রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর
প্রশ্নঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ
👉👍(প্রিলিমিনারী টু মাস্টার্স) (সমাজবিজ্ঞান বিভাগ) (বিষয়কোড-৪১২০০৯) (রাজনৈতিক সমাজবিজ্ঞান)
ভূমিকাঃ রাজনৈতিক সমাজবিজ্ঞান (political sociology) হলো মূলত একটি মিশ্র প্রকৃতির বিজ্ঞান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সমন্বয়ে রাজনৈতিক সমাজবিজ্ঞান লাভ করে। এই দুই বিজ্ঞানের মধ্যে চলমান সংযোগ সম্পর্কের ফলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আবির্ভাব হয়েছে। বিশ শতাব্দির পূর্ব থেকেই মানুষের জ্ঞান চর্চার অগ্রগতির ফলে সমাজবিজ্ঞানের শাখা সমূহ পৃথকভাবে প্রতিষ্ঠিত হয়।আর এই শাখাগুলিকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। আর এই শাখাগুলোর মধ্যে রাজনৈতিক সমাজতত্ত্বের আবির্ভাব মূলত আধুনিককালে। যদিও এর আবির্ভাব আধুনিককালে তারপরও এর বিকাশ এখনও বর্তমান। বর্তমানে বিশ্বের গতিশীল রাজনীতিতে রাজনৈতিক সমাজতত্ত্বের নতুন নতুন ধারা সংযোজিত হচ্ছে যার ফলে মানুষের নিকট রাজনৈতিক সমাজবিজ্ঞান পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয় হয়ে উঠছে।
রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশঃ সমাজবিজ্ঞান বিভাগ সমূহের মধ্যে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আবির্ভাব মূলত আধুনিককালে। এটি উদ্ভব আধুনিককালে হলেও এর বিকাশ এখনও বর্তমান। বর্তমান বিশ্বের গতিশীল রাজনীতিতে রাজনৈতিক সমাজবিজ্ঞানে নতুন নতুন ধারা সংযোজন হওয়ায় এর জনপ্রিয়তা ও দিন দিন বেড়ে চলেছে। নিম্নে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করা হলো-
১। শিল্পবিপ্লবের প্রভাবঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশে শিল্পবিপ্লবের প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত।সেই সময়ে ব্যাপক শিল্পায়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন পরিলক্ষিত হয়। এই সময়ে বিভিন্ন সামাজিক শক্তি ও সমস্যা মাথাচড়া দিয়ে উঠে। যার ফলে এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট ভাবে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এ ধরনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে একটি গবেষণামূলক ও অভিজ্ঞতালব্ধ সামাজিক বিজ্ঞান হিসেবে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব হয় । প্রথমত পরিধি সীমিত থাকলেও বর্তমানে পরিধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
২। কার্ল মার্কস এর অবদানঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ এ কার্ল মার্কস এর অবদান অপরিসীম। কার্ল মার্কস (karl marx) প্রথম ব্যক্তি যিনি রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনার সূত্রপাত ঘটান। মূলত হেগেলীয় যে রাষ্ট্রদর্শন ছিলো তা মার্কস সমালোচনা করেন। এছাড়া ইতিহাসে মার্কসীয় বন্তুবাদী ব্যাখ্যা যেখানে তিনি বলেন বস্তুই বাস্তব বস্তুই সব। এবং কার্ল মার্কসের শ্রেণি সংগ্রাম তত্ত্ব এর মাধ্যমে রাজনৈতিক সমাজবিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণের সূত্রপাত ঘটে।
