উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।

উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।

বাংলাদেশের উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতা সমুহ আলোচনা কর।


➣ভূমিকাঃ উন্নয়ন একটি ব্যাপক শব্দ যা অন্তর্ভুক্ত করে জীবনের সর্বক্ষেত্রে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তন যা অবিচ্ছেদ্যভাবে পরস্পরের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ভীষণ গুরুত্ব লাভ করে। বর্তমান প্রায় সমগ্র বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সমস্যা পরিলক্ষিত হয়। কোন দেশের সাফল্যের প্রথম শর্ত হচ্ছে তার সার্বিক দিক থেকে উন্নয়ন করা। তবে এ উন্নয়ন কাঠামোই অনেক সময় অনেক প্রতিবন্ধকতা দেখা যায় যার ফলে উন্নয়ন ব্যহত হয়।

উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতা সমূহ আলোচনা কর।


উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতা সমূহ

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের উন্নয়নের বহু প্রতিবন্ধকতা রয়েছে নিম্নে উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধী কত সমুহ উল্লেখ করা হলো।

১। সামাজিক সমস্যাঃ বাংলাদেশের সমাজ ব্যবস্থায দুটি শ্রেণীতে বিভক্ত। একটি হলো উচ্চ শ্রেণী আরেকটি হলো সাধারণ শ্রেণি। মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন। তারা অতি কষ্টে জীবন যাপন করে। নিম্ন শ্রেণি মোটামুটি ভালো আবার রাজনীতির পালাবদলে কোন কোন ব্যক্তি লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি ধনী শ্রেণিতে পরিণত হচ্ছে। এটা দেশের সুষম উন্নয়ন ও অগ্রগতির প্রতি বাধাস্বরূপ যা উন্নয়ন কাঠামোর একটি বড় সমস্যা।

২। অর্থনৈতিক উন্নয়নঃ দেশে অর্থ দুর্নীতি ও পরিচালনা ব্যায়ের অভাবে বড় বড় শিল্প-কারখানা বন্ধ। সকল ক্ষেত্রেই প্রচন্ড দুর্নীতি। রাতারাতি এসব শ্রেণি চাঁদাবাজি ঘুষ ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ধনী হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয়সহ, মেডিকেল কলেজের প্রশ্ন জালিয়াতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কেবল গার্মেন্টস সেক্টর, বেসরকারি ব্যাংক, বিদেশে পাড়ি জমানো বাঙালিরা টাকা পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছে। দেশে বেকারত্ব তীব্র। তাছাড়া অন্য সব আর্থিক সমস্যা দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে ফলে উন্নয়ন ব্যহত হচ্ছে। 

৩। জাতীয় সংহতি প্রতিষ্ঠার অভাবঃ জাতীয় সংহতি হলো ধর্ম, বর্ণ, আঞ্চলিকতা ভেদে দেশকে ঐক্যবদ্ধ রাখার কৌশল। বাংলাদেশের জনগণ বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণীতে বিভক্ত।দেশের রাজনৈতিক প্রশ্ন কোন মৌলিক ঐক্যমত নেই। এজন্য দেশে জাতীয় সংহতি প্রতিষ্ঠার সমস্যা রয়ে গেছে। এটা যতদিন থাকবে ততদিন জাতীয় সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা উন্নয়নের সমস্যাকে পুষে রাখবে যা দেশের উন্নয়নকে ব্যাহত করবে।

৪। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সমস্যাঃ এটি একটি দেশের উন্নয়নের বড় সমস্যা। দুর্নীতি, লুণ্ঠন ও সন্ত্রাস জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতি করে, সন্ত্রাসী করে,মাদকদ্রব্য পাচার করে, চোরাচালান করে এক ধরনের লোক রাতারাতি বড়লোক হচ্ছে অপরদিকে দরিদ্র মানুষ দরিদ্রই থেকে যাচ্ছে। এটা উন্নয়নের বড় একটি সমস্যা।

৫। অতি দরিদ্রতা দূরীকরণের অভাবঃ এদেশের উন্নয়নের একটি বড় বাধা হলো অতি দরিদ্রতা দূরীকরণ। এ দেশে বহু বেশি-বিদেশি এনজিও এ অতি দরিদ্রতা দূরীকরণে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি বাণিজ্য দেশকে দারিদ্র্য চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা যত তাড়াতাড়ি রোধ করা যায় ততই মঙ্গল তা না হলে এটা উন্নয়নের একটি স্থায়ী সমস্যা হিসেবে বিরাজমান হয়ে থাকবে। 

৬। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাধাঃ বাংলাদেশে ব্যাপক দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন একটি বড় বাধা। যার কারনে প্রবৃদ্ধির পরিমাণ কমে যাচ্ছে ও উন্নয়ন ব্যহত হচ্ছে। 

৭। দলীয়করণঃ দলীয়করণ উন্নয়নের একটি বড় সমস্যা।কারন, সব সরকার ক্ষমতায় এসে একে অন্যের কর্মসূচি বাতিল করে নতুন পদ্ধতি চালু করে এর ফলে বেশি অর্থ নষ্ট হয় যা উন্নয়নের দিক হতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও উন্নয়নে বাধা হয়ে থাকে।

৮। বৈদেশিক লোনের সহজলভ্যতার অভাব ও কঠিন শর্তঃ উন্নয়নের জন্য বৈদেশিক লোনের বিকল্প নেই। কিন্তু কড়া সুদ ও কঠিন শর্তের জন্য তেমন লোন পাওয়া যায় না যা উন্নয়নে বাধা সৃষ্টি করে।

৯। সামাজিক মূল্যবোধের অভাবঃ সর্ব শ্রেণীর লোক অর্থ উপার্জনে বৈধ-অবৈধ যেকোনো উপায় গ্রহণে ব্যস্ত হয়ে পড়ে, ফলে দুর্নীতি বেড়ে যায় পাশাপাশি সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে যার ফলে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

১০। রাজনৈতিক মূল্যবোধের অভাবঃ রাজনৈতিক মূল্যবোধের অভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। একটি বড় সমস্যা। একটি দেশের উন্নয়ন কাঠামোতে রাজনৈতিক অস্থিতিশীলতা বা মূল্যবোধের অবক্ষয় দেখা দিলে দেশের উন্নয়নে কাঠামোগত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

১১। জনসংখ্যা রোধ করায় অপর্যাপ্ত ব্যবস্থাঃ ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অথচ এর রোধ করার কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্বসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের জন্য হুমকি স্বরুপ। অতিরিক্ত জনসংখ্যা দেশের উন্নয়নে বাধা ।

১২। পরিচ্ছন্ন পরিবেশের অভাবঃ বাংলাদেশের উন্নয়নের আরেকটি সমস্যা হলো পরিচ্ছন্ন পরিবেশের অভাব।গাড়ির কালো ধোঁয়া, কল-কারখানার বর্জ্য প্রভৃতি প্রস্তুতির কারণে পরিবেশ দূষিত হচ্ছে এর ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

১৩। টেকসই উন্নয়নের অভাবঃ টেকসই উন্নয়ন না হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। এর বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পিত নগরায়নের অভাব, পরিচ্ছন্ন পরিবেশের অভাব, বিশুদ্ধ পানি সরবরাহ অভাবের ফলে টেকসই উন্নয়ন ব্যহত হচ্ছে যার ফলে উন্নয়নও ব্যাহত হচ্ছে। 

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী বিভিন্ন প্রতিবন্ধীকতা সমাধান করতে পারলে অতি দূরত্বই এদেশের উন্নয়ন এগিয়ে যাবে।

Post a Comment (0)
Previous Post Next Post