আসাবিয়া কী?
অথবা, আসাবিয়া বলতে কী বুঝ?
ভূমিকাঃ আসাবিয়া শব্দটি সামাজিক সংহতির সাথে সম্পর্কযুক্ত। এই তথ্যটি আবিষ্কার করেন সমাজবিজ্ঞানী উবনে খালদুন।আসাবিয়া তথ্যে তিনি গোষ্ঠী সংহতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
আসাবিয়াঃ ইবনে খালদুন তার আসাবিয়া তথ্যে বলেছেন যে, রাষ্ট্রে সম্পর্ক পারিবারিক বন্ধন এর সংহতি। ঐতিহ্যের বন্ধন ও গোষ্ঠী সংহতি রাষ্ট্র সৃষ্টি বা তৈরী করতে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই সংহতিকেই ইবনে খালদুন আসাবিয়া তত্ত্ব বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন বলেন যে আসাবিয়া তথ্য কোন ধরনের শর্ত আরোপিতভাবে নয়। এটা হতে পারে ধর্ম বর্ণ নিরপেক্ষভাবে। এই তথ্যে তিনি বলেছেন রাষ্ট্র তৈরীর জন্য প্রয়োজন বিশ্বাস, ভ্রাতৃবোধ, পরস্পরের প্রতি দয়ামায়া, ভালোবাসা ও আন্তরিকতা। এসবের সমন্বিত রুপই হলো সংহতি বা আসাবিয়া।
ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে এবং এটি অত্যন্ত গ্রহণযোগ্য একটি তত্ত্ব। কারণ, কোন কিছু তৈরী করতে গেলে অবশ্যই সংহতির প্রয়োজন হয়।
ইবনে খালদুনের আসাবিয়ার গুরুত্ব আলোচনা কর।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আসাবিয়ার গুরুত্ব। আলোচনা কর।
প্রখ্যাত বিজ্ঞানী ইবনে খালদুন হলেন একজন সমাজবিজ্ঞানী । তার প্রবর্তিত যতগুলো তথ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো আসাবিয়া তত্ত্ব। আসাবিয়া তত্ত্ব রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রে উৎপত্তির ক্ষেত্রে ইবনে খালদুনের আসাবিয়ার গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো।
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আসাবিয়ার গুরুত্বঃ-
ইবনে খালদুন তার আসাবিয়া তত্ত্বের মাধ্যমে এক সংস্কারমূলক ও আধুনিক মানসিকতার পরিচয় দিয়েছেন। আসাবিয়া তত্ত্ব এর মধ্য দিয়ে অন্য সব তত্ত্বকে ভূল ও ভ্রান্ত বলে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন মানব জীবনে স্বাভাবিক প্রয়োজনের তাগিদে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। ইবনে খালদুনের মতে, পারস্পরিক সাহায্য ও সহযোগিতার উৎস হতে সমাজের উৎপত্তি হয়। কিন্তু, সমাজের সব মানুষ যুক্তি ও বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলা এড়ানোর জন্য পরস্পরের সাহায্য ও সহযোগিতার প্রয়োজন আর এই সাহায্য সহযোগিতার মাধ্যমেই রাষ্ট্র গড়ে উঠে।
পরিশেষে বলা যায় যে, ইবনে খালদুন আসাবিয়া তত্ত্বে যে সংহতির কথাটি বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা, সংহতি ছাড়া সমাজ, রাষ্ট্র কোনটায় তৈরি কার সম্ভব নয়। সংহতির মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি এতএব রাষ্ট্রের উৎপত্তি তত্ত্বে ইবনে খালদুনের সংহতি বা আসাবিয়া তত্ত্বটি অত্যন্ত উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্য একটি তত্ত্ব ।