সামাজিক স্তরবিন্যাস সংজ্ঞা, উপাদান ও প্রভাব
ভূমিকা:- সমাজবিজ্ঞানীদের মতে সমাজবিজ্ঞানের শুরু হতেই সমাজে স্তরবিন্যাসের সৃষ্টি হয়েছে।সমাজস্থ ব্যক্তিবর্গকে ক্রমোচ্চ স্তরভেদে বিন্যস্ত করার জন্য সমাজবিজ্ঞানে স্তরবিন্যাস প্রত্যয়টি ভূ-বিদ্যার অনুকরণে বিংশ শতাব্দীর ১৯৪০- এর দশক থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
সামাজিক স্তরবিন্যাস সংজ্ঞা
সাধারণ কথায় সমাজে বসবাসকারী মানুষদের উঁচু-নিচু পর্যায়ে বিভক্ত করাকেই সামাজিক স্তরবিন্যাস বলে। সমাজের মানুষদেরকে বিভিন্ন স্তরে বা শ্রেণীতে বিভক্ত করলে তাদের মধ্যে বিত্ত, ক্ষমতা ও মর্যাদার যে সোপান গড়ে ওঠে তাই সামাজিক স্তর বিন্যাস।
প্রামাণ্য সংজ্ঞা
বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক স্তরবিন্যাসকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন নিম্নে কয়েকজনের উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো।
সমাজবিজ্ঞানী David Dressler তার Sociology the study of human interaction গ্রন্থে বলেন- ''সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন মর্যাদা ও সম্মানের বিভিন্ন মান বা স্তরে বিভক্ত করা হয়।''
ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানী ট্যালকট পারসন্স তার (Social Structure and personality) গ্রন্থে বলেছেন- ''সামাজিক দিক থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পরিপ্রেক্ষিতে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে ঊর্ধ্বতন অধঃস্তন বা উচু নিচু বিবেচনার ভিত্তিতে প্রভেদমূলক পদবিন্যাস সৃষ্টি করলে তাকে সামাজিক স্তরবিন্যাস বলে।
সমাজবিজ্ঞানী এইচ লরেন্স রস তাঁর Perspective of the social order গ্রন্থে বলেন ''স্তরবিন্যাস হলো মর্যাদার এক পৃথকীকৃত মাত্রা যার দ্বারা কিছু মানুষ উঁচু মর্যাদার এবং অন্যান্যরা নিচু মর্যাদার বলে বিবেচিত হয়।''
আর এম উইলিয়াম তার (American Society, 1954. P-89) গ্রন্থে বলেন ''সামাজিক স্তরবিন্যাস শ্রেষ্ঠত্ব ও ক্ষমতার মাপকাটিতে সমাজস্থ ব্যক্তিবর্গের পদমর্যাদা নির্ধারণ যার সাথে যুক্ত থাকে মূল্যায়নের প্রশ্ন।''
সমাজবিজ্ঞানী নিল. যে. সেমলসার এর ভাষায় ''সামাজিক স্তরবিন্যাস হলো একটি সামাজিক প্রক্রিয়া যার মধ্যে দিয়ে অসমতা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজের মানুষের মধ্যে ক্রমোচ্চতার স্তর সৃষ্টি করে যায়।''
মার্কস ও মাকসবাদীরা স্তরবিন্যাসকে শ্রেণিবিন্যাস হিসেবে দেখেছেন এবং শ্রেণিকে উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে বিশ্লেষণ করেছেন।''
সমাজবিজ্ঞানী Kurt mayer তার (class and society 1955, p-4) গ্রন্থে স্তরবিন্যাস সম্পর্কে বলেন- ''সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের মানুষকে পদমর্যাদার দিক থেকে বিভিন্ন ক্রম উচ্চ স্তরে বিভক্তকরণ।
সামাজিক স্তরবিন্যাসের মূল উপাদানসমূহ:
সামাজিক স্তরবিন্যাস সাধারণত কিছু নির্দিষ্ট উপাদানের উপর ভিত্তি করে গঠিত হয়, যেমন:
আর্থিক অবস্থা:
ধনীদের মর্যাদা গরিবদের তুলনায় অধিক।
শিক্ষা ও পেশা:
শিক্ষিত ও উচ্চ পেশাজীবীরা সমাজে বেশি সম্মান পান।
ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব:
রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা সমাজে উচ্চস্থানে অবস্থান করে।
বংশানুক্রম:
বিশেষ করে ভারতীয় উপমহাদেশে জাতপাতের ভিত্তিতে সমাজে বিভাজন দীর্ঘকাল ধরে চলছে।
সমাজে সামাজিক স্তরবিন্যাসের প্রভাব:
সামাজিক স্তরবিন্যাস সমাজে বৈষম্য সৃষ্টি করে বটে, তবে এটি সামাজিক সংগঠনের একটি বাস্তব দিকও। এটি কখনও কখনও সমাজে শৃঙ্খলা ও ভূমিকা নির্ধারণে সাহায্য করে, আবার অনেক সময় মানুষকে বঞ্চনার মুখে ফেলেও দেয়। উচ্চস্তরের মানুষ সুযোগ-সুবিধা বেশি ভোগ করে, আর নিচু স্তরের মানুষ তা থেকে বঞ্চিত থাকে।
অতএব সর্বশেষ আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মানুষের আর্থসামাজিক অবস্থা, রাজনীতি, ক্ষমতা সম্পদ ও বিভিন্ন সুযোগ-সুবিধার পাওয়ার তারতম্যের উপর ভিত্তি করে যে সামাজিক সোপান গড়ে ওঠে তাই সামাজিক স্তরবিন্যাস।

No comments:
Post a Comment