প্রপঞ্চবিদ্যা বলতে কি বুঝ? আলফ্রেড সুজ এর সংজ্ঞানুযায়ী প্রপঞ্চ বিদ্যা কী?

প্রশ্নঃ  প্রপঞ্চবিদ্যা বলতে কি বুঝ?
অথবা, আলফ্রেড সুজ এর সংজ্ঞানুযায়ী প্রপঞ্চ বিদ্যা কী?

ভূমিকাঃ সমাজবিজ্ঞানী হার্শেলকে বলা হয় আধুনিক প্রপঞ্চবিজ্ঞানের জনক। তার মাধ্যমে এ ধারণাটির উৎপত্তি ঘটলেও হার্শেলের বন্ধু আলফ্রেড সুজ মূলত এ প্রত্যয়টি নিয়ে কাজ করেন। প্রপঞ্চবিদ্যা অনুযায়ী কর্তার মন্ময় জগৎই প্রকৃত সামাজিক বাস্তবতা ও মানের সৃজনশীল ভূমিকা বাহ্যিক জগৎকে যেভাবে তুলে ধরেন সেটাই মানবীয় সচেতনতার স্বরুপ।

প্রপঞ্চবিদ্যাঃ আলফ্রেড সুজ (Alfred Schutz)  এর মতে ''প্রপঞ্চবিদ্যা হচ্ছে বস্তুর অধ্যয়ন যা দৃষ্টগোচর হয়। একে প্রায়শই ব্যাখ্যামূলক এর চেয়ে বর্ণণামূলক বলা হয়।''

(Alfred Schutz Said-''phenomenology is the study of things as they appear. It is also often said to be discriptive rather than explanatory a central task of phenomenology is to provide clear undisturbed discription of the ways things appear.'')

প্রপঞ্চবিদ্যার পিছে অনেকগুলি অনুসিদ্ধান্ত থাকে । এসব অনুসিদ্ধান্ত এর তাৎপর্যকে গভীরভাবে ব্যাখ্যা করে। যেমন-

প্রথমত, প্রপঞ্চবিদ্যা বস্তুগত গবেষণার প্রত্যয়টিকে বাতিল করে। প্রপঞ্চবিদরা Phenomenological epoche হিসেবে অভিহিত একটি প্রক্রিয়ার মাধ্যমে গোষ্ঠী সম্পর্কে ধারণা লাভ করে।

দ্বিতীয়ত, প্রপঞ্চবিদ্যাতে এটা বিশ্বাস করা হয় যে প্রতিদিনের মানব আচরণ বিশ্লেষণের মাধ্যমে জগৎ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করা যায়।

তৃতীয়ত, ব্যক্তিবিশেষ অবশ্যই পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষা করতে এবং প্রশ্ন করতে চায়। সমাজাতাত্ত্বিকভাবে এটি জীবনেরই একটি অংশ, ব্যক্তি বিশেষ ভালোভাবে এ বিষয়টি অনুধাবন করতে পারে। কেননা একটি সমাজের সদস্য হিসেবেই সে লালিত পালিত হয় এবং সমাজের আচার আচরণ দ্বারাই সে প্রভাবিত হয়।

চতুর্থত, প্রপঞ্চবিদরা প্রথাগত উপাত্তের চেয়ে সচেতন অভিজ্ঞতা বা  Consceous experience এর উপর বেশি গুরুত্ব দেই।

পঞ্চমত, প্রপঞ্চবিদরা সবসময় অনুসন্ধানমূলক বিষয়কে বেশি গুরুত্ব দেই। যার কারণে এগুলোকে তারা অধিক বিবেচনায় আনে এবং ঐ প্রপঞ্চবিদরা গবেষণায় ব্যবহৃত পদ্ধতিকে চয়ন করে যা অন্যান্য বিজ্ঞানের চেয়ে কম সীমাবদ্ধ।

উপসংহারঃ উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সামাজিক মনোবিজ্ঞান তথা সমাজবিজ্ঞানে প্রপঞ্চবিদ্যা একটি বহুল আলোচিত বিষয়। প্রথমে হার্শেল এবং পরবর্তীতে তার বন্ধু স্যুজ এই প্রপঞ্চবিদ্যা নিয়ে বহুল আলোচনা ও গবেষণা করেন এবং খুজে পান প্রপঞ্চবিদ্যার কেন্দ্রীয় কাজ হচ্ছে দৃষ্টি গ্রন্থ বস্তুর একটি স্বচ্ছ  এবং স্থীর ব্যাখ্যা দান করা।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?