বাংলা শব্দের উৎপত্তি কিভাবে? বাংলাদেশের অবস্থান ও জনসংখ্যা সম্পর্কে বর্ণণা কর।
👉 বাংলা শব্দের উৎপত্তি কিভাবে বা কোথা থেকে? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল রাষ্ট্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি বিশ্ব মানচিত্রে নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান করে নেই। বাংলা শব্দের উৎপত্তিঃ “বাংলা” বা ‘বংগালা’ শব্দটির সঠিক উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য অজানা। তবে ধারণা করা হয় সম্ভবত ১০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এ অঞ্চলে বসবাসকারী দ্রাবীড় গোষ্ঠী ‘বঙ’ শব্দের ব্যবহার করেন তার থেকেই ‘বঙ্গ’ শব্দটির উদ্ভব। এছাড়া বাংলা ভাষার উৎপত্তিগত দিক হতে ধারনা করা হয় চর্যাপদ এ ভাষার আদি নিদর্শন। সপ্তম-অষ্টম শতক থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বাংলায় রচিত সাহিত্যের বিশাল ভান্ডারের মধ্য দিয়ে বাংলা ভাষা বিকশিত হয়। বাংলা ভাষার লিপি হলো বাংলা লিপি। এছাড়া ভাষা গবেষকদের মতে, তাদের ধারণা আজ থেকে প্রায় ৫০ হাজার বা ১ লক্ষ বছর আগে মানুষ তাদের প্রথম ভাষা ব্যবহার করেন। প্রত্নতাত্তিক নিদর্শন থেকে জানা যায় আফ্রিকার মানুষেরাই সর্বপ্রথম ভাষার ব্যবহার করেছিল। বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে উন্দো-ইউরোপীয় ভা...