অগাস্ট কোঁৎ (Auguste Comte) কে ছিলেন? অগাস্ট কোঁত কে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন?
ভূমিকাঃ- অগাস্ট কোঁৎ (Auguste Comte) এর পরিচয়ঃ সমাজবিজ্ঞান হলো সমাজ সচেতন দার্শনিকদের চিন্তা-চেতনা ফসল। এই সমাজ সচেতন দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ (Auguste Comte)। তার সমাজ সম্পর্কিত চিন্তা ও তত্ত্ব সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তার মেধা দিয়ে সমাজবিজ্ঞানের মত একটি বিজ্ঞানকে স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে দাড় করান।
অগাস্ট কোঁৎ (Auguste Comte): অগাস্ট কোঁৎ (ওগ্যুস্ত কোঁত) ১৭৯৮ সালের ১৯শে জানুয়ারী মাসে ফ্রান্সের মোঁপেলিয়েরে মন্টোবলিয়ারে জম্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিলো ইসিডোর অগাস্ট মেরি ফ্রাঙ্কোস এক্সেভিয়ার কোঁতে। তাঁর পিতা ছিলেন একজন সরকারি কর্মচারী। অগাস্ট কোঁৎ (Auguste Comte) ছাত্র অবস্থায় খুবে মেধাবী ছিলেন। ১৮১৪ সালে তিনি ইকোল পলিটেকনিকে তিনি ভর্তি হন। নানা জটিলতায় তিনি তাঁর শিক্ষা জীবন সমাপ্ত করতে পারেননি। ১৮১৭ সালে সেইন্ট সাইমনের সাথে পরিচিত হওয়ার পর থেকে অগাস্ট কোঁৎ এর চিন্তা জগৎ এর ব্যাপক পরিবর্তন আসে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি Positive Philosophy গ্রন্থটি রচনা করেন। যা ১৮৩০ সালে প্রকাশিত হয়।
অগাস্ট কোঁৎ (Auguste Comte) কে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়?
অথবা, কেন সমাজবিজ্ঞানের জনক হিসেবে অগাস্ট কোঁৎ (ওগ্যুস্ত কোঁত) কে আখ্যায়িত করা হয়?
অগাস্ট কোঁৎ (Auguste Comte) কে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম সমাজবিজ্ঞানকে একটি পৃথক ও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে তুলে ধরেন। অগাস্ট কোঁত ১৮৩৯ সালে সর্বপ্রথম Sociology শব্দটি ব্যবহারের মাধ্যমে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক সূচনা করেন তাই তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তাঁর চিন্তা চেতনা ও দর্শন সমাজবিজ্ঞানে এক বৈপল্লবিক পরিবর্তন আনয়ন করে।
সমাজবিজ্ঞানের জনক হিসেবে অগাস্ট কোঁৎ: যেসকল কারণে অগাস্ট কোঁৎ কে সমাজবিজ্ঞানের জনক বলা হয় তা নিম্নরুপ আলোচনা করা হলো-
১। বিজ্ঞানসম্মত আলোচনার সূত্রপাতঃ অগাস্ট কোঁৎ (Auguste Comte) ছিলেন একজন ফরাসী দার্শনিক।অতীতে সমাজবিজ্ঞান ছিলো সমাজের বিজ্ঞান কিন্তু তখন এটি বিজ্ঞানসম্মত ছিলো না। অগাস্ট কোঁৎ (Auguste Comte) সর্বপ্রথম সমাজবিজ্ঞানকে একটি বিজ্ঞানসম্মত শাখা হিসেবে আলোচনা করেন।
২। Sociology শব্দ ব্যবহারঃ অগাস্ট কোঁৎ (Auguste Comte) সর্বপ্রথম Sociology শব্দ ব্যবহার করেন। ল্যাটিন শব্দ Socious ও গ্রীক শব্দ Logos এর সমন্বয়ে গঠিত হয় । Socious শব্দের অর্থ সমাজ ও Logos শব্দের অর্থ বিজ্ঞান। Sociology অর্থাৎ শব্দের অর্থ সমাজের বিজ্ঞান।
৩।গ্রন্থ রচনাঃ অগাষ্ট কোঁৎ সমাজবিজ্ঞান (Sociology) সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তার মধ্যে অন্যতম গ্রন্থ হলো Positive philosophy ও Polity। এই গ্রন্থতে তিনি সমাজ সম্পর্কিত বিভিন্ন ধারনা আলোচনা করেন।
৪। নামকরণ প্রদানঃ সমাজবিজ্ঞানের সর্বপ্রথম নামকরণ করেন অগাস্ট কোঁৎ। তিনি সমাজবিজ্ঞানকে Science of Society বলেন । তিনি এই নামকরণ করেন ১৮৩৯ সালে।
৫। Scietific method: অগাস্ট কোঁৎ (Auguste Comte) সমাজবিজ্ঞান উৎপত্তি ও ক্রমবিকাশ কে Scietific method দ্বারা ব্যাখ্যা করেন। এই method সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে গড়ে তোলেন।
উপসংহারঃ পরিশেষে বলা যায় সর্বপ্রথম অগাস্ট কোঁত সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে তেুলে ধরেন ও সমাজবিজ্ঞানকে প্রথম আধুনিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলেন । সমাজবিজ্ঞানে তার যে অবদান তা বিচার করে একথা বলা যায় যে অগাস্ট কোঁতই (Auguste Comte) সমাজবিজ্ঞানের জনক। তিনিই সমাজবিজ্ঞানকে প্রথম আধুনিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলেন । সমাজবিজ্ঞানে তার যে অবদান তা বিচার করে একথা বলা যায় যে অগাস্ট কোঁতই (Auguste Comte) সমাজবিজ্ঞানের জনক।