📚 Pareto Elite প্যারেটো এলিট তত্ত্ব কী? আধুনিক সরকার এলিট শাসিত সরকার
➢ভূমিকাঃ আধুনিক সরকার বলতে এলিট শাসিত সরকারকে বোঝায়। এলিট (Elite) বলতেই আমরা বুঝি যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিটি সরকার ব্যবস্থায় রাজনৈতিক এলিট দ্বারা পরিচালিত। আধুনিক সরকার ব্যবস্থায় অধিষ্ঠিত হয়েছেন এলিট গোষ্ঠী। শুধু আধুনিক সরকারেই নয় সকল প্রকার সরকারেই এলিটরা শাসন করে থাকে। সুতরাং আধুনিক সরকার তো অবশ্যই এলিট (Elite) শাসিত সরকার।
এলিট (Elite): Elite ফরাসি শব্দ। ফরাসি ভাষায় এর অর্থ হচ্ছে 'Choix' যার ইংরেজি প্রতিশব্দ Choice যার বাংলা প্রতিশব্দ হিসেবে পছন্দ, বাছাই, মনোনয়ন ইত্যাদি ।
H.D. Lasswell বলেন-“সমাজে যারা প্রভাবশালী তারাই এলিট।”
প্যারেটো তার 'The mind and society' গ্রন্থে বলেন-“ প্রতিটি সমাজেই ব্যক্তিবর্গের মধ্যে কর্মক্ষমতার দিক থেকে কিছু পার্থক্য বিদ্যমান। যে ব্যক্তির দক্ষতা সর্বাধিক তিনি সমাজে এলিট আর অন্যরা ননএলিট।”
H.D. Lasswell বলেন-“সমাজে যারা প্রভাবশালী তারাই এলিট।”
প্যারেটো তার 'The mind and society' গ্রন্থে বলেন-“ প্রতিটি সমাজেই ব্যক্তিবর্গের মধ্যে কর্মক্ষমতার দিক থেকে কিছু পার্থক্য বিদ্যমান। যে ব্যক্তির দক্ষতা সর্বাধিক তিনি সমাজে এলিট আর অন্যরা ননএলিট।”
মসকার বলেন-“ সমাজে দুই ধরনের লোক বিদ্যমান। রাজনৈতিক শ্রেণি ও অ-রাজনৈতিক শ্রেণি। তিনি রাজনৈতিক শ্রেণিকে এলিট হিসেবে আখ্যায়িত করেছেন।
আধুনিক সরকার বলতে এলিট (Elite) শাসিত সরকার বুঝায়ঃ
আধুনিক সরকার বলতে এলিট (Elite) শাসিত সরকার বুঝায়। কেননা এলিট সংজ্ঞায় স্পষ্ট যে, যারা শাসক তারই হলো এলিট। তাই আধুনিক সরকার হলো এলিট (Elite) শাসিত সরকার । সরকার ও এলিট মূলত একই। নিম্নে এ সম্পর্কে বিস্তারিত বর্ণণা করা হলো-
১। সরকার গঠনঃ সাধারণত যারা শাসন করে তারাই এলিট। সুতরাং এলিটরাই সরকার গঠন করছে। বর্তমানে আধুনিক সরকার ব্যবস্থায় সরকার হিসেবে এলিটের ভূমিকা অন্যতম।
২। শান্তি-শৃঙ্খলা রক্ষাঃ এলিট (Elite) সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা রাখে। শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে প্রসাশনিক বাহিনী জনসাধারণকে শাসন করে থাকে। ফলে আধুনিক সরকার ব্যবস্থায় এলিটদের ভূমিকা অগ্রগণ্য।
৪। প্রতিষ্ঠান গঠনঃ এলিটরা শাসনকার্য সম্পাদন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। এক্ষেত্রে এলিটরা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বেসামরিকীকরণ ও বেসরকারি প্রতিষ্ঠান গঠনে উদ্দোগী হয়।
৫। সংবিধানঃ এলিটরা সরকার হিসেবে সংবিধান গঠন ও সংবিধান সংশোধন করে থাকে । আধুনিক সরকার ব্যবস্থায় এলিটরা জনকল্যাণের জন্য ও আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে সংবিধান সংশোধন করে থাকেন।