৩। ম্যাক্সওেয়েবারের অবদানঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ অলোচনায় ম্যাক্স ওয়েবারের অবদান গুরুত্বপূর্ণ। তিনি মূলত একজন জার্মান সমাজবিজ্ঞানী। তিনি মূলত মার্কস প্রদত্ত বিভিন্ন ধারণার সমালোচনা করেন এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানকে (political sociology) সমৃদ্ধি করতে নিজের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। যেখানে মার্কসীয় ধারণা শুধু অর্থনৈতিক ধারণাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে সেখানে ওয়েবার বিভিন্ন অর্থনৈতিক ধারণা ও অন্যান্য উপাদানকে গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক উপাদান হিসেবে চিহিৃত করেন।
৪। ওয়ালটার বেজ হটঃ কার্ল মার্কস এর সময়কালীন একজন শিক্ষাবিদ হলেন ওয়ালটার বেজ হট। রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান। ওয়ালটার বেজ হটের English Constitution গ্রন্থ ১৮৬৭ সালে প্রকাশিত হয়। সেখানে তিনি উল্লেখ করেন যে জাতি হিসেবে ব্রিটিশদের বাধ্যতামূলক আনুগত্যের কারণে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে এবং সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে সংযোগ সম্পর্ক নির্ধারণের ব্যাপারে যত্নবান হয়েছেন। তার Physics of Politics গ্রন্থটি রাজনৈতিক সমাজতত্ত্বকে সমৃদ্ধ করেছে।
৫। টকভিলের অবদানঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ এ ম্যাক্স ভেবার ও কার্ল মার্কসের পর সমসাময়িক চিন্তাবিদ টকভিলের বিশেষ অবদান বিদ্যমান। তার মতে, বিরতিহীনভাবে মানব সমাজে পরিবর্তন হচ্ছে। সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া ও প্রকৃতিতে পরের বহু ধ্যান ধারণার আগাম বার্তা পাওয়া যায়। এ ধরনের বিষয়গুলো রাজনৈতিক সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে।
৬। ইউরোপীয় সমাজতাত্ত্বিকদের অবদানঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ এ ইউরোপীয় সমাজতাত্ত্বিকদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সময়ে তাদের নতুন নতুন কিছু বিষয়ের অন্তর্ভূক্ত সমাজতাত্ত্বিক বিশ্লেষণ রাজনৈতিক সমাজবিজ্ঞানকে আরও সমৃদ্ধ করে।
৭। এলিটদের গুরুত্বঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ এলিটদের (Elite) অবদান অপরিসীম। এলিট তত্ত্ব মূলত নতুন নতুন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দল এবং তাদের আচার-অচরণের ব্যাখ্যা বিশ্লেষণ দেন যা রাজনৈতিক সমাজবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এই এলিট তত্ত্বের বিকাশের জন্য যাদের নাম জড়িত তারা হলেন প্যারেটো ও মসকার। সমাজবিজ্ঞানী প্যারোটার মতে এলিট শ্রেণির আবর্তন বা পালাবদল চক্রাকারে ঘোরে আর এই এলিট শ্রেণির পালাবদলের ফলে রাজনীতি ও সমাজে পরিবর্তন ঘটে।
৮। গবেষণাপ্রসূত উপাদানের প্রভাবঃ গবেষণাপ্রসূত উপাদানগুলো রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গবেষক গবেষণা করতে গিয়ে বিভিন্ন উপাদান সংগ্রহ করে। আর এ সব উপাদান রাজনীতির আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।
৯। বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক প্রভাবঃ ২য় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে। এই সময়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তাত্ত্বিক পরিমন্ডলের বাইরে এসে তারা গবেষণা কর্ম, বৈজ্ঞানিক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির থেকে বাস্তবতার বিষয়ে আলোচনা শুরু করে।আর এ ধরনের আলোচনা রাজনৈতিক সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ করে তোলে।
