উদ্বাস্তু কী বর্তমান বাস্তবতার আলোকে আলোচনা
ভূমিকা: মানুষের ভাগ্য অনুসন্ধানের প্রবণতার কারণে একা বা দল বেঁধে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যায়। মহামারি, যুদ্ধ, রাজনৈতিক বিশৃঙ্খলা ইত্যাদি কারণে মানুষ দল বেধে স্থানান্তর হয়। বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে মানুষ নিজের দেশ ত্যাগ করে অপর কোনো দেশে আশ্রয় গ্রহণ করে বা এক দেশ থেকে অন্য দেশে ভাসমান অবস্থায় অবস্থান করে তাদেরকে উদ্বাস্তু বলে।
উদ্বাস্তুঃ উদ্বাস্তু (Refugee) হল এমন ব্যক্তি, যিনি "বাস্তবভিত্তিক ভয়"–এর কারণে তার নিজ দেশ ছাড়েন—জাতি, ধর্ম, রাজনৈতিক মত, সামাজিক গোষ্ঠী কিংবা মানবাধিকার লঙ্ঘনের কারণে । ২০২৪ সালের শেষ পর্যন্ত ৪২.৭ মিলিয়ন উদ্বাস্তু এবং মোট ১২৩.২ মিলিয়ন (অন্তর্বাসী, আশ্রয়প্রার্থীসহ) মানুষ কিছু না কিছুভাবে এলাকা‑পরিবর্তনকারী হিসেবে রয়েছেন।
উদ্বাস্তু একটি বৈশ্বিক মানবিক সমস্যা-
১। ফিলিস্তিন উদ্বাস্তু সমস্যা: ভাগ্যর নির্মম পরিহাস ফ্যাসিবাদের হাতে তাড়া খেয়ে ইহুদি জাতিই পরবর্তীতে সৃষ্টি করে পৃথিবীর এক ভয়াবহ সমস্যা উদ্বাস্তু সমস্যা। ১৮ এবং ১৯৪৮ ও ১৯৬৭ এর সংঘাতের পর, ৫.৬ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু আজও বিভিন্ন ক্যাম্প ও আশ্রয়ে রয়েছেন—বিশেষ করে যর্ডান, লেবানন, সিরিয়া, গাজা ও পশ্চিম তীরে ।
২। আফগানিস্তান উদ্বাস্তু সমস্যা: ১৯৭৯ সালে আফগানস্তানের ৩০ লক্ষ লোক উদ্বাস্তু হয়ে আশ্রয় নেয় ইরান ও পাকিস্তানে। ২০২৩‑এ প্রায় ৩.২ মিলিয়ন অভ্যন্তরীণ উদ্বাস্তু (IDPs) এবং ৬.৪ মিলিয়ন আফগান উদ্বাস্তু যে অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন—অধিকাংশই ইরান ও পাকিস্তানে । ২০২৫‑এ প্রায় ৬ মিলিয়ন অধরা আফগান উদ্বাস্তু অন্তর্ভুক্ত আছে; একই সময় আফগানিস্তান থেকে তাদের প্রত্যাবর্তন, পুনর্মিলন মানবিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন।
৩। ইরাক উদ্বাস্তু সমস্যা: ২০০৭‑এ প্রায় ৪ মিলিয়ন ইরাকি উদ্বাস্তু (বিদেশি ও অভ্যন্তরীণ) ছিল; ২০০৭‑এ ২ মিলিয়ন ইরাকি অভ্যন্তরীণ উদ্বাস্তু, আর ২ মিলিয়ন দেশের বাইরে। ২০২৪‑এ উন্নতি আসলেও এখনও ১.১৪ মিলিয়ন অভ্যন্তরীণ উদ্বাস্তু রয়েছেন।
৪। মায়ানমার (রোহিঙ্গা) উদ্বাস্তু সমস্যা: ১৯৯১ সালে বর্মি সরকার পরিচালিত অপারেশন নিয়ে যাবার ফলে প্রায় তিন লক্ষ রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশে অবস্থান করে। ২০১৭ সালের গণহত্যার পর থেকে, বাংলাদেশে ২০১৮ সালপ ৭২৩,০০০+ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। আরও সম্প্রতি, ১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা এখন কোক্সবাজারে অবস্থান করছেন; গত ১৮ মাসে প্রায় ১৫০,০০০ নতুন আগমন ঘটেছে । এছাড়া, ২০২৫‑এ বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ ও উদ্বেগ রয়েছে।
