গবেষণা নকশার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব

গবেষণা নকশার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব

গবেষণা নকশার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব/ প্রয়োজনীয়তা 

গবেষণা নকশার মূল লক্ষ্য হলো মূল গবেষণা কর্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তার পূর্বনিশ্চিত হওয়া। গবেষণা নকশা গবেষণা কাজের দিক নির্দেশনা হিসেবে কাজ করে। গবেষণা কার্য সম্পাদন করার ক্ষেত্রে কি কি সমস্যায় পড়তে হতে পারে এবং কিভাবে এসব সমস্যার সমাধান করা সম্ভব, গবেষণা নকশায় এসকল দিকগুলো উল্লেখ থাকে

গবেষণা নকশার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব

নিম্নে গবেষণা নকশার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হলো:-

১. প্রশ্নোত্তর প্রাপ্ত: গবেষণা নকশার তথ্য সংগ্রহের জন্য প্রশ্নপত্র তৈরি করা হয়। এ প্রশ্নের ধরন, প্রশ্নপত্র করার প্রক্রিয়া, তথ্য সংগ্রহ পদ্ধতি ইত্যাদি গবেষণা নকশায় স্পষ্টভাবে উল্লেখ থাকে। এমনকি কোথা থেকে বা কার কাছ থেকে কতটুকু তথ্য সংগ্রহ করতে হবে এটাও গবেষণা নকশায় স্পষ্টভাবে উল্লেখ থাকে। 

২. চলক নিয়ন্ত্রণ: চলক গবেষণার একটা অপরিহার্য বিষয়। গবেষণা কাজের জন্য চলকগুলো নিয়ন্ত্রণ করতে হয়। চলকগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার একটা ধারণা গবেষণা নকশায় নকশায়ন করা থাকে। অতএব, চলক নিয়ন্ত্রণ গবেষণা নকশার অন্যতম উদ্দেশ্য। 

৩. ধারণা লাভ: গবেষণা নকশার একটি প্রধান উদ্দেশ্য হলো ধারণা লাভ। অর্থাৎ, নকশা দেখার সাথে সাথে গবেষণার বিষয়বস্তু লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম প্রভৃতি সম্পর্কে একটা ধারণা জন্মাবে। আর এ ধারণা সৃষ্টির জন্য গবেষক গবেষণা নকশা প্রণয়ন করে থাকেন। 

৪. গবেষণার সমস্যা ও অস্পষ্টতা চিহ্নিতকরণ: গবেষণা কাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকবে। এ ত্রুটি ও সমস্যাকে কাটিয়ে উঠার জন্য গবেষণা নকশার ত্রুটি ও সমস্যাগুলো চিহ্নিত করা হয়। এ সমস্যাগুলোর সমাধান প্রসঙ্গে গবেষণা নকশায় প্রয়োজনীয় সুপারিশ গ্রহণ করা হয়। 

৫. নকশায়ন: গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষণার নকশায়ন। গবেষণা নকশার মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এতে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনাসহ সার্বিক কাজের একটা নকশা প্রস্তুত করা হয়। যাতে গবেষক বা কর্মচারী সহজেই গবেষণা সম্পর্কে পর্যাপ্ত ধারণা লাভ করতে পারে। 

৬. উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ: গবেষণার বিষয়বস্তুর উদ্দেশ্যের সাথে সংগতি রেখে গবেষণা নকশা প্রস্তুত করা হয়। কারণ নকশার উদ্দেশ্য দেখেই যেন নিশ্চিত হওয়া যায় যে, গবেষণা কোন উদ্দেশ্যে করা হচ্ছে। 

৭. প্রকল্প যাচাইয়ের ক্ষমতা: গবেষণার জন্য যে প্রকল্প নেওয়া হয় তার যথার্থতা যাচাইয়ের জন্য নকশাতে প্রবর যাচাইয়ের কৌশল উল্লেখ থাকে। এক্ষেত্রে প্রকল্প যাচাইয়ের জন্য গবেষক একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে যার মাধ্যমে গবেষণার প্রকল্প যাচাই সম্ভব হয়। 

৮. তথ্য সংগ্রহের যথার্থতা নিরূপণ: গবেষণার জন্য অপরিহার্য হলো তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ ব্যতীত গবেষণা কাজ কখন ও সম্ভব হয় না। তবে তথ্য সংগ্রহের যথার্থতা নিরূপণ করার ব্যাপারে নকশার গুরুত্ব রয়েছে। গবেষণা নকশায় কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, তথ্য সংগ্রহের যথার্থতা নিরূপণ করতে হয় এবং কিভাবে তথ্য বিশ্লেষণ করতে হয় সে বিষয় উল্লেখ থাকে। 

৯. গবেষকের ক্ষমতা ও দক্ষতা যাচাই: গবেষণা নকশার কাঠামো দেখেই স্পষ্ট হওয়া যায় যে, গবেষক গবেষণা কাজে কতটুকু দক্ষ ও যোগ্য। কারণ গবেষক ও গবেষণা নকশার উপর গবেষণার সফলতা ব্যর্থতা নির্ভর করে। 

