শ্রেণির কি? সামাজিক শ্রেণি কী?
ভূমিকাঃ পৃথিবীতে সকল সমাজেই শ্রেণির অস্তিত্ব রয়েছে । শ্রেণি ব্যবস্থা একটি বিশ্বজনীন ব্যবস্থা। সামাজিক অসমতার প্রধান কারণ হলো এই শ্রেণি। সমাজে শ্রেণি ব্যবস্থার ফলে বিভিন্ন ধরনের বৈষম্য লক্ষ্য করা যায়। সমাজের সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ স্থর হলো এই শ্রেণি।
সমাজের উৎপাদন উপাদানসমূহকে কেন্দ্র করে উৎপাদন সম্পর্কের ভিত্তিতে সমাজে শ্রেণি ব্যভস্থার সৃষ্টি হয়। প্রাচীন রোমে এই শ্রেণি ব্যবস্থার উপর নির্ভর করে মানুষ তার সামাজিক জীবন অতিবাহিত করে।
শ্রেণিঃ সাধারণভাবে বলতে গেলে শ্রেণি বলতে সমাজে মানুষের অবস্থানের উঁচু নিঁচু অবস্থানকে বোঝায়। আর এ অবস্থানের উপর নির্ভর করে সামাজিক সুযোগ সুবিধা ভোগ করে। অন্যভাবে বলা যায়, সামাজিক শ্রেণি বলতে সেই শ্রেনিকে বোঝায় যারা একই মূল্যবোধ ও বৈশিষ্ট্যর অধিকারী জনগোষ্ঠী আর এসব বৈশিষ্ট্যর কারণে অন্যান্য জনগোষ্ঠী হতে আলাদা তাদের সামাজিক শ্রেণি বলা হয়। এই শ্রেণি ব্যবস্থা একটি বিশ্বজনীন ব্যবস্থা।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজতাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী শ্রেণির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো-
বিখ্যাত সমাজতাত্ত্বিক কার্ল মার্ক্স শ্রেণির সংজ্ঞা সরাসরি দেননি। তবে তার অনুসারীদের মতে-“উৎপাদন প্রনালিতে যখন গোষ্ঠীবদ্ধ মানুষ একই ভূমিকা পালন করে তখন তাকে শ্রেণি বলে।”
মেলভিন টিউমিন এর মতে “সম্পত্তির তথ্যর জন্য শ্রেণির সৃষ্টি হয়।ক্ষমতার তারতম্যর জন্য রাজনৈতিক দলের সৃষ্টি ও আত্মসম্মানের ভিত্তিতে সামাজিক স্তরের সৃষ্টি হয়।
ড্রেসলার বলেন “কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের মোটামুটি একই ধরনের মর্যাদা রয়েছে।”
লেনিন এর মতে “Classes are groups of people of which can appropriate the labor of other.” (শ্রেণি হল এমন লোকদের দল যা অন্যের শ্রমকে উপযুক্ত করতে পারে)
সমাজবিজ্ঞানী টি. বি. বটোমোর তার sociology গ্রন্থে সামজিক শ্রেণিকে বাস্তব গোষ্ঠী বা Defacto Groups বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন আেইন বা ধর্মের ভিত্তিতে তেমন শ্রেণির ভেদাভেদ নেই। বলা যায় Social classes on defacto but not dejure groups. নীতি শাস্ত্র বা ধর্মে সামাজিক শ্রেণি স্বীকার করানো গেলেও বাস্তব সমাজজীবনে শ্রেণি ভেদাভেদ বিদ্যমান।
পরিশেষে বলা যায় যে শ্রেণি হলো সমাজের এমন একটি ব্যবস্থা যারা এ ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করে তারা একই শ্রেণির অন্তর্ভূক্ত এবং তারা অন্য থেকে আলাদা। তারা একই মর্যাদার অধিকারী এবং সমাজে তারা একই ধরনের সুযোগ সুবিধা ভোগ করে।