এলিট (Elite) কি? রাজনৈতিক এলিট (The political elite) বলতে কি বুঝ?
📚প্রশ্নঃ এলিট (Elite) কি?
অথবা এলিট বলতে কি বুঝ?
সমাজে অল্প কিছু সংখ্যক লোক থাকে যারা নিজ নিজ কর্মক্ষেত্রে বা পেশায় সাফল্য লাভের মাধ্যমে সমাজের উচ্চতর স্থানে পৌছান। এই সকল ব্যক্তিবর্গ সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা, যোগ্যতা, নেতৃত্বের প্রমাণ দিয়ে সমাজের অন্যাদের থেকে আলাদা এবং অসাধারণ বলে বিবেচিত হন। সমাজে এই সকল ব্যক্তিবর্গ সর্বতোভাবে সম্মানিত হন।
এলিটঃ সাধারণভাবে বলা যায় যে এলিট হলো কোন সমাজের সেই যোগ্যতার সংখ্যালঘু জনগোষ্ঠী যারা সমাজের অন্যান্য সাধারণ মানুষদের চেয়ে অধিক প্রভাবশালী, ভূমিকা পালনে সক্ষম এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, দক্ষতা নেতৃত্ব তথা গুণগত উৎকর্ষ প্রদর্শনের মাধ্যমে অসাধারণ হিসেবে বিবেচিত হন। এলিট দুই প্রকার যথা- (১) রাজনৈতিক এলিট (২) অরাজনৈতিক এলিট।
প্রামাণ্য সংজ্ঞাঃ- বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এলিট প্রত্যয়টির সংজ্ঞা প্রদান করেছেন। এদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা নিম্নে দেওয়া হল-সমাজবিজ্ঞানী হ্যারল্ড ল্যাস ওয়েল এর মতে- “সমাজে কতিপয় শীর্ষস্থানীয় ব্যাক্তি যারা সর্বাধিক সুযোগ-সুবিধার অধিকারী তারাই হচ্ছেন এলিট বাকিরা সাধারণ জনগণ।”
সমাজবিজ্ঞানী Raymond Aron তাঁর ‘Main currents in sociological Thought’ গ্রন্থে এলিট সম্পর্কে বলেন-“এলিট বলতে আমরা বুঝি স্বল্প সংখ্যক ব্যক্তিকে যারা প্রতিটি কর্মক্ষেত্রে সফলতা লাভ করে।”
ভারতীয় রাজনৈতিক সমাজবিজ্ঞানী S.L Siklin তাঁর বই ‘Indian Govermment and politics’এ এলিট এর সংজ্ঞায় বলেন- “এলিট হলো সেই শাসনকারী ও প্রভাবশালী দল যারা নীতি নির্ধারণ ও কর্মপন্থাকে প্রভাবিত করে এবং চিন্তন প্রক্রিয়াকে পরিচালিত করে।”
উপরের সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে এই বলা যায় যে, এলিট হরো কোন সমাজের সেই অল্পসংখ্যক মানুষ যারা নিজ নিজ কর্মক্ষেত্রে বা পেশায় সাফল্য লাভের মাধ্যমে সমাজের উচ্চতর স্থানে আছেন । এদের দক্ষতা, যোগ্যতা ও উৎকৃষ্ট গুণে এরা অন্যদের থেকে আলাদা বলে গণ্য হয় এবং এভাবে সামাজিক স্তরবিন্যাস ও সৃষ্টি হয়।
রাজনৈতিক এলিট বলতে কি বুঝ?
অথবা, রাজনৈতিক এলিটের সংজ্ঞা দাও?
বর্তমান আধুনিক বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হলো রাজনৈতিক এলিট (The political elite)।উন্নয়নশীল দেশগুলোতে এলিটদের মাধ্যমেই রাজনীতি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সমাজে বা রাষ্ট্রে ভিন্ন ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যাবলি সম্পন্নতে ভিন্ন ভিন্ন এলিট লক্ষ করা যায়।
রাজনৈতিক এলিট (The political elite): সাধারণভাবে বলা যায় যে, যারা সমাজে উচ্চমর্যাদা ও ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে তারাই রাজনৈতিক এলিট (The political elite) । অর্থাৎ রাজনৈতিক এলিট তারাই যারা যে কোন কারণে বা যেভাবেই হোক না কেন বিভিন্ন নীতি নির্ধারন ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখে।
প্রামাণ্য সংজ্ঞাঃ- বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাজনৈতিক এলিট প্রত্যয়টির সংজ্ঞা প্রদান করেছেন। এদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা নিম্নে দেওয়া হল-
লাসওয়েল এর মতে- “ রাজনৈতিক এলিট কোন রাষ্ট্রের ক্ষমতাধিকারীগণদের নিয়ে গঠিত। ক্ষমতার অধিকারী হলো যাদের হাতে রাষ্ট্রের শাসনভার অর্পিত হয়।”
টি.বি বটেমোর এর মতে-“রাজনৈতেক এলিট বলতে বুঝায় সেই সকল ব্যক্তির সমষ্টি যারা নির্দিষ্ট সময়ে রাষ্ট্রের ক্ষমতা চর্চা করে।”
সরকার, প্রশাসন, সেনাবহিনী ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের উচ্চ মর্যাদাসম্পন্ন সম্পন্ন লোকদের তিনি এ পর্যায়ে ফেলেছেন।
এতএব, রাজনৈতিক এলিট (The political elite) বলতে সমাজের ঐ ধরনের ব্যক্তি সমষ্টিকে বোঝায় যারা সরকারি কার্যক্রম ও শাসনকার্য পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকেন।
এলিট তাত্ত্বিক মস্কা তাঁর গ্রন্থে এলিটকে ২ ভাগে ভাগ করেন যথা- (১) রাজনৈতিক এলিট (২) অরাজনৈতিক এলিট। মস্কা রাজনৈতিক এলিট বলতে বুঝিয়েছেন-“যারা শাসন কার্য পরিচালনা করে।”
পরিশেষে বলা যায় যে, এলিট তত্ত্ব আলোচনায় রাজনৈতিক এলিট এর ধারণা গুরুত্বপূর্ণ ।
Comments
Post a Comment