সামাজিক গবেষণার প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা কর।

সামাজিক গবেষণার প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা কর।

সামাজিক গবেষণার প্রকৃতি ও উদ্দেশ্য আলোচনা কর।

ভূমিকাঃ সামাজিক গবেষণা হলো সমাজ জীবনকে জানা ও ব্যাখ্যা করার সুসংহত পদ্ধতি। বিজ্ঞানের জয়যাত্রা, সামাজিক ক্ষেত্রে পরিবর্তন, আচার-আচরণ, মূল্যবোধ পরিবর্তনের ফলে বর্তমান সমাজ এক জটিল ও দূরূহ অবস্থা রূপ লাভ করেছে। প্রত্যেক সমাজ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় ব্যস্ত। তবে সময়োপযোগী ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম সমাজের উন্নয়নের চাবিকাঠি।আর এসব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্যের অনুসন্ধান লাভ করা যায় গবেষণার মাধ্যমে। তাছাড়া সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় বা ঘটনা সম্পর্কে জানতে সামাজিক গবেষণা পরিচালিত হয়।সামাজিক বিষয়ে জ্ঞান ভানৃডারকে সুসংহত ও সমৃদ্ধি করতে যেমন গবেষণা দরকার তেমনি সমাজ জীবনে উদ্ভূত সমস্যা সমাধানেও অধিকতর উন্নত অবস্থায় সমাজবাসীর উত্তরণেও গবেষণার প্রয়োজন হয়। বর্তমান জটিল সমাজ ব্যবস্থায় সামাজিক গবেষণার তাৎপর্য রয়েছে।

সামাজিক গবেষণার প্রকৃতি ও উদ্দেশ্য


সামাজিক গবেষণার প্রকৃতি উদ্দেশ্য ও লক্ষ্য (Objective and aims of social research)

বস্তুত সামাজিক গবেষণার অসংখ্য উদ্দেশ্য থাকেযার মধ্যে তাত্ত্বিক সমস্যার সমাধান,  বাস্তব সমস্যার সমাধান, উন্নয়ন কর্মসূচি ও উন্নয়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন প্রভৃতি প্রধান।এমনকি সমাজ গবেষণার মাধ্যমে সমাজ পদ্ধতির মান উন্নয়নেরও প্রচেষ্টা চালানো হয়।
P.V Young সমাজিক গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য বলেন যে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সমাজিক গবেষণার ৪ টি উদ্দেশ্য থাকে।

১. সামাজিক প্রপঞ্চের কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যা গবেষণা ছাড়া অনুসন্ধানের উপর ভিত্তি করে নির্ধারণ করা যায় না।


২. নতুন তত্ত্ব প্রত্যয় এবং কৌশল নির্ধারণ করার জন্য সমাজ গবেষণা পরিচালনা করা হয়। বিভিন্ন সামাজিক বিষয়ক তথ্য সংগ্রহের মাধ্যমে স্বল্প তথ্যগত হিসাব নির্ণয় করার জন্য সমাজ গবেষণা করা হয়।


৩. মানুষ স্বাভাবিকভাবে অজানা সম্পর্কে জানার আগ্রহ প্রদর্শন করে। সমাজ গবেষণার ক্ষেত্রে অনুসন্ধান ও প্রণোদনা কাজ করে।


৪.    কোন সামাজিক প্রপঞ্চকে বুঝায়, বিশ্লেষণ  করার ও ব্যাখ্যা করার প্রচেষ্টার মধ্যই সমাজ গবেষণা চেতনা নিহত রয়েছে।

সঠিকভাবে সামাজিক গবেষণার প্রকৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো

১. সত্য আবিষ্কারঃ সামাজিক গবেষণা অতীত ও বর্তমানের সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা কি রকম হবে সে সম্পর্কে পূর্ব ধারণা প্রদান করে থাকে। সামাজিক গবেষণা সত্য আবিষ্কার করার কাজে নিযুক্ত বলে সত্য ঘটনা আবিষ্কার করে ভ্রান্ততত্ত্ব পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।


২. অনুসন্ধান পদ্ধতির উন্নয়নঃ সামাজিক গবেষণা যার একটি প্রধান উদ্দেশ্য হলো অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন করা। সমাজ বিজ্ঞানীরা গবেষণার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করেন তা সব ধরনের সমস্যার সমাধানের জন্য উপযুক্ত নয়। প্রত্যেক পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আছে বলে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গবেষণার উপযুক্ত ও ত্রুটিমুক্ত পদ্ধতি নির্ণয়ের জন্য গবেষণা করে থাকেন।


৩. কার্যকারণ সম্পর্ক উদঘাটনঃ সামাজিক গবেষণার প্রকৃতি ও উদ্দেশ্য হলো অনেকগুলো ঘটনার মধ্য সেতুবন্ধন সৃষ্টি করা ও তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক উদঘাটন করা। সমাজ গবেষণা কোন ধরনের সামাজিক আস্থা,কোন ধরনের সামাজিক আচরণ তৈরি করে তা উদঘাটন করে এবং সাথে সাথে এসব জ্ঞান ভবিষ্যতে পরিবর্তন সৃষ্টি করতে পারে তা নিয়ে আলোচনা করে যা ভবিষ্যৎবাণী প্রদান করে।


৪. সামাজিক সমস্যার সমাধানঃ বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জনসংখ্যা সমস্যা, খাদ্য ঘাটতি, দুর্নীতি, বেকারত্ব, সন্ত্রাস, মাদকাসক্তি, নারী নির্যাতন ইত্যাদি সমস্যায় সমাধান সামাজিক গবেষণার মাধ্যমে সম্ভব।


৫. সম্প্রীতি সদ্ভাব সৃষ্টিঃ পৃথিবীতে শান্তির পরিবেশ সৃষ্টির জন্য জাতী ও গোষ্ঠীর মধ্যে সদ্ভাব সৃষ্টি করা সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য।


৬. সামাজিক গতিময়তা ও পরিবর্তনঃ সামাজিক গবেষণায় অন্যতম উদ্দেশ্য হলো সামাজিক গতিময়তা সম্পর্কে ফলাফল সম্পর্কে জানা।


৭. পূর্ব অনুমান গঠনঃ সামাজিক গবেষণার আরেকটি উদ্দেশ্য হচ্ছে পূর্বানুমান  গঠন করে প্রত্যয় এবং তত্ত্বের যথার্থতা যাচাই করা।


উপসংহারঃ উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় সামাজিক বিজ্ঞানসম্মত তত্ত্ব গঠনের উদ্দেশ্য যে সমস্ত সামাজিক গবেষণা কাজ পরিচালিত হয় সেগুলোকেই সাধারণ কথায় সামাজিক গবেষণা বলা হয় ।  সামাজিক গবেষণা মূলত বৈজ্ঞানিক গবেষণার একটি সামাজিক সংঘকরণ মাত্র।  বস্তুত সামাজিক গবেষণার প্রকৃতি এখানেই থাক না কেন উদ্দেশ্যের ক্ষেত্রে দিন দিন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এসব উদ্দেশ্য। এসব উদ্দেশ্য অনুযায়ী আমরা কাজ করে গেলে উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়।বর্তমান প্রেক্ষাপটে সমাজে গবেষণার গুরুত্ব অপরিসীম। 

Post a Comment (0)
Previous Post Next Post