(French Revolution) ফরাসি বিপ্লব এর কারণসমূহ আলোচনা কর।

(French Revolution) ফরাসি বিপ্লব এর কারণসমূহ আলোচনা কর।

ফরাসি বিপ্লব (French Revolution) এর কারণসমূহ আলোচনা কর

➣ভূমিকাঃ- ইংল্যান্ডের শিল্পবিপ্লব এবং ফরাসি বিপ্লব এর ফলে ইউরোপসহ সমগ্র পৃথিবীর সমাজ চিন্তার ক্ষেত্রে ব্যাপক সমাজ সচেতন মানুষের বিবেককে নাড়া দেয়। যা সমাজবিজ্ঞান বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফরাসি বিপ্লব এর কারণসমূহ লিখ


সাধারণভাবে ১৭৮৯-১৭৯৫/১৭৯৯ সালের মধ্যবর্তী সময়ে ফ্রান্সে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় তাকে ফরাসি বিপ্লব (French Revolution) বলা হয়। 
ফরাসি বিপ্লব (French Revolution) এর কারণসমূহঃ ফরাসি বিপ্লব কোন একটি বিশেষ কারণে কিংবা আকস্মিক ঘটনার ফলে সংঘঠিত হয়নি। বহুদিনের পুঞ্জীভূত নানাবিধ অভীযোগ ফরাসি বিপ্লবের রুপ লাভ করেছিল। ১৭৮০ এর দশকে ফ্রান্সে বিপ্লবী পরিস্থিতি গড়ে উঠার কেন্দ্রে ছিলো রাজা ও রাজত্বের ঋণ পরিশোধে অক্ষমতা আর এ কারণে অর্থনৈতিক সংকট হয় যা ফরাসি বিপ্লবের কারণ ছিলো। ফরাসি বিপ্লবের সকল কারণসমূহ নিম্নরূপ-

১। রাজনৈতিক কারণঃ ফরাসি রাজতন্ত্র ছিলো স্বৈরাচারী জনসাধারণের প্রতিনিধি সভায় বা জনমতের স্থান তাতে ছিলো না। রাজা ইৃশ্বর প্রদত্ত ক্ষমতার নাম করে স্বৈরাচারী শাসন চালাতো। প্রগতিশীল সংস্কারের প্রতি ফরাসি নৃপতিদের কোন আগ্রহ ছিলো না। যা ফরাসি বিপ্লবের দ্বার উম্মোচন করেছিল।
২। সামাজিক কারণঃ ফরাসি সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিলো। প্রথম শ্রেণিতে ছিলো যাজক সম্প্রদায়। দ্বিতীয় ছিলো অভিজাত সম্প্রদায়। তৃতীয় শ্রেণিতে ছিলো মধ্যবিত্ত শ্রেণি, কৃষক ও শ্রমিক মজুর। উল্লেখ্য শ্রেণির মধ্য সামাজিক দুরুত্ব ছিলো ব্যাপক। বিশেষ করে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোন কর ছিল না। করের সমস্ত বোঝা বহন করতে হত তৃতীয় শ্রেণীকে যা ফরাসি বিপ্লবকে (French Revolution) অনিবার্য করে তুলেছিল।
৩। অর্থনৈতিক কারণঃ অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তৎকালীন ফরাসি সমাজে সমগ্র করভার স্বভাবতই তৃতীয় শ্রেণির লোকদের বহন করতে হতো। এছাড়া কৃষকদের রাজপথ প্রস্তুত ও মেরামত করার জন্য বেগার খাটতে হতো। যা ফরাসি বিপ্লব (French Revolution) এর অন্যতম কারণ।
৪। আইন ব্যবস্থায় ত্রুটিঃ তৎকালীন ফ্রান্সে আইনবিধি ছিলো বিশৃঙ্খল। সমগ্রদেশের সর্বজনীন আইনকানুনন বলতে কিছুই ছিলো না। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আইন প্রচলিত ছিলো। কোথাও জার্মান আবার কোথাও রোমান আইন।এক তথ্য থেকে জানা যায় যে, সমগ্র ফ্রান্সে বিভিন্ন ধরনের মোট ৪০০ আইন ব্যভস্থা বলবৎ ছিলো। যা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ছিলনা।

