প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন- ২, মিরপুর, ঢাকা–১২১৬

www.dpe.gov.bd


‘‘তারিখঃ ০৫ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ’’

২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫–২০৭

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক” পদে নিয়োগ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেক জেলার স্থায়ী নাগরিক এই নিয়োগে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী শিক্ষক

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ (গ্রেড-১৩) বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) 

পদসংখ্যা- ১০,২১৯

বয়সসীমা- ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১-৩২ বৎসর।

শিক্ষাগত যোগ্যতা:

(ক)  যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।

(খ) শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ ও  তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অনলাইনের ফরমপূরণ নির্দেশিকা

শর্তাবলী:

(১) আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু: ০৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০ মিনিটে। আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিটে

(২) আবেদন লিংক  ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে। সঠিকভাবে আবেদন ফরম পূরণের পর “Draft Applicant’s Copy” প্রিন্ট করে নিজের দেওয়া তথ্য সঠিক হয়েছে কিনা যাচাই করতে হবে।;

(৩) আবেদন ফি জমা দেওয়ার পূর্বে Draft Applicant's Copy একাধিকবার পড়ে আবেদনে প্রদত্ত সকল তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।যদি কোন ভুল পরিলক্ষিত হয় তাহলে আবেদন ফি জমা দেয়া যাবে না এবং  নতুন করে Application Form সঠিক তথ্য দিয়ে পূরণ করে নতুন User ID ও Unpaid স্ট্যাটাস সম্পন্ন Draft Applicant's Copy প্রিন্ট নিয়ে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে।

(8) তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

ফি নির্ধারিত হয়েছে ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = মোট ১১২ টাকা।;

(৫) আবেদন ফি পরিশোধের পর আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদনকারীকে User ID-সহ একটি Password দেয়া হবে। এরপরে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের Download Applicant's Copy" ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত নিজ User ID ও Password দিয়ে Submit করে Paid স্ট্যাটাস সম্পন্ন Final Applicant's Copy পাওয়া যাবে। যা রঙিন প্রিন্ট কপি বের করতে হবে ও নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের মাধ্যমে আবেদন কাজ চূড়ান্তভাবে সম্পন্ন হয় তারপর আবেদনে আর কোন তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে Application Form পূরণের নতুন কোন সুযোগ থাকে না;

(৬) পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।কোন কারনে যদি User ID ও Password ভূলে যান পুনরুদ্ধারের প্রয়োজন হয় তবে  উক্ত লিংকে প্রবেশ করে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে;

(৭) Online আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবেয়;

(৮) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা/থানায় নিয়োগ দেওয়া হবে। আবেদনকারী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা/শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত শূন্য পদে নিয়োগ দেয়া হবে;

(৯) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর ২ নভেম্বর ২০২৫ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে;

(১০) বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাঁদের স্বামী/পিতার স্থায়ী ঠিকানার যে কোন এক জায়গায় আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা/শিক্ষা থানার জন্য বিবেচিত হবে

(১১) অকোনো তথ্য ভুয়া বা অসত্য প্রমাণিত হলে আবেদন বাতিল এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে;

(১২) উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা/ শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা/ শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা/উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে;

(১৩) নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে। তাঁর বদলি নিজ উপজেলা/শিক্ষা খানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে;

(১৪) ধুমপানসহ যে কোন ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে অর্থাৎ ধুমপায়ীরা আবেদন করার প্রয়োজন নেই;

(১৫) লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনোনীত প্রার্থীকে যেসকল সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে;

(ক) অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ০২ (দুই) কপি ছবি;

(খ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;

(গ) সংশ্লিষ্ট প্রার্থীর নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি;

(ঙ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;

(চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি;

(ছ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তাদের উপযুক্ত  সনদপত্র;

(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র লাগবে;

(১৬) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) দ্বারা স্বাক্ষর ও নীচে নামসহ সীল থাকতে হবে;

(১৭) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার অর্থ প্রদান করা হবে না।

(১৮) Online-এ আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে [email protected] ই-মেইল ঠিকানায় অথবা যে কোন টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের 'Help' ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে;

(১৯) কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তনসহ, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা রাখেন। আবেদনপত্র গ্রহণ বা বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উপস্থাপন করা যাবে না;

(২০) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিতা পদ নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

No comments:

Post a Comment