বন্ধ হওয়া সিম চালু করার সম্পূর্ণ গাইড: NID যাচাই, সিম রিপ্লেস ও সিম সংখ্যা চেক করার নিয়ম
বাংলাদেশে অনেক সময় দেখা যায় হঠাৎ করে সিম কাজ করছে না, নেটওয়ার্ক আসে না বা "Invalid SIM" দেখাচ্ছে। এমন হলে চিন্তার কোন কারন নেই নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই আপনার বন্ধ হওয়া সিম আবার সচল করতে পারবেন।
সিম বন্ধ হওয়ার কারণ জানুন
প্রথমেই জানতে হবে কেন আপনার সিমটি বন্ধ হয়েছে। সাধারণ কারণগুলো হলো -
- দীর্ঘদিন সিম ব্যবহার না করা
- NID ভেরিফিকেশন না থাকা
- পোস্টপেইড হলে বিল পরিশোধ না করা
- অপারেটর কর্তৃক বন্ধ (নিয়ম ভঙ্গ বা নিরাপত্তাজনিত কারণে)
সিমের অবস্থা (Status) চেক করুন
অন্য ফোন থেকে কল করে দেখুন সিম সচল কিনা, অথবা নিচের কোডগুলো ব্যবহার করে চেক করুন :
অপারেটর স্ট্যাটাস চেক কোড
Grameenphone *121*1*4#
Robi *140*2#
Banglalink *124#
Teletalk *551#
চাইলে অপারেটরের ওয়েবসাইট থেকেও সিম স্ট্যাটাস জানা যায়।
NID দিয়ে নিজের নামে কয়টি সিম নিবন্ধিত আছে, তা চেক করার নিয়ম
অনেকে জানেন না, নিজের নামে কয়টি সিম রেজিস্টার্ড আছে। এটি জানা খুব জরুরি, কারণ অতিরিক্ত সিম নিবন্ধিত থাকলে অনেক সময় নতুন সিম রেজিস্ট্রেশন করা যায় না।
চেক করার নিয়ম- ১ম পদ্ধতি:-
- মোবাইলের ব্রাউজারে যান https://simreg.gov.bd
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্মতারিখ দিন
- তারপর একটি OTP কোড (যাচাইকরণ কোড) আপনার মোবাইলে আসবে
- কোডটি দিয়ে সাবমিট করুন
২য় পদ্ধতি:
আপনার নামে নিবন্ধনকৃত মিসের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬০০১# তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ ৪ (চার) সংখ্যা দিয়ে সেন্ট করুন ফিরতি মেসেজে আপনার নাম এ কতটি সিম নিবন্ধন করা সব দেখতে পারবেন।
আপনার NID-এ কোন অপারেটরের কতটি সিম নিবন্ধিত আছে (যেমন: GP–৩টি, Robi-২টি, টেলিটক-০১ ইত্যাদি)
যদি কোনো অচেনা সিম পান, কাস্টমার কেয়ারে গিয়ে তা বন্ধ করার আবেদন করতে পারবেন।
যদি আপনার সিমে NID mismatch বা ভুল তথ্য থাকে, তাহলে সেটি ঠিক করতে হবে।
সিম রিপ্লেসমেন্ট (হারানো বা ক্ষতিগ্রস্ত সিম পুনরায় নেওয়ার নিয়ম)
যদি আপনার সিম হারিয়ে যায়, ভেঙে যায় বা নেটওয়ার্ক, রেজিস্টেশন ফেইল দেখায়, কল না যায, তাহলে “সিম রিপ্লেসমেন্ট” নিতে হবে।
যা লাগবে:
- জাতীয় পরিচয়পত্র (মূল কপি বা ফটোকপি)
- সাম্প্রতিক ছবি (১ কপি, প্রযোজ্য ক্ষেত্রে)
- পুরনো নম্বরটি (যে নম্বরটি রিপ্লেস করবেন)
প্রক্রিয়া:
- নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যান
- “SIM Replacement” এর জন্য কথা বলুন
- পরিচয় যাচাই শেষে নতুন সিম দেওয়া হবে
- বর্তমানে সিম প্লেসমেন্ট ফি ৩৫০–৪০০ টাকা দিতে হবে।
- ১ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সিম সচল হয়ে যাবে
- Replacement সিমে কোন ব্যাকিং একাউন্ট {বিকাশ, রকেট, নগদ) চালু থাকলে ৭২ ঘন্টা পর অটোমেটিক চালু হয়ে যাবে।
ভবিষ্যতে সিম বন্ধ হওয়া রোধে টিপস
প্রতি ৩ মাসে অন্তত একবার রিচার্জ দিন
মাঝে মাঝে কল করুন বা এসএমএস পাঠান
সিমটি নিজের NID-এ নিবন্ধিত রাখুন
কোনো পরিবর্তন হলে NID তথ্য আপডেট করুন
উপসংহার: বন্ধ হওয়া সিম চালু করা, NID যাচাই, নিবন্ধিত সিম সংখ্যা জানা বা হারানো সিম রিপ্লেস করা সবই এখন খুব সহজ প্রক্রিয়া।
শুধু সঠিক নিয়ম মেনে এগুলো আপনি অল্প সময়েই নিজের সিম কার্ড সচল করে নিতে পারবেন।
তাই আর দেরি নয় আজই নিজের সিমের অবস্থা জেনে নিন ও প্রয়োজনে রিঅ্যাকটিভেট করুন। সিম চুরি হলে বা হারিয়ে গেলে দ্রুত সম্ভব সিমটি Replacement করে নিন।

No comments:
Post a Comment