রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলস এর মতবাদ

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলস এর মতবাদ

ভূমিকাঃ- রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলস মতবাদ সমাজবিজ্ঞানে বিশেষ ভূমিকা রাখে। কার্ল মার্কস মারা যাবার পর এঙ্গেলসের সকল কাজগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সম্পাদন করা হয়। এঙ্গেলস এর অবদানগুলোর মধ্যে অন্যতম অবদান হলো রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত মতবাদ। রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে এঙ্গেলসের বিখ্যাত গ্রন্থ “The Origin of the Family, Private Property and the State” (পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি)-এ এই তত্ত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলস এর মতবাদ

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলসের তত্ত্ব

রাষ্ট্রে উৎপত্তি সংক্রান্ত অনেক তত্ত্ব থাকলেও এঙ্গেলস একটু ভিন্নভাবে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন। এঙ্গেলস মর্গানের তত্ত্ব বিশ্লেষণ করে গ্রিক নগর রাষ্ট্র ও রোমান ব্যবস্থার পর্যায়ক্রমিক বিবর্তন বিশ্লেষণ করে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ প্রকাশ করেছেন। নিম্নে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এঙ্গেলস মতবাদের পর্যায়গুলো আলোচনা করা হলো-

১। তত্ত্বের ভিত্তিঃ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব নির্মাণের ক্ষেত্রে প্রাথমিকভাবে কাজ করে  Margane Ancient Society নামক গ্রন্থটি। উক্ত গ্রন্থে এঙ্গেলস আদিম সমাজ ও আদিম সাম্যবাদী সমাজ সম্পর্কে বলেছেন। উক্ত বইয়ে এঙ্গেলস সমাজ বিবর্তনের তিনটি স্তর বা পর্যায়ের কথা বলেছেন। মর্গানের রচনাটিকে ভিত্তি করেই এঙ্গেলস তার বিখ্যাত পরিবার ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি নামক গ্রন্থ রচনা করেছেন।

২। এথেন্সের নগররাষ্ট্রঃ লিখিত সভ্যতার প্রাথমিক পর্যায়ে দেখা গেছে সম্পর্ক ভাগ বা বন্টিত হয়েছে এবং ব্যক্তিগত মালিকানায় পরিণত হয়েছে। সেখানে লক্ষণীয় যে বর্বর দশার উচ্চ পর্যায় থেকে পণ্য উৎপাদন ব্যবস্থাও পরিমাণযোগ্য পণ্য ব্যবস্থার প্রসার ঘটেছে। এমনকি খাদ্যশস্য, তৈল, চাষাবাদ হতে থাকে। কৃষি ও হস্ত শিল্পসহ বিভিন্ন দ্রব্যর ব্যবস্থা সুযোগ সৃষ্টি হয় জমি হস্তান্তর ও ক্রমবিভাজনের কারণে। এঙ্গেলস এর মতে এভাবেই কালের বিবর্তনে গ্রিক নগররাষ্ট্র রাষ্ট্রে উৎপত্তিতে সহায়ক ও সূচনামূলক ভিত্তিতে কাজ করেছে।

৩। রোমান নগররাষ্ট্রঃ রোমানে যখন অভিজাত শ্রেণির উদ্ভব হয় তখন তাদের হাতে আস্তে আস্তে প্রচুর অর্থ জমা হতে থাকে। ফলে রোমে তখন প্রচুর বহিরাগত মানুষের আগমন ঘটে। যাদেরকে রোমনরা রোমানাস বলে ডাকতো। রোমানরা ব্যক্তিগতভাবে স্বাধীন ছিলো তারা জমির মালিক হতে পারতো। খাজনা নিতে পারতো।  জমি বিক্রি করতে পারতো। ভূমি বন্টনের অংশীদার হতে পারতো। যারা নিম্ন শ্রেণির ছিলো তারা সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলো। এভাবে সম্পদ ও দায়িত্বের ভিত্তিতে রতুন রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়।

এঙ্গেলসের তত্ত্বের মূল প্রতিপাদ্য:

রাষ্ট্র শ্রেণি সংঘাতের ফল।

এটি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, বরং শোষক শ্রেণির হাতিয়ার।

ব্যক্তি মালিকানা এবং সম্পদের বৈষম্যের ফলেই রাষ্ট্রের সৃষ্টি।

রাষ্ট্র জন্ম নেয় শাসক ও শোষিত শ্রেণির মধ্যকার দ্বন্দ্ব নিয়ন্ত্রণের জন্য।

রাষ্ট্র সমাজের বিকাশমান শ্রেণীগত সম্পর্কের প্রতিফলন।

পরিশেষে বলা যায়, এঙ্গেলস রাষ্ট্রে উৎপত্তিতে যে তত্ত্ব দিয়েছেন তা অত্যন্ত যুক্তিযুক্ত। এটি কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব নয়, বরং সমাজে অর্থনৈতিক অসমতা, শ্রেণি বিভাজন এবং শোষণের প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে রাষ্ট্রকে ব্যাখ্যা করে। তাঁর তত্ত্ব আধুনিক সমাজবিজ্ঞানে রাষ্ট্রকে বিশ্লেষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যা আজও প্রাসঙ্গিক রাষ্ট্রে উৎপত্তি সংক্রান্ত মতবাদে এঙ্গেলস এর অবদান অনস্বীকার্য।

2 comments:

  1. ধন্যবাদ সুন্দর করে উত্তরটি দেওয়ার জন্য

    ReplyDelete