১০. যৌক্তিক সিদ্ধান্ত: গবেষণা নকশার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো গবেষণার জন্য সংগৃহীত গ্রহণযোগ্য, বস্তুনিষ্ঠ ও সঠিক উপায়গুলোর পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে গবেষণা সম্পর্কে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হতে গবেষককে সহায়তা করে। 

১১. স্থায়ী ভুল সংশোধন: গবেষণা নকশার মাধ্যমেই গবেষণার স্থায়ী ভুলগুলো সংশোধন করা হয়। কেননা, ফাইনাল হয়ে গেলে ভুল সংশোধন করা অসম্ভব হয়ে যায়। তাই নকশাকে অবলোকন করে ভুল সংশোধন করা হয়। তবে এক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে। 

১২. উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণে সহায়তা: গবেষণা নকশার অন্যতম উদ্দেশ্য হলো উপযুক্ত ও কার্যকরী পদ্ধতি গ্রহণে গবেষককে সহায়তা প্রদান করা। 

১৩. সময়, সম্পদ ও শ্রমের অপচয় বোধ: গবেষণা কাজে কিভাবে ও কতটুকু সময়, সম্পদ ও শ্রম ব্যবহার করতে হবে তার স্পষ্ট ধারণা গবেষণা নকশায় উল্লেখ থাকে। গবেষক এক্ষেত্রে সময়, সম্পদ ও শ্রমের অবচয় রোধে প্রয়োজনে নকশার পরিবর্তন করে থাকেন।

গবেষণা নকশার প্রয়োজনীয়তা

সামাজিক গবেষণাসমূহ যে কোন গবেষণার জন্য গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম। এটি গবেষণা কাজকে সহজ ও সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে স্বল্প সময়, শ্রম এবং অর্থ ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ তথ্য সংগ্রহ করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, স্বল্প ব্যয়ে একটি আকর্ষণীয় বাড়ি নির্মাণের পূর্বে যেমনি প্রয়োজন হয় একজন দক্ষ স্থপতি কর্তৃক প্রণীত একটি বাড়ির মানচিত্র তেমনি গবেষণা কাজ শুরুর পূর্বে সঠিক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য প্রয়োজন হয় একজন দক্ষ গবেষক কর্তৃক প্রণীত গবেষণার নকশা।

নিম্নে গবেষণা নকশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হলো:-

১. গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করা: গবেষণা নকশা গবেষণা সম্পর্কিত বিক্ষিপ্ত ধারণাগুলোকে একত্রে সংগঠিত করে গবেষণার কাজকে সহজে সুনির্দিষ্ট পথে পরিচালিত করতে সহায়তা করে থাকে। অতএব দেখা যাচ্ছে, গবেষণাকে সুনির্দিষ্ট পথে পরিচালনা করতে গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম।

২. গবেষণার উদ্দেশ্য অর্জন: গবেষণার উদ্দেশ্যকে সঠিকভাবে অর্জন করার জন্য গবেষণা নকশার গুরুত্ব রয়েছে। কেননা, গবেষণা নকশা গবেষণার উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে গবেষকের কমপ্রচেষ্টাকে সঠিক ও সুশৃঙ্খলভারে পরিচালিত করতে সহায়তা করে থাকে।

৩. গবেষণার সমস্যা ও অস্পষ্টতা চিহ্নিত করণ: গবেষণা কাজের ক্ষেত্রে কিছু ত্রুটি ও সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। এসকল সমস্যা ও অস্পষ্টতা দূর করার জন্য এগুলো চিহ্নিত করতে হয়। আর এ সকল ত্রুটি ও সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে - গবেষণা নকশার ভূমিকা গুরুত্বপূর্ণ।

৪. গবেষণা কাজের ধারাবাহিকতা: গবেষণা কাজের ধারাবাহিকতা বজায় রাখতেও গবেষণা নকশা গবেষককে বিশেষভাবে সহায়তা করে থাকে। এতে গবেষকের উপস্থিতি ব্যতিরেকেও গবেষণা কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয়। কেননা, গবেষণা কাজটি কিভাবে অগ্রসর হবে, কোন কাজটির পর কোন কাজটি করতে হবে তা গবেষণা নকশায়ই বর্ণনা করা থাকে।

৫. ভুল সংশোধন: গবেষণা কাজটি বাস্তবায়ন করতে গিয়ে গবেষকে কোন ধরনের বা কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তা গবেষণা নকশায় পূর্ব থেকেই উল্লেখ থাকে। ফলে গবেষণা কাজটি শুরুর পূর্বেই গবেষক ভুল বা ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধন করে নিতে সক্ষম হন। সুতরাং, গবেষণা কাজের ভুল সংশোধন করার ক্ষেত্রে গবেষণা নকশার গুরুত্ব রয়েছে।

