প্রজননশীলতা বা জম্মশীলতা বলতে কি বুঝায়?
প্রজনন একটি জৈবিক ও সামাজিক ঘটনা যা স্থান, কালভেদে, সামাজিক সাংস্কৃতির উপর নির্ভরশীল। জনসংখ্যার আকার আকৃতি, গঠন এবং পরিবর্তনের উপর একটি মৌলিক উপাদান। স্থান কালভেদে সামাজিক সাংস্কৃতিক অবস্থার উপর জম্মহার নির্ভরশীল। বর্তমান বিশ্বে জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণ উচ্চ জম্মহার। তাই প্রজনন জনসংখ্যা বিজ্ঞানের তথা জনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়।
প্রজননঃ সাধারণ ভাষায় প্রজনন হলো নারী বা নারী সমষ্টি কর্তৃক প্রকৃত সন্তান জম্মদানের ক্ষমতা। জম্মশীলতা হল সন্তান উৎপাদনের প্রাকৃতিক ক্ষমতা। এটি এমন একটি পরিমাপক যা প্রজনন হার, প্রতি সঙ্গমের জোড়, ব্যক্তি বা জনসংখ্যা অনুসারে জন্ম নেওয়া মানুষের সংখ্যা নির্দেশ করে। বিশেষভাবে বলা যায় যে প্রজনন হলো দৌহিক এবং সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি ও কতিপয় পারস্পরিক জটিল প্রক্রিয়ার সকল ফলশ্রুতি।
Uniter Nation এর সংজ্ঞানুযায়ী Fertility refers to the actual reproductive performance of women or a group of women.
J.R Weeks বলেন প্রজননশীলতা বলতে একজন মহিলার সন্তান জম্মদানের সংখ্যাকে নির্দেশ করে।
W.S Thomson and D.T. Leuis এর মতে একটি নারী বা নারী গোষ্ঠীর প্রকৃত সন্তান উৎপন্ন সম্পাদন নির্দেশক জর্জ হিসেবে সাধারণত প্রজনন শব্দটি ব্যবহৃত হয়ে থাকে।
জনবিজ্ঞানী জর্জ ডব্লিউ বার্কলে বলেন প্রজনেন মূল ধারণা হলো জনসংখ্যার কারণ সম্পাদনের একটি প্রকৃত স্তর জীবিত জনসংখ্যা ভিত্তিক নির্দেশক যা জম্মের পরিসংখ্যান হতে প্রজনন স্থির করতে পারে।
হাসানুজ্জামান এর মতে সন্তান জম্মদানের জৈবিক ক্ষমতার ব্যবহার এবং গর্ভনিরোধক ব্যবস্থা ব্যতি রেখে ফলশ্রুতিতে সন্তানের জম্ম। প্রকৃতপক্ষে সন্তান সংখ্যায় ব্যক্তি বা দম্পত্তি বিশেষের প্রজননের প্রমাণ।
বার্নাড বেনজামিন এর মতে প্রজননশীলতা পরিমাপ করে জম্মের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার হার এবং এটাকে সাধারণভাবে নির্ণয় করা সমপরিমাণ জনসংখ্যা জম্মহারের মাধ্যমে, যেমন- বিবাহিত দম্পত্তিদের মধ্যে যারা সন্তান জম্মদানে সক্ষম তাদের সংখ্যা উদাহরণস্বরুপ কার্যকর প্রজননশীলতার একটি উপযুক্ত পরিমাপক।
Hans Raj তার Fundamental of Demography গ্রন্থে বলেন 'The capacityof women to bear alive child is termedas fertility' নারীদের জীবিত সন্তান ধারনের ক্ষমতাকে প্রজনন বলে।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে কোন বিবাহিত নারি বা নারী দলের জীবিত সন্তান প্রসবের সংখ্যা অথবা নারী বা নারী দলের জীবন ব্যপ্তিতে মোট কয়টি সন্তানের জম্মদান করাকে প্রজনন বুঝায়। জম্মহারে সূচক থেকে কোনো জম্ম সমাজে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা সম্পর্কে উপলব্ধি করা যায়।