জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন প্রক্রিয়া

👉জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন প্রক্রিয়া

জাতীয় বিশ্বদ্যিালয়ের অধ্যায়নরত ডিগ্রি, অনার্স, প্রিলিমিনারী টু মাস্টার্স, মাস্টার্স যারা মনে করেন পরীক্ষা ভালো হওয়ার পরও তাদের রেজাল্ট হয়েছে অনেকের সব বিষয়ে পাশ আসলেও এক বিষয়ে ফেল করেছেন তারা তাদের ফলাফলে অসুন্তষ্ট সে সকল শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃরায় (রিচেক করার জন্য আবেদন করতে পারবেন।

খাতা পুনঃনিরীক্ষণের (Recheck) অনলাইন আবেদন


আবেদনের নিয়ামাবলি-

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিটি রেজাল্ট প্রকাশের পর পুনরায় খাতা পুনঃনিরীক্ষণের নোটিশ প্রকাশ করে একটি করে নোটিশ দিয়ে থাকে। তখনই আপনারা আপনাদের রেজাল্টে অসন্তুষ্ট হলে নির্ধারিত সময়ে খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।


আবেদন শুরুর তারিখ ও শেষ তারিখ নোটিশে উল্লেখিত থাকে।


প্রতি পত্র/বিষয় পুনঃনিরীক্ষণের ফি ৮০০-১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে (ডিগ্রি, অনার্স, মাস্টার্স অনুযায়ী)।


আপনার নির্ধারিত ফি অনলাইন (online) এ আবেদন করে সোনালী ব্যাংকের সেবার মাধ্যমে (বিকাশ,রকেট,নগদ ব্যাংকিং) এ জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে জাতীয় বিশ্বদ্যিালয়ের আবেদন ফরম পূরণ করা pay slip (পে-স্লিপ) ডাউনলোড করা হলে কোন টাকা জমা সংক্রান্ত সমস্যা হলে সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।


উদাহরণস্বরুপঃ মনে করেন নোটিশে লেখা থাকবে যেভাবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, যারা ২০২২ ইং সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়েছিলেন এবং আপনাদের ইতিমধ্যে রেজাল্ট প্রকাশ হয়েছে, যারা প্রকাশিত ফলাফলে অসুন্তষ্ট সেই সকল শিক্ষার্থীরা তাদের খাতা পুনঃরায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১০/৬/২০২৫ ইং হতে ৩০/০৬/২০২৫ ইং তারিখ পর্যন্ত আনলাইনে আবেদন করতে পারবেন ও ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্য টাকা জমা দিতে পারবেন।


পে-স্লিপ (pay slip) সংগ্রহ ও টাকা জমাদান নিয়ামাবলী


খাতা পুনঃমূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আবেদন লিংক http://103.113.200.36/PAMS/ICTUnit/Re_scrutiny.aspx থেকে online এ আবেদন ফরম পূরণ করবেন। তারপর pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্য টাকা জমা দিতে হবে অথবা সোনলী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাকিং সেবা নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড American Express,Visa, DBBL, Nexus, Master Card অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইন (online) এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

টাকা জমা হয়েছে কিনা সেটা দেখার জন্য  লিংকে ক্লিক করুন তারপর আপনার রেজিষ্ট্রেশন নং দিয়ে ও পে স্লিপ নং দিয়ে চেক করুন।


নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে কোন উদ্ভট সমস্যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না।




বিঃদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর উক্ত জমা স্লিপ ও কোন কাগজপত্র কলেজে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেণের প্রয়োজন নাই।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোন আপডেট নোটিশ  পেতে ও ভর্তি বিষয়ক তথ্য জানতে আমাদের কে মেসেজ করতে পারেন আমাদের ফেইসবুক পেইজে fb Shikhaprotidin

Post a Comment (0)
Previous Post Next Post