৬. উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণে সহায়তা: সামাজিক গবেষণার মূল উপাদান হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য। উত্তম গবেষণা নকশা গবেষণার সাথে সঙ্গতিপূর্ণ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে থাকেন বা উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণে সহায়তা করে। সুতরাং, উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণের ক্ষেত্রে গবেষণা নকশার ভূমিকা অপরিসীম।

৭. সময়, সম্পদ ও শ্রমের অপচয় রোধ: গবেষণা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কোথায়, কতটুকু সময় সম্পদ ও শ্রমের ব্যবহার করতে হবে সেগুলো গবেষণা নকশায় উল্লেখ থাকে। ফলে গবেষক পূর্ব থেকেই এগুলোর যথাযথ ব্যবহারে সচেতন থাকেন। ফলে সময়, সম্পদ ও শ্রমের অপচয় রোধ সম্ভব হয়।

৮. চলক নিয়ন্ত্রণ: গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো চলক। গবেষণা কাজের জন্য এ চলকগুলো নিয়ন্ত্রণ আবশ্যক। আর এই সকল চলক নিয়ন্ত্রণে গবেষণা নকশা সহায়তা করে। সুতরাং, চলক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গবেষণা নকশার প্রয়োজনীয়তা রয়েছে।

৯. গবেষকের দক্ষতা যাচাই: গবেষণা নকশার কাঠামো দেখেই স্পষ্ট হওয়া যায় যে, গবেষক গবেষণা কাজে কতটুকু দক্ষ ও যোগ্য। গবেষক এবং গবেষণা নকশার উপর গবেষণার সফলতা, ব্যর্থতা নির্ভর করে। যেহেতু গবেষণা নকশার কাঠামো দেখেই গবেষকের দক্ষতা ও যোগ্যতা অনুমান। করা যায়, সেহেতু গবেষকের দক্ষতা যাচাই করার ক্ষেত্রে গবেষণা নকশার গুরুত্ব অপরিসীম।

১০. প্রশ্নোত্তর প্রাপ্তি: গবেষণায় তথ্য সংগ্রহের জন্যে প্রশ্নপত্র তৈরি করা হয়। এ প্রশ্নের ধরন, কিভাবে প্রশ্নপত্র করা হবে, কিভাবে তথ্য সংগ্রহ করা হবে ইত্যাদি নকশায় স্পষ্টভাবে উল্লেখ থাকে। এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে গবেষক প্রশ্নোত্তর প্রাপ্তির দ্বারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকে। সুতরাং, প্রশ্নোত্তর প্রাপ্তিতে গবেষণা নকশার প্রয়োজনীয়তা অপরিহার্য।

১১. ধারণা লাভ: গবেষণার পূর্ব পরিকল্পনা হিসেবে গবেষণা নকশার গুরুত্বপূর্ণ কাজ হলো গবেষণার বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম প্রভৃতি সম্পর্কে গবেষক কর্মচারী এমনকি সাধারণ মানুষের মনে এ বিষয়ে একটা ধারণা জন্মানো। আর এ ধারণা জন্মানোর ক্ষেত্রে গবেষণা নকশার প্রয়োজনীয়তা তুলনাহীন।।

১২. যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হওয়া: গবেষণার যৌক্তিক, গ্রহণযোগ্য, বস্তুনিষ্ঠ ও সঠিক উপায়গুলো পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে গবেষণার ক্ষেত্রে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হতে গবেষককে সহায়তা করার ব্যাপারে গবেষণা নকশার গুরুত্ব অতুলনীয়।

১৩. প্রকল্প যাচাই: গবেষণার জন্য যে প্রকল্প নেয়া হয় তার যথার্থতা যাচাইয়ের পদ্ধতি বা কৌশল গবেষণা নকশায় উল্লেখ থাকে। এখানে প্রকল্প যাচাইয়ের ক্ষেত্রে গবেষক একটা নির্দিষ্ট লক্ষমাত্রা নির্ধারণ করে থাকে, যার মাধ্যমে গবেষণার প্রকল্প যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়। সুতরাং, প্রকল্প যাচাই করতে গবেষণা নকশার গুরুত্ব রয়েছে।

 উপসংহার: গবেষণা নকশা হলো গবেষণার যৌক্তিক এক নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা দান। গবেষণা কাজকে মুখ্য ও যথার্থরূপে সম্পন্ন করার লক্ষ্যে গবেষণা নকশা প্রস্তুত করা হয়। তবে নকশা প্রস্তুতের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। কেননা, গবেষণা নকশার উপরই গবেষণার সফলতা, ব্যর্থতা নির্ভর করে। গবেষণা নকশার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মূল গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে বাহু বায়ন করা। এ লক্ষ্যে ত্রুটি ও সমস্যা চিহ্নিত করে পূর্বেই একটা সমাধান প্রক্রিয়া গ্রহণে গবেষককে সহায়তা করা

Post a Comment (0)
Previous Post Next Post