৫। অভিজাত শ্রেণির প্রাধান্য ও অত্যাচারঃ রাজশক্তির দূর্বলতার সুযোগে অভিজাত সম্প্রদায় ক্ষমতা পুনরুদ্ধারে সক্রিয় হয়ে উঠে। রাজসভা অভিজাত শ্রেণির ষড়যন্ত্রের লীলাভূমিতে পরিণত হয়। রাজশক্তির দূর্বলতার সুযোগে অভিজাত সম্প্রদায়রা রাজসভায় প্রাধান্য লাভ করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে।
৬।প্রাদেশিক পার্লামেন্টঃ ফরাসি বিপ্লব (French Revolution) এর অন্যতম কারণ হলো প্রাদেশিক পার্লামেন্ট। পার্লামেন্টগুলো সাধারণত বিত্তশালী ও অভিজাতদের দ্বারা চালিত হতো। ঐতিহাসিক ফিশার (Fisher) মন্তব্য করেন-“অভিজাতদের বিশেষ সুযোগ সুবিধার প্রশ্ন মীমাংসা করতে রাজতন্ত্রের ব্যর্থতাই ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করে।”
৭। সমসাময়িক দার্শনিকদের প্রভাবঃ সমসাময়িক ফরাসি দার্শনিকগণ তাদের বক্তব্যর মধ্য দিয়ে ফরাসি সমাজে প্রচলিত এক শ্রেণির মানুষের বিশেষ অধিকার এর বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন তা সমাজ বিভেদের দেয়ালকে চূর্ণবিচূর্ণ করতে সহায়ক হয়েছিল।দার্শনিকদের চিন্তাধারা ফরাসিদের মানসিক বিকাশে সহাযতা করেছিল ও তাদের বিপ্লবের মুখোমুখি হবার শক্তি সঞ্চার করেছিল।
৮। রাজপ্রসাদের উচ্ছৃঙ্খলতা ও অমিতব্যায়ীতাঃ রাজপ্রসাদের উচ্ছৃঙ্খলতা ও অমিতব্যায়ীতা ফরাসি জনগণকে ক্রুদ্ধ করে তুলেছিল। ভার্সাই রাজপ্রসাদ ছিলো বিলাস ব্যাসনের ও ঐশ্বর্য এর স্বর্গপুরী। জানা যায় ১৭৮৯ সালে ভার্সাই রাজপ্রসাদে বিলাস ব্যাসনে প্রায় ২ কোটি মুদ্রা ব্যয় করেন। তখন রাজপ্রসাদ সর্বদা আনন্দে মুখরিত থাকতো যা ফরাসি বিপ্লব (French Revolution) কে ত্বরান্বিত করে।
৯। ভয়াবহ মুদ্রাস্ফীতিঃ ফরাসি বিপ্লবের প্রক্কালে মুদ্রাস্ফীতি ফ্রান্সে (France) চরম আকার ধারণ করে। পণ্যসামগ্রীর মূল্য ৬৫% বেড়ে যায় অথচ সে অনুযায়ী আয় বৃদ্ধি পায় না। ১৭৮৮ সালে France এ ব্যাপক ফসলহানী ঘটে।যার কারণে ১৭৮৯ সালে গ্রামাঞ্চলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।
১০। ফরাসি দার্শনিকদের অবদানঃ ফরাসি দার্শনিকগণ প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে ফরাসি বিপ্লবের গতিকে ত্বরান্বিত করেছিল। কেননা তৎকালীন সময়ে ফরাসি জাতির কাছে দার্শনিকদের প্রচারিত মতামত ও নীতি ধর্মনীতির ন্যায় পবিত্র বলে বিবেচিত হতো। তৎকালীন ফরাসি দার্শনিকদের মধ্য হবস, রুশো, মন্টেস্কু, ভলতেয়ার প্রমুখ দার্শনিকগণ উল্লেখযোগ্য।
এছাড়া বেকারত্বের উচ্চহার, খাদ্যদ্রব্যর উচ্চমূল্য, খাদ্য সংকট, রাজপরিবারের অতিরিক্ত খরচে রাজকোষ শূন্য, কৃষক শ্রেণীদের অত্যাচার যার কারণে ফরাসি বিপ্লব ঘটে।
পরিশেষে বলা যায় যে, ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব সংঘঠিত হলে ইউরোপ ও বিশ্বের একাংশে ব্যাপক পরিবর্তন দেখা যায়। সুতরাং বলা যায় যে একক কোন কারনে ফরাসি বিপ্লব (French Revolution) সংঘঠিত হয়নি। ফরাসি বিপ্লবের পিছনে বহুবিধ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণ নিহিত ছিলো
Post a Comment (0)
Previous Post Next Post