অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য গুলি লেখ

প্রশ্নঃ অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য কি কি?

ভূমিকাঃ অপরাধ হলো আইন বিরোধী কাজ। যখন ব্যক্তি সমাজ স্বীকৃত পন্থায় আচরণ না করে সমাজের অস্বীকৃত পন্থায় আচরণ করে সমাজিক সংহতি ও মানুষের স্বাভাবিক যীবনযাত্রা বিঘ্নিত করে তখন এ ধরনের আচরণকে বিচ্যুত আচরণ বলে।

অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্যঃ নিম্নে অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা করা হলো-

১। সংজ্ঞাঃ আইন লঙ্ঘন করাই অপরাধ। সমাজ ও আইন কর্তৃক অস্বীকৃতি ও অস্বাভাবিক আচরণ হিসেবে চিহ্নিত। সমাজে এমন অনেক কাজ লক্ষ্য করা যায় যা আইনে নিষিদ্ধ না হলেও সামাজিক স্বাভাবিক ও কাঙ্খিত আচরণের পরিপন্থি তাকেই বিচ্যুতি হিসেবে আখ্যায়িত করা হয়।

২। আওতাঃ আইন বিরোধী বা আইন ভঙ্গমূলক কাজ অপরাধের আওতায় পড়ে। সামাজিক মূল্যবোধের পরিপন্থি কাজ যা আচরণ বিচ্যুতির পর্যায়ে পড়ে।

৩। সামাজিক পরিবর্তনঃ সামাজিক পরিবর্তনে প্রক্রিয়ায় সামাজিক বিচ্যুতিমূলক আচরণের কোনো দিক কখনো বা অপরাধমূলক আচরণে পরিণত হতে পারে। যাই সামাজিক পরিবর্তন ঘটুক না কেন অপরাধ সবসময় বিচ্যুতি আচরণের মধ্যে পড়ে।

৪। আচরণঃ সব অপরাধই সামাজিক বিচ্যুতির আচরণ। কিন্তু সব সামাজিক বিচ্যুতির আচরণ অপরাধ নয়।

৫। ধরণঃ কোন কোন কাজ আইন দ্বারা লিপিবদ্ধ হলেঅথবা আইন অনুসারে নির্ধারিত কর্তব্যে অবহেলা হলে তা অপরাধের পর্যায়ে পড়ে। সমাজের ঐতিহ্য, মূল্যবোধ ও রীতিনীতির দৃষ্টিকোণ হতে যেসব আচরণ সমাজের ঐতিহ্য ও মূল্যবোধ বিরোধী সেটাই বিচ্যুতি।

৬। নিয়ন্ত্রণঃ অপরাধ হলো এমন এক কাজ বা আচরণ যা আনুষ্ঠানিক কোন বাহন বা সংস্থা দ্বারা পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ করা যায় না । বিচ্যুতিমূলক আচরণ নিয়ন্ত্রণ করা অপরাধ থেকে আপসকৃত সহজ কাজ।

৭। শাস্তিঃ অপরাধমূলক আচরণের জন্য রাষ্ট্র বা সমাজ কর্তৃক শাস্তি নির্ধারিত থাকে।বিচ্যুতিমূলক আচরণের জন্য শাস্তি নির্ধারিত হয়। অপরাধের শাস্তি কঠোর হয়ে থাকে তবে বিচ্যুতির নয়।

উপসংহারঃ পরিশেষে আমরা বলতে পারি যে, অপরাধ ও বিচ্যুতি মূলত এক ধরনের অনাকাঙ্খিত এবং আইন বিরোধী আচরণ যা সমাজের সদস্য কর্তৃক গ্রহণযোগ্য নয়। সমাজের সকলের দৃষ্টিতে যে কাজ আইন ভঙ্গ করে ও শাস্তির বিথান আছে তাই অপরাধ ও যেটার জন্য শাস্তি না থাকলেও সমাজের স্বাভাবিক নিয়মে বেঘাত হয় তাকেই বিচ্যুতি বলে গণ্য করা হয়।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?