১০। মার্কিন সমাজবিজ্ঞানীদের প্রচেষ্ঠাঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশে মার্কিন সমাজবিজ্ঞানীদের প্রচেষ্ঠা ছিলো গুরুত্বপূর্ণ। ২য় বিশ্ব যুদ্ধের পর এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেকদেশ স্বাধীন হয়। এসব দেশে নতুন নতুন রাজনৈতিক সংগঠন গড়ে উঠে। সে সব বিষয়ে আলোচনায় মার্কিন বিজ্ঞানীরা আগ্রহী হয়ে উঠে। ফলে তারা নতুন দৃষ্টিভঙ্গি থেকে এসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণে আত্মনিয়োগ করেন।
১১। স্বাধীন জাতির আত্মপ্রকাশঃ বিভিন্ন দেশ ২য় যুদ্ধের পর স্বাধীন হওয়ার ফলে তাদের নতুন নতুন সমাজকাঠামো গড়ে উঠে।তখন বহু সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন প্রভৃতি পরিলক্ষিত হয়। আর এগুলো নিয়ে আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গর প্রয়োজন হয়।
১২। সমকালীন জনতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতাঃ উনিশ শতকের ২য় দশকে বিশেষ করে ১ম বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী গণতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সর্তক ছিলেন (বিশেষ করে পশ্চিমা বিজ্ঞানীরা)। যার ফলে রাজনৈতিক ব্যবস্থায় সংস্কারের জন্য প্রগতিমূলক আন্দোলন গড়ে উঠে। এই আন্দোলনের ফলে এক শ্রেণির সমাজবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানের বিভিন্ন দিক যেমন- এলিট শ্রেণি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক আচরণ ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন এবং সেগুলো নিয়ে গেবেষণা শুরু করেন যা পরবর্তীতে রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে গৃহীত হয়।
১৩। অভিজ্ঞতামূলক গবেষণাঃ ২য় বিশ্ব যুদ্ধের পর থেকে অভিজ্ঞতামূলক গবেষণা কর্ম পরিলক্ষিত হয়। সেই সময়ে বিশেষ করে পশ্চিমা তাত্ত্বিকদের মধ্যে অধিকভাবে সাম্যবাদী হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। এই শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে অলোচনা করেন। যা পরে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মধ্যে অন্তর্ভূক্ত হয়।
১৪। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের অবদানঃ রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের ভূমিকা বিদ্যমান। ২য় বিশ্ব যুদ্ধের পরে তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেন। আর এত তাদের আলোচনার ক্ষেত্র সহজ হয়। ফলে সমাজ ভিত্তিক আলোচনায় রাজনৈতিক সমাজবিজ্ঞানের ইঙ্গিত দেই।
১৫। আন্তঃসামাজিক বিজ্ঞানকেন্দ্রিক আলোচনাঃ ২য় বিশ্ব যুদ্ধের পর পশ্চিমা চিন্তাবিদগণ সামাজিক বিজ্ঞানকে অধিকতর গ্রহণযোগ্য বিজ্ঞান করার লক্ষ্যে আন্তঃসামাজিক বিজ্ঞানকেন্দ্রিক আলোচনা শুরু করে। এতে সমাজের অনেক বিষয় স্থান পায়।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, কোন বিজ্ঞান বা রাষ্ট্র যেমন একদিনে উদ্ভব হয় না ঠিক তেমনি রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ একদিনে হয় নি। বরং দীর্ঘ পথ পরিক্রমের ফলে রাজনৈতিক সমাজবিজ্ঞান বর্তমান অবস্থানে পৌঁছেছে। বিভিন্ন চরায় উৎরায় পার করে আজ রাজনৈতিক সমাজবিজ্ঞান একটা স্থান দখল করে আছে। সময়ের চাহিদা মেটানোর জন্য রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সমাজবিজ্ঞানের এমন আরও প্রশ্ন ও উত্তর সমাধান পেতে ফলো করে আমাদের সাথে থাকুন। আমরা সর্বদা চেষ্ঠা করব সমাজবিজ্ঞান বিষয়ের বিভিন্ন প্রশ্নোত্তর ও তার সমাধান নিয়মিত পোষ্ট করার ।
ধন্যবাদ
Comments
Post a Comment