সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। Discuss the importance of sociology lessons

সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

ভূমিকা:- মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করাই তার স্বভাব। সৃষ্টিলগ্নে মানুষ ছিলো অসহায় তাই তারা সমাজ গড়ে তোলে। আর এ সমাজকে নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান। সমাজের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ ও মানুষের আচার-আচরণ জীবনযাত্রা প্রণালী সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। এছাড়া সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সমাজের সাথে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্কেও জানা যায়।
সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।

সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা:

মানুষের প্রয়োজনেই সমাজের উদ্ভব। আর সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণের জন্য সমাজবিজ্ঞানের উৎপত্তি। সমাজ সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

১। মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ:

সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা মানব সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আদিম যুগে মানুষ কিভাবে বসবাস করত তা জানতে সাহায্য করে এবং তাদের জীবনযাত্রা কেমন ছিলো তাদের আচার আচরণ, সংস্কৃতি সম্পর্কে জানার অন্যতম উৎস হলো সমাজবিজ্ঞান (sociology)।

২। মানুষ সম্পর্কে জ্ঞান লাভ:

মানুষ সৃষ্টির সেরা জীব। সমাজের মানুষ সম্পর্কে জ্ঞান লাভ করতে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য। সমাজে বসবাসরত মানুষের চরিত্র, চাল-চলন, আচার-আচরণ রীতিনীতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাজবিজ্ঞান মানুষের জীবন প্রণালি সম্পর্কে আলোচনা ও গবেষণা করে থাকে।

৩। সমাজ সম্পর্কে ধারণা:

সমাজ সম্পর্কে জ্ঞান লাভের জন্য অন্যতম মাধ্যম হলো সমাজবিজ্ঞান পাঠ। সমাজের গঠন কাঠামো, শ্রেণিবিভাগ, পারস্পরিক সম্পর্ক, রীতিনীতি সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য।

৪। সমাজকাঠামো সম্পর্কে জ্ঞান লাভ:

সমাজকাঠামো সম্পর্কে জ্ঞান লাভ করতে সমাজবিজ্ঞান সহায়তা করে। সমাজকাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় একটি প্রত্যয়। সমাজকাঠামোর পরিবর্তন ও বিকাশ সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। 

৫। দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন:

সমাজে বসবাসরত প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব-কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা দেয় সমাজবিজ্ঞান। তাই কেউ সমাজে চলতে গেলে এসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হয়। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারি তাই সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন।

৬। সমাজের শ্রেণিবিন্যাস সম্পর্কে ধারণা:

সমাজে বিভিন্ন শ্রেণির লোক বসবাস করে ।কেই উচ্চবিত্ত,কেউ নিম্নবিত্ত এছাড়া মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সকল ধর্মের মানুষ সমাজে বসবাস করে থাকে। সমাজে বিদ্যমান এসকল শ্রেণির শ্রেণিবিন্যাস সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

৭। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ণ:

যে কোন সমাজের উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া কোন সমাজ উন্নতি করতে পারেনা। আর এসব অর্থনৈতিক পরিকল্পনা মানুষের কতটা বুপকার বয়ে আনবে সে বিষয়ে সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। কিভাবে পরিকল্পনা করলে উন্নতি সম্ভব এসব সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়।

৮। সামাজিক পরিকল্পনার জন্য সামাজবিজ্ঞানের জ্ঞান:

সামাজিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও সামাজিক সমস্যা সম্পর্কে জানা ও তার সমাধান করার উপায় সমুহ জানার জন্য সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিহার্য।

৯। সামাজিক অপরাধ সম্পর্কে ধারণা:

সমাজে বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়। এসব অপরাধ সম্পর্কে জ্ঞান লাভ ও অপরাধ দূরীকরণের ব্যবস্থা সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন । সমাজে বিদ্যমান এসব অপরাধ প্রবণতা কমানোর জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যকীয়।

১০। মানব সংস্কৃতি সম্পর্কে জ্ঞান:

মানব সংস্কৃতির উন্নতি ও বিকাশ সাধনে সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যকীয় । বর্তমান এ সমাজবিজ্ঞানের কারণে বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি একে অপরের সাথে সংমিশ্রণ হচ্ছে। এসকল বিষয় জানতে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছে।

১১। সামাজিক উন্নয়নে সমাজবিজ্ঞান:

সামাজিক উন্নয়নে সমাজবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সমাজকে উন্নতর করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। কিভাবে পরিকল্পনা করলে সমাজে উন্নতি সম্ভব তা আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি।

১২। সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব:

সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে  সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে জানা সম্ভব। মানব সমাজে মানবগোষ্ঠীর বিভিন্ন উন্নয়ন ও স্বার্থসিদ্ধির জন্য সামাজিক প্রতিষ্ঠান সমূহের গুরুত্ব অপরিসীম।

১৩। বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানা:

সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সমাজের সার্বিক চলচিত্র সম্পর্কে ধারণা পেতে পারি। বাইরের দেশের মানুষের সম্পর্ক, মূল্যবোধ ঠিক কেমন সে সম্পর্কে ধারণা দেয় সমাজবিজ্ঞান।

১৪। সামাজিক পরিবর্তন সম্পর্কে জানা:

সমাজবিজ্ঞান পাঠে সমাজবিজ্ঞানের সার্বিক পরিবর্তন সম্পর্কে জানতে পারি। তাই সকলের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য।

পরিশেষে বলা যায় যে, সামাজিক জীব হিসেবে সমাজে সুষ্ঠুভাবে বসবাস করতে হলে সামাজিক জ্ঞান প্রয়োজন।সমাজের কাঠামো, মানুষের জীবনধারা সম্পর্কে জানতে হলে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজন। তাই আমরা বলতে পারি সমাজ ও সমাজের মানুষের সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

No comments:

Post a Comment