ম্যাক্স ওয়েবার (Max weber) এর পরিচয় লিখ
ভূমিকাঃ ম্যাক্স ওয়েবার ছিলেন একজন সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী। তিনি সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে বিভিন্ন গ্রন্থ রচনা করেন। এছাড়াও ওয়েবারের বিভিন্ন মতবাদ যা সমাজবিজ্ঞানের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তিনি শুধু কেবল সমাজবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একাধারে লেখক ও শিক্ষক।
ম্যাক্স ওয়েবার (Max Weber) এর পরিচয়ঃ- ম্যাক্স ওয়েবার এর পরিচয় নিম্নরুপ-
১। জম্মস্থানঃ ম্যাক্স ওয়েবার (Max Weber) যার আসল নাম (ম্যাক্সিমিলিয়ান কার্ল এমিল ম্যাক্স ভেবার) ১৮৬৪ সালের ২১ এপ্রিল এরফুর্ট স্যক্সনি প্রদেশের প্রুশিয়া এক মধ্যবিত্ত এশিয়ান পরিবারে জম্মগ্রহণ করেন। এরপর পরিবারের সাথে ১৮৬৯ সালে কজার্মিনির বার্লিন শহরে চলে আসেন। তার বাবা ম্যাক্স ভেবার সিনিয়র ও মা হেলেন ফ্যালেনস্টাইল। তার মা ছিলেন Calvinist বাবা ছিলেন Protestant.
২। শিক্ষাঃ ১৮৮২ সালে আইনের ছাত্র হিসেবে ইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ভর্তি হন । পড়ালেখার পাশাপাশি তিনি জুনিয়র আইনজীবী ও প্রভাষক হিসেবে কাজ করেছেন। ১৮৮৬ সালে ম্যাক্স ওয়েবার (Max Weber) ব্রিটিশ ও মার্কিন আইনি ব্যবস্থায় বার এ্যসোসিয়েশন পরীক্ষার সাথে সমতুল্য রেফারেন্ডারী পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৮৮৯ সালে ম্যাক্স ওয়েবার (Max Weber) আইনি ইতিহাসের উপর আইনের ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২। সমাজবিজ্ঞানী হিসেবেঃ Max Weber একজন জার্মান সমাজবিজ্ঞানী । সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তার আবদান অনেক । তিনি সমাজবিজ্ঞানে একটি আদর্শ সমাজব্যবস্থা কাঠামো তুলে ধরেছিলেন। তিনি সমাজ কাঠামোর মধ্যে ধর্ম, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি– এসব উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন। তার মতে, সমাজবিজ্ঞান শুধুমাত্র সংখ্যাগত তথ্য বিশ্লেষণ নয়, বরং মানুষের অর্থবোধ ও আচরণগত দৃষ্টিভঙ্গি বোঝাও জরুরি। তিনি “ভার্টেহেন (Verstehen)” নামক একটি ব্যাখ্যামূলক পদ্ধতি প্রবর্তন করেন যা সমাজবিজ্ঞান চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করেসমাজবিজ্ঞানী হিসেবে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
৩। লেখক হিসেবেঃ ম্যাক্স ওয়েবার (Max Weber) লেখক হিসেবেও সুখ্যাতি লাভ করেছিলেন । তিনি সমাজ নিয়ে অনেক রচনা করেন । তার মধ্য অন্যতম-
৫। ধার্মিক হিসেবেঃ ম্যাক্স ওয়েবার (Max Weber) ধার্মিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন।ধর্ম সম্পর্কে তিনি অনেক গ্রন্থ রচনা করেন । যথা-
২। শিক্ষাঃ ১৮৮২ সালে আইনের ছাত্র হিসেবে ইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ভর্তি হন । পড়ালেখার পাশাপাশি তিনি জুনিয়র আইনজীবী ও প্রভাষক হিসেবে কাজ করেছেন। ১৮৮৬ সালে ম্যাক্স ওয়েবার (Max Weber) ব্রিটিশ ও মার্কিন আইনি ব্যবস্থায় বার এ্যসোসিয়েশন পরীক্ষার সাথে সমতুল্য রেফারেন্ডারী পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৮৮৯ সালে ম্যাক্স ওয়েবার (Max Weber) আইনি ইতিহাসের উপর আইনের ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
২। সমাজবিজ্ঞানী হিসেবেঃ Max Weber একজন জার্মান সমাজবিজ্ঞানী । সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে তার আবদান অনেক । তিনি সমাজবিজ্ঞানে একটি আদর্শ সমাজব্যবস্থা কাঠামো তুলে ধরেছিলেন। তিনি সমাজ কাঠামোর মধ্যে ধর্ম, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি– এসব উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন। তার মতে, সমাজবিজ্ঞান শুধুমাত্র সংখ্যাগত তথ্য বিশ্লেষণ নয়, বরং মানুষের অর্থবোধ ও আচরণগত দৃষ্টিভঙ্গি বোঝাও জরুরি। তিনি “ভার্টেহেন (Verstehen)” নামক একটি ব্যাখ্যামূলক পদ্ধতি প্রবর্তন করেন যা সমাজবিজ্ঞান চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করেসমাজবিজ্ঞানী হিসেবে তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
৩। লেখক হিসেবেঃ ম্যাক্স ওয়েবার (Max Weber) লেখক হিসেবেও সুখ্যাতি লাভ করেছিলেন । তিনি সমাজ নিয়ে অনেক রচনা করেন । তার মধ্য অন্যতম-
- The Religion of India
- Economy and Society
- Essays on Society
৫। ধার্মিক হিসেবেঃ ম্যাক্স ওয়েবার (Max Weber) ধার্মিক নেতা হিসেবেও পরিচিত ছিলেন।ধর্ম সম্পর্কে তিনি অনেক গ্রন্থ রচনা করেন । যথা-
- The Religion of India
- The Religion of China
পরিশেষে বলা যায় যে, ম্যাক্স ওয়েবার (Max Weber) শুধু একজন সমাজবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি শুধু একজন সমাজবিজ্ঞানী নন, বরং ছিলেন দার্শনিক, শিক্ষক, ধর্মতাত্ত্বিক ও সমাজসেবক। সমাজবিজ্ঞানের উন্নয়ন ও আধুনিক সামাজিক তত্ত্ব বিকাশে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজও সমাজ নিয়ে যেকোনো গভীর আলোচনা ও বিশ্লেষণে ম্যাক্স ওয়েবারের নাম অগ্রগণ্য।
%20%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8.webp)
No comments:
Post a Comment