৫। তিব্বত উদ্বাস্তু সমস্যা: তিব্বতের স্বাধীনতাকামীরা ১৯৫৯ সালে চীন থেকে স্বাধীন হওয়ার আন্দোলন চালাই ফলে চীন সরকারের নিপীড়ন হতে রক্ষা পেতে ১ লক্ষ তিব্বতীয় ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।২০০৯ সালের তথ্য অনুযায়ী, ১৫০,০০০ তিব্বতি উদ্বাস্তু (ডায়াস্পোরা) বিভিন্ন দেশে অবস্থান করেন, তার মধ্যে ভারতে ৯৪,২০৩, নেপালে ১৩,৫১৪ এবং বাকি পৃথিবীজুড়ে ।
৬। কাশ্মীর উদ্বাস্তু সমস্যা: ভারতের শোষণ ও শাসনের অবসান ঘটানোর জন্য কাশ্মীরের মুসলিম জনগণ স্বাধীনতার জন্য আন্দোলন করে যার ফলে ভারত সরকার সেনাবাহিনী দ্বারা নির্যাতন করলে তারা উদ্বাস্তু হয়ে পাশ্ববর্তী দেশ পাকিস্তানে আশ্রয় নেয়।
৭। বাংলাদেশ উদ্বাস্তু সমস্যা: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশের প্রায় ১০ লক্ষ মানুষ উদ্বাস্তু হিসেবে ভরতে আশ্রয় নেয়।
৮। সোমালিয়া উদ্বাস্তু সমস্যা: সোমালিয়া ও ইথিওপীয়র বিরোধের ফলে উদ্বাস্তু সৃষ্টি হয় এবং কয়েক লক্ষ সোমালিয়া অন্যদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
উপসংহার: বিশ্বব্যাপী ৪২.৭ মিলিয়ন উদ্বাস্তু, ১২৩.২ মিলিয়ন অপহ্রস্ত ব্যক্তি রয়েছে, যাদের পুনর্বাসন ও নিরাপতি মানবিক-আইনগত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ । ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, মায়ানমার (রোহিঙ্গা) ও তিব্বতের সংকট সবচেয়ে গুরুতর এবং দীর্ঘস্থায়ী। বাংলাদেশের পরিস্থিতিতে রোহিঙ্গা উদ্বাস্তু নয় একটি নির্দিষ্ট দেশভিত্তিত উদ্বাস্তু সমস্যা, তবে তা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে আশ্রয় ও সমাধানের দ্রুত প্রয়োজন রয়েছে।
উদ্বাস্তু কী?
১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের নির্ধারণ অনুযায়ী, উদ্বাস্তু সেই ব্যক্তি যিনি খ্রীতপরতার কারণ (জাতি, ধর্ম, মতাদর্শ ইত্যাদি) নিয়ে স্বদেশ ত্যাগ করেন
বিশ্বে মোট কত উদ্বাস্তু রয়েছে?
২০২৪ সালের শেষ অনুযায়ী বিশ্বে ৪২.৭ মিলিয়ন উদ্বাস্তু ও ১২৩.২ মিলিয়ন বাধ্যতামূলক ভাবে স্থান চ্যুত মানুষ রয়েছে
বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যার বর্তমান অবস্থা কী?
২০১৭–এ রোহিঙ্গা আশ্রয়ের পর বাংলাদেশে ৭২৩,০০০+ রোহিঙ্গা শরণার্থী ঢুকেছে; বর্তমানে কোক্সবাজারে ১ মিলিয়নেরও বেশি, তারমধ্যে ১৮ মাসে ১৫০,০০০ নতুন আগমন
আফগানিস্তানের উদ্বাস্তু সংখ্যার সাম্প্রতিক তথ্য কী?
২০২৩–এ ৬.৪ মিলিয়ন আফগান উদ্বাস্তু অন্যান্য দেশে বর্তমানে, এবং ৩.২ মিলিয়ন অভ্যন্তরীণ উদ্বাস্তু