বাংলাদেশে উপজাতিদের সমস্যাসমূহ আলোচনা
ভূমিকা: পৃথিবীতে বেশিরভাগ আদিবাসী গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ভৌগোলিকভাবে বিচ্ছিন্নভাবে প্রান্তিক অঞ্চলে বসবাস করে। এর কারণ নিজস্ব সামাজিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্যের স্বকীয়তার জন্য তারা নিজেরা যেমন পৃথকভাবে থাকতে চায় আবার বিভিন্ন দেশের মূলধারার জনগোষ্ঠীও এক ধরনের ইচ্ছাকৃতভাবে এদের থেকে বিচ্ছিন্ন থাকতে চায়। বাংলাদেশে নানা কারণে অধিবাসী বা জনগোষ্ঠী অথবা উপজাতিরা নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক, কপরিবেশগত ও রাজনৈতিক কারণে তাদের এ সমস্যার উদ্ভব হচ্ছে।
বাংলাদেশে আদিবাসী/উপজাতি জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যাসমূহ
নিম্নে বাংলাদেশে উপজাতি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যাসমূহ আলোচনা করা হলো।
১. নিরাপত্তার অভাব:
আদিবাসীদের নিরাপরাহীনতার জন্য বাঙালিদের দায়ী করা হয়। কেননা বাঙালিরা তাদের নিরপত্তার ব্যাঘাত সৃষ্টি করে। এ পর্যন্ত অনেক বাঙালিরা অদিবাসীদের জানমাল বিনষ্ট করেছে। তাই জানমালসহ অন্যান্য নিরাপত্তার অভাব আদিবাসীদের একটি মারাত্মক সমস্যা।
২. ভূমিজনিত সমস্যা:
আদিবাসীদের অন্যতম সমস্যা হলো ভূমিজনিত সমস্যা। ভূমিকে কেন্দ্র করে বাঙালিদের সাথে জটিলতার সুযোগ নিয়ে প্রায়ই মনমালিন্যহয়।বাঙালিরা ভূমি আইনের জটিলতার সুযোগকে কাজে লাগিয়ে প্রায়ই আদিবাসীদের ভূমি দখল করে থাকে।
৩. অধিকার বঞ্চিত:
অধিকার বঞ্চিত হলো আদিবাসীদের আরেকটি সমস্যা। তাদের মৌলিক অধিকার ভোগ করার কথা সংবিধানে উল্লেখ থাকলেও বাস্তবে তারা তা পরিপূর্ণভাবে ভোগ করতে পারে না।
৪. বাঙালিদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা
বাঙালিদের জীবনযাপন পদ্ধতি আধুনিক। অন্যদিকে, অধিবাসীদের জীবন-যাপন সনাতন পদ্ধতিতে পরিচালিত। ফলে বাঙালিদের সাথে তাদের সুসম্পর্ক বা সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।
৫. শিক্ষার সুযোগ-সুবিধার অভাব:
মূলত আদিবাসীদের আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা কম। আধুনিক শিক্ষা না থাকার ফলে তাদের জীবনমান ও দৃষ্টিভঙ্গির তেমন পরিবর্তন হচ্ছে না।
৬. আধিপত্য ও বৈষম্য:
আধিপত্য ও বৈষম্যগত সমস্যা হচ্ছে আদিবাসীদের আরেকটা সমস্যা। তাদের বিভিন্ন গোত্র বা সম্প্রদায়ের মধ্যে এ বৈষম্য খুবই প্রকট।
৭. চিকিৎসার সুযোগ-সুবিধার স্বল্পতা:
আদিবাসী সমাজে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা খুবই কম। তারা প্রায়ই প্রাচীন চিকিৎসাপদ্ধতি ব্যবহার করে থাকে।
৮. খাদ্যসংকট:
আদিবাসীদের আরেকটি অন্যতম সমস্যা হালা খাদ্যসকেট। তাদের জমি সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেই। ফলে তারা ঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে না।।
৯. বাসস্থান সংকট:
বাসস্থান সংকট আদিবাসীদের খুবই তীব্র। স্থানীয় নেতারা আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে এবং তা বিক্রি করে। জমি দখলের কোন্দলের ফলে চাষাবাদের উপরও এর প্রভাব পড়ে। ফলে তাদের জীবন বিপন্ন হয়।
১০. সামঞ্জস্যহীনতা:
আদিবাসীরা আদিম পদ্ধতিতে জীবনযাপন করতে পছন্দ করে। ফলে আদিম অনেক রিতি-নীতি এখনও তাদের মধ্যে বলবৎ রয়েছে। ফলে তাদের এ মানসিকতায় বাঙালিদের সাথে চলতে গিয়ে আদিবাসীরা সামঞ্জস্যহীনতায় ভোগে।
১১. অত্যাচার ও নির্যাতন:
প্রায়ই স্থানীয় জনগণ কর্তৃক আদিবাসীরা অত্যাচার ও নির্যাতনের শিকার হন। তাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়, আয়ের পথ বন্ধ করা হয়, এমনকি শারীরিকভাবেও নির্যাতন করা হয়। আর এটি তাদের জন্য একটি ভয়াবহ সমস্যা।
১২. অজ্ঞতা ও কুসংস্কার:
বিজ্ঞান মনস্কতা ও প্রগতিশীল মানসিকতার অভাবে আদিবাসীরা অজ্ঞতা ও কুসংস্কারে নিমজ্জিত রয়েছে। আদিবাসীরা নিজেদের কুসংস্কারগুলোকে বিশ্বাস করে এবং এরা এর পরিবর্তন চায় না। তাদের চিরায়ত ধ্যানধারণা নিজস্ব গতিতে চলে।
উপসংহার: পরিশেষে বলা যায়, বর্তমানে বাংলাদেশের আদিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠী সমস্যা অনেক। আর এসব সমস্যা দীর্ঘদিন যাবৎ তারা সয়ে যাচ্ছে। তবে এগুলোর মধ্যে কিছু সমস্যা তাদের নিজস্ব সৃষ্টি এবং কিছু পরিবেশগত।

No comments:
Post a Comment