জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স রেজাল্ট চেক করার নিয়ম ও পদ্ধতি
বাংলাদেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয় (National University, Bangladesh)। প্রতিবছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেজাল্ট চেক করা। অনেক শিক্ষার্থী সঠিক নিয়ম না জানার কারণে রেজাল্ট দেখতে সমস্যায় পড়ে।
এই পোস্টে আমরা বিস্তারিতভাবে জানবো
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করার সব পদ্ধতি
- অনলাইনে ও এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
- ডিগ্রি, অনার্স ও মাস্টার্স রেজাল্ট আলাদা আলাদা ভাবে কিভাবে চেক করবেন
- সাধারণ সমস্যার সমাধান
চলুন শুরু করা যাক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার মাধ্যম কয়টি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সাধারণত ২টি পদ্ধতিতে দেখা যায়
১. অনলাইনে (ওয়েবসাইটের মাধ্যমে)
২. মোবাইল এসএমএসের মাধ্যমে
এই দুই পদ্ধতিই সহজ এবং নির্ভরযোগ্য।
১. অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করার নিয়ম
অনলাইনে রেজাল্ট চেক করাই সবচেয়ে জনপ্রিয় ও বিস্তারিত পদ্ধতি। এখানে আপনি মার্কশিটসহ ফলাফল দেখতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট www.nu.ac.bd/results এই ওয়েবসাইট থেকেই ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের সব রেজাল্ট প্রকাশ করা হয়। অথবা সরাসরি http://103.113.200.7/ লিংকে ক্লিক করেও রেজাল্ট দেখতে পারবেন।
ডিগ্রি রেজাল্ট চেক করার নিয়ম (Degree Result)
ডিগ্রি ১ম, ২য় ও ৩য় বর্ষের রেজাল্ট দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন
ধাপসমূহ:
প্রথমে ব্রাউজারে গিয়ে লিখুন: http://result.nu.ac.bd/ বা ক্লিক করুন
“Degree” অপশনে ক্লিক করুন
আপনার পরীক্ষার সাল (Exam Year) নির্বাচন করুন
রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিন
ক্যাপচা কোড পূরণ করুন
“Search Result” বাটনে ক্লিক করুন
সফলভাবে সব তথ্য দিলে আপনার ডিগ্রি রেজাল্ট স্ক্রিনে দেখাবে।
অনার্স রেজাল্ট চেক করার নিয়ম (Honours Result)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রেজাল্ট চেক করার নিয়ম প্রায় একই।
ধাপসমূহ:
ভিজিট করুন: www.nu.ac.bd/results
“Honours” অপশন নির্বাচন করুন
পরীক্ষার বর্ষ নির্বাচন করুন
রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন
পরীক্ষার সাল লিখুন
সঠিক ক্যাপচা কোড লিখুন
“Search Result” এ ক্লিক করুন
কিছু সময়ের মধ্যেই আপনার অনার্স রেজাল্ট দেখতে পাবেন।
মাস্টার্স রেজাল্ট চেক করার নিয়ম (Masters Result)
মাস্টার্স (Final/Previous) রেজাল্ট দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ধাপসমূহ:
প্রবেশ করুন: http://103.113.200.8/
“Masters” অপশন নির্বাচন করুন
পরীক্ষার বছর সিলেক্ট করুন
পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন
ক্যাপচা থাকলে সেটা পূরণ করুন
“Search Result” বাটনে ক্লিক করুন
এরপর আপনার মাস্টার্স রেজাল্ট প্রদর্শিত হবে।
২. এসএমএসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট চেক করার নিয়ম
ইন্টারনেট না থাকলেও মোবাইল এসএমএসের মাধ্যমে খুব সহজে রেজাল্ট জানা যায়।
এসএমএস পাঠানোর ফরম্যাট:
NU [স্পেস] কোর্স কোড [স্পেস] রোল নম্বর
উদাহরণ:
ডিগ্রি: NU DEG 123456
অনার্স: NU HONS 123456
মাস্টার্স: NU MASTERS 123456
এই এসএমএসটি পাঠাতে হবে 16222 নম্বরে।
কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
রেজাল্ট দেখতে সমস্যা হলে করণীয়
অনেক সময় দেখা যায় রেজাল্ট ওয়েবসাইট লোড হয় না বা ভূল দেখায়। এর কারণ হতে পারে- একসাথে অনেক ইউজার ভিজিট করার কারণে সার্ভার ব্যস্ত থাকা অথবা ভুল তথ্য প্রদান।
সমাধান:
কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করুন
সঠিক রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করুন
অন্য ব্রাউজার বা ডিভাইস ব্যবহার করুন
এসএমএস পদ্ধতি ব্যবহার করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইট ধীর হতে পারে
মার্কশিট পরবর্তীতে কলেজ থেকে সংগ্রহ করতে হয়
রেজাল্টে ভুল থাকলে পুনঃনিরীক্ষণের আবেদন করা যায় ।
CGPA এবং গ্রেড সিস্টেম অনুযায়ী ফল প্রকাশ হয়
পুনঃনিরীক্ষণের আবেদন সম্পর্কে জানতে ক্লিক করুন
উপসংহার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স রেজাল্ট চেক করার পদ্ধতি খুবই সহজ, যদি সঠিক নিয়ম জানা থাকে। অনলাইন ও এসএমএস দুই মাধ্যমেই রেজাল্ট দেখা যায়। এই পোস্টে বর্ণিত ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই ঘরে বসে আপনার রেজাল্ট জানতে পারবেন।
আপনার যদি এই পোস্টটি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন আপডেট পেতে আমাদের ব্লগে নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ।

No comments:
Post a Comment