কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব কী?
অথবা, কাঠামোগত ক্রিয়াবাদ বলতে কি বুঝ?
অথবা, কাঠামোগত ক্রিয়াবাদের যৌক্তিক বিশ্লেষণ
ভূমিকাঃ বর্তমান বিশ্বে মানুষের আচার-ব্যবহার, এবং মূল্যবোধের ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। এ পরিবর্তনের ধারার সাথে কাঠামোগত ক্রিয়াপদ ও পরিবর্তিত হচ্ছে। কারণ, সামাজিক পরিবর্তনের সাথে সমাজকাঠামো ও পরিবর্তনশীল। আধুনিক সমাজ ও রাজনীতিতে যে সব তত্ত্ব বিশেষ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব। সমাজবিজ্ঞানে এ তত্ত্বটি ব্যাপক গুরুত্ব বহন করে থাকে। সমাজবিজ্ঞান ও সামাজিক নৃ-বিজ্ঞান বিবর্তনবাদীদের পদ্ধতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ক্রিয়াবাদ মতবাদটি বিকাশ লাভ করে।
কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব (structuralism verb theory): ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় কোন কার্য, কোন কাঠামো দ্বারা সম্পাদিত হয় তার ভিত্তিতেই রাজনীতির তুলনামূলক ব্যাখ্যা করাই হচ্ছে কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্বের মূল বিষয়। অর্থাৎ সমাজের সংগঠন ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যে ক্রিয়াবাদ আলোকপাত করে তাকেই কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব বলে।
মূলত এ কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্বের তাত্তিকগণ কোন রাজনৈতিক অবস্থানকে দুটি আলাদা উপায়ে ব্যাখ্যা করার প্রয়াস পায়।
প্রথম পর্যায়ে সরকার বা সর্বভৌম রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা ২য় রাজনৈতিক কার্য সম্পাদনকারী সামাজিক কাঠামো হিসেবে ব্যাখ্যা করেন।
নৃবিজ্ঞানী ম্যালিনোস্কি ও রাভক্লিয়োর দ্বারা সমাজবিজ্ঞানে কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করে। পরে সমাজবিজ্ঞানী মার্টনও ট্যালকট পারসন্স বিশ শতকের পঞ্চাশের দশকে সমাজবিজ্ঞানের আলোচনায় এই কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব আবিষ্কার করেন। তবে ১৯৬০ সালে প্রকাশিত Almond ও Coleman সম্পাদিত The Pohtics of developing area কাঠামোগত ক্রিয়াবাদ তত্ত্ব বিকাশের মাইলফলক হিসেবে কাজ করে।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী কাঠামোগত ক্রিয়াবাদ সম্পর্কে ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো।
S.P Varma said- “Structure refers to those arrangements withir system which performs the functions”
Dvid Cepter এর মতে- “প্রয়োজনীয় কার্য সম্পাদনার প্যার্টান সমূহ কে কাঠামো বলে।”
J.B Powell বলেছেন- “কাঠামো বলতে সেসব পর্যবেক্ষণীয় ক্রিয়াকালাপকে বোঝায় যাদের সমন্বয়ে রাজনৈতিক অবস্থা গঠিত হয়।”
Marton Kaplan (মার্টন কাপলান) এর মতে “কার্য হচ্ছে ঐসব পর্যবেক্ষণীয় ফলাফল যেগুলো একটি সমাজব্যবস্থায় সামঞ্জস্য করে।”
ওয়ান ইয়াং এর মতে “The objective consequence of a pattern of action for the system in which it occurs.”
উপসংহারঃ উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কাঠামোগত ক্রিয়াবাদ সমাজের সংগঠন ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। কাঠামোগত ক্রিয়াবাদ ভাষার কাঠামোগত বিশ্লেষণে অত্যন্ত শক্তিশালী ও যুক্তিনির্ভর একটি তত্ত্ব।