জনসংখ্যা কী? জনসংখ্যা বিস্ফোরণ কি?

জনসংখ্যা কী? জনসংখ্যা বিস্ফোরণ কি?

জনসংখ্যা কী? 

ভূমিকাঃরাষ্ট্র গঠনের একটি মৌলিক উপাদান জনসংখ্যা। জনসংখ্যা ব্যতিত সামাজিক গোষ্ঠী, প্রতিষঠান তথা সামাজিক কাঠামো অকল্পনীয়। কিন্তু জনসংখ্যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। অনেক সময় দেখা যায় কো ভূখন্ডের জনসংখ্যা কিছু সময়ের জন্য হ্রাস পেলেও অন্যত্র বৃদ্ধি পায়। আবার জম্মহার বৃদ্ধিজনিত কারনেও জনসংখ্যা বেড়ে যায়।জনসংখ্যার এ হ্রাস বৃদ্ধি জৈবিক প্রবৃত্তি ও আর্থ সামাজিক পরিস্থিতির সাথেঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

জনসংখ্যা কী? জনসংখ্যা বিস্ফোরণ কি?


জনসংখ্যাঃ ইংরেজি Population শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জনসংখ্যা। এ Population শব্দটি এসেছে গ্রিক শব্দ Popjular থেকে, যার অর্থ হলো Particular group or type of people or animals living in an area. সাধারণভাবে বলা যায় কোন নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিবিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বলে।
উইলিয়াম পি স্কট এর Dictionary of sociology ব্যাখ্যা অনুযায়ী নির্দিষ্ট কোন ভৌগলিক সীমায় যেমন- একটি জাতি , একটি ভৌগলিক অঞ্চল রাষ্ট্র, মোট্রোপলিটন এলাকা বা একটি শহরে বসবাসরত সকল জনগোষ্ঠীকে জনসংখ্যা বলা হয়।
Oxford Advanced Learner's Dictionary এর ভাষায় 'Population on the people who live in a particular area, city or countries' জনসংখ্যা মানুষ সমপর্কে একটি সংখ্যাত্মক ধারণা যেকোন নির্দিষ্ট ভূখন্ডের সব জনগোষ্ঠিকে নির্দেশ করে। জনসমাজের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জনসংখ্যা।
পরিশেষে বলা যায় যে, কোন নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের পরস্পর সম্পর্কযুক্ত ও সুসংবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের জনসমষ্টিকেই জনসংখ্যা বলা হয়।

জনসংখ্যা বিস্ফোরণ কি?

দেশের সম্পদের সাথে সঙ্গতিপূর্ণ জনসমষ্টি থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কিন্তু জনসংখ্যা যদি দেশের সম্পদের তুলনায় অধিক হয়ে যায় তবে তা অর্থনীতি ও গোটা বিশ্ব পরিবেশের ক্ষেত্রে বিরুপ প্রভাব ফেলে। 
জনসংখ্যা বিস্ফোরণঃ আধুনিক যুগে জনসংখ্যা বিস্ফোরণ একটি পরিচিত শব্দ। সাধারণ অর্থে বিস্ফোরণ বলতে কোন কিছুর হঠাৎ এ অতিদ্রুত প্রকাশিত হওয়াকে বোঝায়। যখন কোন দেশের বা অঞ্চলের জনসংখ্যা অতিদ্রুত বা উচ্চহারে বৃদ্ধি পেতে থাকে  তখন তাকে বিস্ফোরণ নামে অভিহিত করা হয়। মোটকথা যখন কোন দেশের জনসংখ্যা বন্যার ঢালের ন্যায় বৃদ্ধি পায় তখন তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলা হয়। এ অবস্থায় জনসংখ্যা অস্বাভাবিক দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে। বিস্ফোরণ একটি ভীতিপ্রদ শব্দ। এটি অগ্নি ও ধ্বংসের সাথে সম্পর্কযুক্ত। তাই পারমানবিক বিস্য়োরণের ন্যায় জনসংখ্যা বিস্ফোরণ ও দেশের ার্থনৈতিক মেরুদন্ডকে ভেঙে দেয়। 
বিংশ শতাব্দীর মধ্যভাগ হতে বাংলাদেশে ও তৃতীয় বিশ্বের অনেক দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে এ অস্বাভাবিক জনস্ফিতিকে জনসংখ্যা বিস্ফোরণ নামে অভিহিত করা হয়েছে। জনসংখ্যা বিস্ফোরণের ফলে দেশে অভাব অনটন, বেকারত্ব, অর্থনীতির বেহাল অবস্থা হয়ে যায়।
Post a Comment (0)
Previous Post Next Post