শিল্পবিপ্লবের সুফল কুফল। শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা কর

শিল্পবিপ্লবের সুফল কুফল। শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা কর

শিল্পবিপ্লবের সুফল কুফল। শিল্পবিপ্লবের ফলাফল আলোচনা কর।

মানবজীবনে শিল্পবিপ্লবের প্রভাব সুদূরপ্রসারী। শিল্পবিপ্লব (Revolution) মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক জীবনের সর্বক্ষেত্রেই বড় ধরনের প্রভাব ফেলেছে। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈপ্লবিক পরিবর্তন ঘটে। পরবর্তীতে ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশসমূহে পরিবর্তন ঘটে। শিল্পবিপ্লবের সুফলের পাশাপাশি কিছু কুফলও ছিল। আজ আমরা শিল্পবিপ্লবের সুফল-কুফল/ফলাফল সম্পর্কে আলোচনা করব।

শিল্পবিপ্লবের সুফল কুফল। শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা কর



শিল্প বিপ্লব (Revolution) এর সুফলঃ নিম্নে শিল্পবিপ্লবের সুফল আলোচনা করা হলো-

১। আমদানি বৃদ্ধিঃ প্রচুর পরিমাণে উৎপাদনের ফলে শুধু রপ্তানিই বৃদ্ধি পায় না, বরং উৎপাদিত পণ্যের জন্য প্রচুর পরিমাণ কাঁচামাল আমদানিও করতে হচ্ছে।

২। সম্পদের সদ্ব্যবহারঃ প্রকৃতিতে প্রাপ্ত ও অব্যবহৃত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জনে শিল্পায়ন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

৩। নিরাপত্তা কর্মসূচিঃ শিল্পবিপ্লবের সুফল এর মধ্যে নিরাপত্তা কর্মসূচি অন্যতম। অদৃষটপূর্ব ঘটনাসমূহ (দূর্ঘটনা, পঙ্গুত্ব, বার্ধ্যক্যতা, মৃত্যু প্রভৃতি মোকাবেলা ও মানুসের নূন্যতম চাহিদা মেটানোর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রবর্তিত হয় যা শিল্পবিপ্লবের জন্য যথেষ্ট হয়েছে।

৪। প্রাকৃতিক শক্তি আয়ত্তকরণঃ প্রাকতিক শক্তি ও সম্পদসমূহের আয়ত্তকরণের মাধ্যমে শিল্পায়নের জয়যাত্রা শুরু হয়। বাষ্পীয় আবিষ্কার থেকে শিল্পবিপ্লবের বৈপ্লবিক সূচনা শুরু হয়। পরবর্তীতে তেল, গ্যাস, বিদ্যুৎ, পরমাণু প্রভৃতি সম্পদ ও শক্তি ভান্ডার আয়ত্তকরণের মাধ্যমে এর অব্যাহত অগ্রযাত্রা বহাল রয়েছে।

৫। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণঃ শিল্পবিপ্লব ব্যবসা-বাণিজ্যর সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ফলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়।

৬। নগর সভ্যতার উম্মেষঃ শিল্পবিপ্লবের ফলে গ্রামাঞ্চল থেকে মানুষ শহরে আসতে শুরু করে। ফলে শহর জনবহুল হয়ে উঠে । শিল্প বিপ্লব এর ফলেই নগর সভ্যতার উম্মেষ ঘটে।

৭। নতুন শিল্পনগরীর উত্থানঃ শিল্প বিপ্লবের ফলে বহু নতুন শিল্পনগরী গড়ে উঠে। যেমন- ইংল্যান্ডে শিল্পবিপ্লব এর পূর্বে শুধু লন্ডন এ জনবহুল নগরী ছিলো তবে শিল্পবিপ্লবের ফলে লিভারপুল, বার্মিংহামসহ অন্যান্য জায়গায় ও জনবহুল নগরীতে পরিণত হয়। 

শিল্প বিপ্লবের (Revolution) কুফলঃ শিল্পবিপ্লবের ফলে শিল্পের প্রসার ঘটেছিল একথা সত্য। তবে এর পাশাপাশি শিল্পবিপ্লবের কুফলও দেখা যায় ।

১। পেশাগত দূর্ঘটনাঃ শিল্পবিপ্লবের ফলে যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে থাকে। এতে পেশাগত দুর্ঘটনার ফলে অকাল মৃত্যু ঘটে অনেকের।

২। শিশু শ্রমঃ শিল্পবিপ্লবের ফলে শিশুদের শ্রমে বাধ্য করা হয়। কম অর্থের বিনিময়ে শিশুদের অধিক সময় অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয়। ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়ে এবং অনেক সময় অকাল মৃত্যু ঘটে।

৩। নির্ভরশীলতাঃ শিল্পবিপ্লবের পর মানুসের জীবন অর্থ নির্ভর হয়ে পড়ে এবং র্ভিরশীলতা প্রকট আকার ধারণ করে। একজনের জীবন ধারনের মান বহুলাংশে অন্যর উপর নির্ভরশীল হয়ে পড়ে।

৪। কুটিরশিল্পের বিলুপ্তিঃ শিল্পপ্লিব ঐতিহ্যবাহী কুটিরশিল্পের বিলুপ্তি ঘটিয়ে তদস্থলে ভারী ও বৃহৎ শিল্প প্রবর্তন করে। বৃহৎ শিল্পের উৎপাদন ব্যয় কম এবং উৎপাদন বেশি। ফলে কুটিরশিল্প প্রতিযোগিতায় টিকতে না পেরে বিলুপ্ত হয়।

৫। শ্রমিকদের গুরুত্ব হ্রাসঃ শিল্প বিপ্লবের ফলেপুজিবাদের বিকাশ ঘটে। শ্রমিকের গুরুত্ব চলে যায় পুঁজিপতি মালিকদের হাতে।

পরিশেষে বলা যায় যে, শিল্পবিপ্লবের (Revolution) ফলে নতুন নতুন কলকারখানা স্থাপিত হয়। ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়।উৎপাদন, উপার্জন, সঞ্চয় বৃদ্ধি পায় অবাধ বাণিজ্য েপ্রসার ঘটে অপরদিকে শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন কলকারখানা ধোয়া ও বর্জ্য, দূষিত পানি ইত্যাদি পরিবেশ দূষণ ঘটায়। কৃষি উৎপাদন হ্রাস পায় ও বিভিন্ন কুটির শিল্প ধ্বংস হয়। এতএব শিল্প বিপ্লব এর সুফল ও কুফল দুইদিকই সমানভাবে প্রভাব ফেলে

Post a Comment (0)
Previous Post Next Post