নগর দারিদ্র্য কী? নগর দারিদ্র্যের বৈশিষ্টসমূহ লিখ

নগর দারিদ্র্য কী? নগর দারিদ্র্যের বৈশিষ্টসমূহ লিখ

নগর দারিদ্র্য কী? নগর দারিদ্র্যের বৈশিষ্টসমূহ লিখ

একটি দেশের গতিশীল উন্নয়ন প্রক্রিয়ায় নগরায়ন অপরিহার্য হলেও দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্থ করে বিভিন্ন সামাজিক সমস্যক তার মধ্যে উল্লেখযোগ্য হল দারিদ্র্য সমস্যা। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় নগর দারিদ্র্য অনুপস্থিত নয়। কেননা প্রতিবছরই গ্রাম থেকে শহরে আসে। যার ফলে নগর দারিদ্র্য প্রতিনিয়ত বিশাল আকার ধারণ করছে।

নগর দারিদ্র্য কী? নগর দারিদ্র্যের বৈশিষ্টসমূহ লিখ

নগর দারিদ্র্যঃ সাধারণত নগর দারিদ্র্য হলো মানুষের বিভিন্ন জীবন যাত্রা যেমন নিম্নমানের ঘরবাড়ি, নিম্ন আয়, অজ্ঞতা, কুসংস্কার, কর্মদক্ষতার অভাব, নিম্নমানের শিক্ষা ইত্যাদির মান বজায় রাখার জন্য অপারগতা  প্রকাশ করাই হলো নগর দারিদ্র্য বলে।

ব্যাপক অর্থে নগর দারিদ্র্য হচ্ছে শহরে বসবাসকারী জনগোষ্ঠীর এমন  একটা স্তরযেখানে যীবন ধারণের জন্য নূন্যতম মৌল মানবিক চাহিদা সমূহ পূরণ করতে অক্ষম এবং মাথাপিছু আয় অতি নিম্নমানের। আর যে সকল নগরবাসী এই ধরনের জীবন যাত্রার মৌলিক চাহদা পূরণের অপারগতা প্রকাশ করে তারাই নগর দারিদ্র্য।

শিলিন এর মতে- ''যাদের জীবনমান সমাজ নির্ধারিত জীবনযাত্রা মানের চেয়ে নিচে তারাই দরিদ্র। আর এ দরিদ্র অবস্থাকে নগর দারিদ্র্য বলে।''

আয়েশা নোমানের মতে- ''সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে দারিদ্র্য হলো মানবজীবনের এমন একটি স্তর যেখানে মানুষের জীবন ধারণের মৌল চাহিদাসমূহ পূরণে অক্ষম।''

এতএব বলা যায় যে নগর দারিদ্র্য হলো নগরবাসীর এমন এক অবস্থা যেখানে তারা তাদের মৌল ও মানবিক চাহিদা পূরণে অক্ষম।

নগর দারিদ্র্যর বৈশিষ্ট্যঃ নগর দারিদ্র্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিম্নে দেওয়া হলো-

১। নগর দারিদ্র্য শিল্পায়িত সমাজ ব্যবস্থার একটি উল্লেখযোগ্য ফলশ্রুতি।

২। নিম্নমানের জীবনযাত্রা নগর দারিদ্র্যর অন্যতম বৈশিষ্ট্য।

৩। নগর দারিদ্র্যের সাধারণ বৈশিষ্ট্য মৌল ও মানবিক চাহিদা পূরণে অপারগতা প্রকাশ করা।

৪। নিম্নমানের আয় নগর দারিদ্র্যের একটি বৈশিষ্ট্য

৫। নগর দারিদ্র্যর ফলে নগর বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত।

৬। নগর দারিদ্র্যর সাধারণ বৈশিষ্ট্য উচ্চ জম্মহার ও উচ্চ মৃত্যুহার।

৭। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড যেমন- বেকারত্ব, মাদকাসক্তি, পতিতাবৃত্তি, ছিনতাই, যৌন অপরাধ নগর দারিদ্র্যর সাধারণ চিত্র।

৮। স্বাস্থ্যের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া নগর দারিদ্র্যের অন্যতম বৈশিষ্ট্য।

সুতরাং উপরের আলোচনার উপর ভিত্তি করে বলা যায়, উল্লেখিত দিকগুলি ছাড়াও অসচেতনতা, অদক্ষতা, কুসংস্কারচ্ছন্নতা ইত্যাদি নগর দারিদ্র্যের অন্যতম বৈশিষ্ট্য।

Post a Comment (0)
Previous Post Next Post