সমাজতাত্ত্বিক তত্ত্ব কী? পারসন্স এর প্যাটার্ন ভেরিয়েবল কী?

প্রশ্নঃ সমাজতাত্ত্বিক তত্ত্ব?

সমাজবিজ্ঞানে যে সকল প্রত্যয় ব্যবহৃত হয় তার মধ্যে সমাজতাত্ত্বিক তত্ত্ব উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এ তত্ত্বের মাধ্যমেই মানুষ সমগ্র সমাজ সম্পর্কে এবং সমাজস্থ বিভিন্ন মানুষ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এছাড়া সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে সমাজস্থ ব্যক্তিবর্গের সম্পরক নিয়ে আলোচনা করা হয়।এচাড়া ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি বিষয়ের ব্যাখ্যা একমাত্র সমাজতাত্ত্বিক তত্ত্বেই পাওয়া সম্ভব।

সমাজতাত্ত্বিক তত্ত্বঃ অধ্যাপক জে. জে ম্যাকিউনিস বলেন ''সমাজতাত্ত্বিক তত্ত্ব হলো এমন এক বিকৃতি যার সাথে নির্দিষ্ট কিছু বিষয় (যেমন- কখন ও কিভাবে) সম্পর্কিত।''

রবার্ট কে মার্টনের মতে ''সমাজতাত্ত্বিক তত্ত্ব হচ্ছে এমন কতকগুলো অভিজ্ঞতা দ্বারা লব্ধ প্রস্তাবনার সমষ্টি যারা যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত।''

কনসাইজ অক্সফোর্ড ডিকশোনারিতে বলা হয় ''সমাজতান্ত্রিক তত্ত্ব হচ্ছে প্রত্যাহিক উদ্দেশ্যর একটি নির্দেশক অনুমান বা কল্পনা ব্যাখ্যাকারী কোনোকিছু যা ঘটনার নিরপেক্ষতার মূল সূত্র সমূহের উপর প্রতিষ্ঠিত।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, সমাজ সম্পর্কিত কোনো সাধারণ সূত্রই হচ্ছে সমাজতাত্ত্বিক তত্ত্ব।

প্রশ্নঃ পারসন্স এর প্যাটার্ন ভেরিয়েবল কী?

ধরন চলকসমূহ কী?

ভূমিকাঃ সমাজ বিশ্লেষণে যে সব ক্রিয়াবাদী তাত্ত্বিক রয়েছেন তাদের মধ্যে ট্যালকট পারসন্স উল্লেখযোগ্য। তার চিন্তাধারা জটিল ও বিমূর্ততায় আচ্ছন্ন। এ কারণে অনেকে তার গ্রন্থ অধ্যয়ন করে পশুশ্রম নামে আখ্যায়িত করেছেন। ট্যালকট পারসন্স  সমাজবিজ্ঞানে যত তত্ত্ব প্রদান করেছেন তার মধ্যে প্যাটার্ন ভেরিয়েবল তত্ত্ব অন্যতম।

ধরণ চলকসমূহঃ ১৯৫১ সালে ট্যালকট পারসন্স এবং ই-মিলস নামক একজন বিজ্ঞানী values Motives and system of social Action নামক গ্রন্থে প্যাটান ভেরিয়েবল এর কথা আলোচনা করেছেন।

ট্যালকট পারসন্স এর মতে, প্রত্যেক মানুষের আচরণের একটি বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এ উদ্দেশ্যকে কেন্দ্র করে এর সাথে সামঞ্জস্য রেখে অনেকগুলো অপশন থেকে বিকল্প একটি গ্রহণ করে। একজন মানুষের সামনে যেসব অপশন বিকল্প থাকে তাকে Pattern Variable বলে।

G. E. Socerson প্যাটার্ন ভেরিয়েবল এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ''কোনো সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যে দ্বৈতক অবস্থান বিরাজ করে তাকেই প্যাটার্ন ভেরিয়েবল বলে।

ট্যালকট পারসন্স বলেন -''A pattern variable is a dischotomy one side of which must be chosen by an actor before the meaning of a situation is determinate for him and thus before the can act with respect to that situation. In other words catch pattern variable represent a problem or a dilemma that must solved the actor before action can take place.

উপসংহারঃ উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে যদিও ট্যালকট পারসন্সের প্যাটার্ন ভেরিয়েবল তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে তথাপি এ  গুরুত্ব কোন অংশে হ্রাস পাইনি। ট্যালকট পারসন্স এর মতে প্যাটার্ন ভেরিয়েবল হলো শ্বাশ্বত এবং যথেষ্ট। এগুলো পরস্পর স্বাধীন এবং বিশ্লেষণের জন্য উপযোগী।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?