চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বুঝ?
ভূমিকাঃ বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে চাপসৃষ্টিকারী গোষ্ঠী একটি আলোচিত বিষয়। বর্তমান রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী অত্যন্ত প্রভাবশালী অঙ্গ হিসেবে পরিচিত। এসব গোষ্ঠী বিভিন্ন উপায়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠীঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বুঝায় বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এমন এক গোষ্ঠীকে যাদের কতিপয় সাধারণ স্বার্থ রয়েছে এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে সরকারি নীতিমালা প্রভাবিত করে সাধারণ লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন মনীষী বিভিন্নভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দু্ইটি সংজ্ঞা দেওয়া হলো-
ডেভিড ট্রুম্যান এর মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো বহু ব্যক্তির সমষ্টি যা এক বা একাধিক অংশিদারী মনোভাব নিয়ে গঠিত।
সিগলার এর মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংঘবদ্ধ সমষ্টি যা তার সদস্যবর্গকে আনুষ্ঠানিকভাবে সরকারি পদে আসীন করার চেষ্ঠা করে, সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্ঠা করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বোঝায় এমন এক সুসংগঠিত জনগোষ্ঠী যা সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল নয় বরং নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা।
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলি আলোচনা কর।
চাপসৃষ্টিকারী স্বার্থ প্রত্যাশী গোষ্ঠী বিভিন্ন উপায়ে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখে। সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকুলে আনতে সচেষ্ট থাকে। বিশেষ গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ ও প্রভাব বিস্তার করা হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে। নিম্নে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলি আলোচনা করা হলো-
১। জনমত গঠনঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী জনমত গঠনে সাহায্য করে জনগণকে তাদের পক্ষে আনার চেষ্ঠা করে।
২। সরকারের উপদেষ্টা স্বরুপ কার্যপালনঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী উপদেষ্টা স্বরুপ কাজ করে থাকে। তারা সরকারকে বিভিন্ন রকম উপদেশ দিয়ে দেশ পরিচালনা করতে সাহায্য করে।
৩। সরকারের ত্রুটি বিচ্যুতি দূরীকরণঃ সরকারের ত্রুটি বিচ্যুতি দূরীকরণে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সহায়তা করে । সরকার যখন বিভিন্ন ভূল ভ্রান্তি করে তখন এ চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন পরামর্শ দিয়ে সেটা ত্রুটিমুক্ত করে।
৪। রাজনৈতিক দলকে সহায়তাঃ চাপসৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু রাজনৈতিক দল নয়। চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলকে প্রভাবিত করে াদের স্বার্থ সিদ্ধি করে থাকে।
৫। নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারীঃ সরকারি নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে নায্য কাজ আদায় করা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান কাজ। মন্ত্রী সভার কাছে এ চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিভিন্ন অভিযোগ করে এবং মন্ত্রীসভা তা সমাধানের চেষ্ঠা করে।
পরিশেষে বলা যায় যে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী উপরিউক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী মূলত গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জ্য সরকারি নীতি নির্বাচনে প্রভাব বিস্তার করে থাকে।