আইন কী? আইন বলতে কি বুঝ? What is Law

আইন কী? আইন বলতে কি বুঝ? What is Law

আইন কী? আইন বলতে কি বুঝ?

(what is law?)

ভূমিকাঃ আইন মানব সমাজের দর্শনস্বরুপ। রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌল প্রত্যয় হলো আইন। প্রত্যকটি নাগরিক কম বেশি আইনের সাথে পরিচিত। প্রত্যক নাগরিকের সামাজিক জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে আইনের বন্ধন বিস্তৃত্ব। রাষ্ট্র হলো একটি আইনমূলক প্রতিষ্ঠান। আইন হলো সর্বভৌম কর্তৃপক্ষের আদেশ। শুধু নাগরিক জীবনেই নয় রাজনৈতিক জীবনেও আইনের গুরুত্ব অপরিসীম।
আইন কী



আইনঃ আইন মানব সমাজের দর্পণ স্বরুপ। আইনের ইংরেজি প্রতিশব্দ হলো Low। Low শব্দটি টিউটনিক যা lag শব্দ থেকে ব্যুৎপত্তি লাভ করছে। lag শব্দের অর্থ হলো অপরিবর্তনীয়। অর্থাৎ উৎপত্তিগত অর্থে আইন হলো কতিপয় নিয়মকানুন বা বিধিবিধানের একত্র রুপ। সাধারণ ভাষায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং বিচারকার্যে প্রয়োগযোগ্য সকল বিধিবিধান এর সমষ্টিই হলো আইন। রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য যেসব নিয়ম কানুন তৈরী করা হয় এবং তা প্রয়োগের জন্য রাষ্ট্রের কর্তৃক প্রদত্ত সুস্পষ্টভাবে স্বীকৃতি থাকে সে সকল রীতিনীতি বা বিধিবিধানের সমষ্টিকেই আইন বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আইনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো-
অধ্যাপক হল্যান্ড এর মতে-“রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ এবং মানুষের বাহ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণকারী সাধারণ বিধিই হলো আইন।”
স্যামন্ডস এর মতে আইন বলতে রাষ্ট্র কর্তৃক ন্যায় শাসনের জন্য স্বীকৃত এবং প্রয়োগকৃত নীতির মূল অংশকে বুঝায়।

এরিস্টটল এর মতে-“আইন হলো পক্ষপাতহীন যুক্তি।”

হবসের মতে-“জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়ে থাকেন তাই দেশের আইন।”

T.H. Green এর মতে-“যে নিয়মের দ্বারা জনগণের অধিকার ও কর্তব্যসমুহ রাষ্ট্রের কর্তৃত্ব অধীনে রক্ষিত ও সম্পাদিত হয় তাকেই আইন বলে।”

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, আইন হলো কতিপয় যুক্তি ও বিধিবদ্ধ এমন নিয়ামাবলি যার পিছনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এবং যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রেই আইনের প্রয়োগ রয়েছে। আইন দ্বারা একটি রাষ্ট্রের মানুষ বা নাগরিকদের সঠিক পথে পরিচালিত করা হয়। প্রতিটি রাষ্ট্র বা দেশসহ বিশ্ব সংসারে সকল দেশের সকল ক্ষেত্রেই আইনের নিয়ন্ত্রণ রয়েছে। আইনের মাধ্যমে সমাজে বা রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকে।
Post a Comment (0)
Previous Post Next Post