট প্রসেস:

১. অনলাইন পেমেন্ট:

বর্তমানে সকল সরকারি কলেজে অনলাইন পেমেন্ট করার সিস্টেম চালু হয়েছে। সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। কিছু কলেজে ওয়েবসাইট হতে সরাসরি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে (বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক কার্ড) ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

২. এডুকেশন ফি পেমেন্ট

কলেজের ক্ষেত্রে সরাসরি বিকাশ, নগদ, রকেট এর এ্যাপস এ লগইন করে এডুকেশন ফি অপশনে প্রবেশ করে আপনার কলেজের নাম দিয়ে সার্চ করলে কলেজের লোগো সহ আসবে তারপর মাস ও সাল নির্বাচন করে স্টুডেন্ট আইডি এর স্থানে রেজিস্ট্রেশন নং দিয়ে ক্লিক করলে আপনার নাম ও নির্ধারিত পরিমাণ টাকা দেখাবে আপনার একাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকলে তারপর উক্ত একাউন্টের পিন নাম্বার দিয়ে সাবমিট করুন আপনার ফি পরিশেধ হয়ে যাবে এরপর একটি মেসেজে পাবেন অথবা রিসিভি অপশন হতে পেমেন্ট রিসিভ ডাউনলোড করে প্রিন্ট করে নিন।

৩. ব্যাংক ডিপোজিট:

কিছু কলেজে নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি ফি জমা দিতে হবে।

৪. কলেজে জমা:

কিছু কিছু কলেজে সরাসরি রশিদের মাধ্যমে টাকা নিয়ে থাকে। 

ফরম জমাদান:

বিভিন্ন কলেজে চেক-আপের জন্য কিছু ফরম কলেজও জমা নেওয়ার ব্যবস্থা করে থাকে।
অনলাইন ফরমপূরণ করার পর ডাইনলোডকৃত ফরমটি রঙিন কালারে প্রিন্ট করে নিন এবং শিক্ষার্থী স্বাক্ষরের স্থানে আপনার স্বাক্ষর করুন এবং পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন তারপর আপনার রেজিস্ট্রশন কার্ডের ফটোকপি, অনলাইন আবেদন ফরম ও পেমেন্ট রিসিভ পেপারটি আপনার কলেজে নির্ধারিত সময়ের মধ্য জমা দিবেন। যদি অনলাইন সিস্টেম হয় তবে অনেক সময় কলেজে জমা দিতে হয় না তখন এডমিট কার্ড পাওয়ার আগ পর্যন্ত সংরক্ষণ করে রাখুন।

No comments:

Post a Comment