শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্নঃ শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য

সামাজিক জীব হিসেবে  মানুষ সমাজে বসবাস করে। সমাজে বিভিন্ন শ্রেণি ও সমাজের লোক বসবাস করে। জাতিবর্ণ প্রথা এমন একটি স্তরবিন্যাস যা কোনো সমাজকে বিভিন্ন জাতিতে বিভক্ত করে। শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য বিদ্যমান। পুঁজিবাদি সমাজে সমাজ দুটি শ্রেণিতে বিভক্ত যথা- পুঁজিপতি শ্রেণি ও শ্রমিক শ্রেণি।

শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য লেখ।


জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্যঃ নিম্নে জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে পার্থক্য আলোচনা করা হল।

১। উন্মুক্ত ও বহু ব্যবস্থাঃ জাতিবর্ণ হলো একটি বড় ব্যবস্থা অন্যদিকে শ্রেণি হলো উন্মুক্ত ব্যবস্থা । কোন বিশেষ জাতিবর্ণের সদস্য অন্য কোনো জাতিবর্ণের সদস্যপদ অর্জন করতে পারে না। তার জম্ম ও মৃত্যু একই জাত বর্নের মধ্য সীমিত। অন্যদিকে কোন বিশেষ শ্রেণীর সদস্য স্বীয় প্রচেষ্টা বা অন্য কোন উপায়ে  অন্যান্য উঁচু বা নিচু শ্রেণীতে মিল হতে পারে।

২। বিবাহভিত্তিক গোষ্ঠীঃ জাতিবর্ণ হলো একটি অন্তঃগোত্র বিবাহভিত্তিক গোষ্ঠী। অন্যদিকে শ্রেণি হলো কোন বিবাহভিত্তিক  গোষ্ঠী নয়। জাতিবর্ণের কোন সদস্যকে নিজ জাতিতেই বিবাহ করতে হয়। অন্যদিকে এক শ্রেণির সদস্য অন্য জাতিতে বিবাহ করতে পারে।

৩। মর্যাদা অর্জনের ক্ষেত্রেঃ জাতিবর্ণ ও শ্রেণির মধ্যে মর্যাদা অর্জনের ক্ষেত্রে ও ভিন্নতা রয়েছে।জাতিবর্ণের ক্ষেত্রে কোন ব্যক্তির মর্যাদা জর্মসূত্রে নির্ধারিত বা জাতিবর্ণ কর্তৃক অর্পিত। অন্যদিকে শ্রেণির ক্ষেত্রে ব্যক্তির মর্যাদা তার যোগ্যতার ভিত্তিতে অর্জিত।

৪। পেশাভিত্তিক গোষ্ঠীর ক্ষেত্রেঃ জাতিবর্ণগুলো সাধারণত একটি পেশাভিত্তিক গোষ্ঠী। এই পেশা যেন জম্ম কর্তৃক নির্ধারিত। অন্যদিকে শ্রেণিগুলো কোন পেশাভিত্তিক গোষ্ঠী নয়। শ্রেণির ক্ষেত্রে যে কোন মানুষ যে কোন পেশা গ্রহণ করতে পারে।

৫। নিয়মবিধিঃ জাতিবর্ণের কতকগুলি অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় নিয়মবিধি বা সামাজিক বিধিনিশেধ থাকে যা জাতিবর্ণের সদস্যদের মেনে চলতে হয়। অন্যদিকে শ্রেণির ক্ষেত্রে এ ধরনের নিয়ম অপরিবর্তনীয়।

৬। দাস ও স্বাধীনতার ক্ষেত্রেঃ জাতিবর্নের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি যেন সমাজব্যবস্থার দাস। তার স্বাধীন চিন্তা, স্বাধীনভাবে পেশা গ্রহণ, স্বাধীনভাবে মানুষের সাথে সম্পর্ক স্থাপনের যেন সুযোগ নেই। অন্যদিকে শ্রেণি ব্যবস্থায় মানুষ অনেকটা স্বাধীন ও মুক্ত।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, শ্রেণি হলো একটি উন্মুক্ত ব্যবস্থা এবং জাতিবর্ণ হলো একটি বদ্ধ ব্যবস্থা। মানব সমাজের প্রতিটি পর্যায়ে সমাজিকক স্তরবিন্যাস বিদ্যমান।সমাজে বিভিন্ন জাতির লোক বসবাস করে থাকে।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?