৬। বিচার বিভাগঃ আধুনিক সরকার ব্যবস্থার ইতিহাসে এলিটরা জনগণের নায্য বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে সরকারের অন্যান্য বিভাগ থেকে আলাদা করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে জনগণ ন্যায় বিচার পাবে।
৭। রাজনৈতিক স্থিতিশীলতাঃ আধুনিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এ লক্ষ্যে এলিটরা গণতন্ত্রের দ্বার উম্মোচন করে ও জনগণের প্রতিনিধিদের এলিটের আসনে অধিষ্ঠিত হতে সহযোগিতা করে।
৮। জি ডি পি বৃদ্ধিঃ আধুনিক সরকার একটি গতিশীল সরকার। আধুনিক সরকার বা এলিট (Elite) প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় মেধার আধিপত্য খাটিয়ে জনগণের উন্নয়নে ভূমিকা রাখে।
৯। জনকল্যাণমূলক কাজঃ আধুনিক সরকার হচ্ছে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সরকার। সুতরাং আধুনিক সরকার প্রভাব খাঁটিয়ে জনগণের কল্যাণ প্রতিষ্ঠায় ব্রত হয়। আর এ স্থানে থাকে এলিটরা।
১। সরকার গঠনঃ সাধারণত যারা শাসন করে তারাই এলিট। সুতরাং এলিটরাই সরকার গঠন করছে। বর্তমানে আধুনিক সরকার ব্যবস্থায় সরকার হিসেবে এলিটের ভূমিকা অন্যতম।
২। শান্তি-শৃঙ্খলা রক্ষাঃ এলিট (Elite) সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ভূমিকা রাখে। শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে প্রসাশনিক বাহিনী জনসাধারণকে শাসন করে থাকে। ফলে আধুনিক সরকার ব্যবস্থায় এলিটদের ভূমিকা অগ্রগণ্য।
৪। প্রতিষ্ঠান গঠনঃ এলিটরা শাসনকার্য সম্পাদন করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। এক্ষেত্রে এলিটরা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বেসামরিকীকরণ ও বেসরকারি প্রতিষ্ঠান গঠনে উদ্দোগী হয়।
৫। সংবিধানঃ এলিটরা সরকার হিসেবে সংবিধান গঠন ও সংবিধান সংশোধন করে থাকে । আধুনিক সরকার ব্যবস্থায় এলিটরা জনকল্যাণের জন্য ও আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে সংবিধান সংশোধন করে থাকেন।
৬। বিচার বিভাগঃ আধুনিক সরকার ব্যবস্থার ইতিহাসে এলিটরা জনগণের নায্য বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে সরকারের অন্যান্য বিভাগ থেকে আলাদা করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে জনগণ ন্যায় বিচার পাবে।
৭। রাজনৈতিক স্থিতিশীলতাঃ আধুনিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। এ লক্ষ্যে এলিটরা গণতন্ত্রের দ্বার উম্মোচন করে ও জনগণের প্রতিনিধিদের এলিটের আসনে অধিষ্ঠিত হতে সহযোগিতা করে।
৮। জি ডি পি বৃদ্ধিঃ আধুনিক সরকার একটি গতিশীল সরকার। আধুনিক সরকার বা এলিট (Elite) প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় মেধার আধিপত্য খাটিয়ে জনগণের উন্নয়নে ভূমিকা রাখে।
৯। জনকল্যাণমূলক কাজঃ আধুনিক সরকার হচ্ছে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সরকার। সুতরাং আধুনিক সরকার প্রভাব খাঁটিয়ে জনগণের কল্যাণ প্রতিষ্ঠায় ব্রত হয়। আর এ স্থানে থাকে এলিটরা।
পরিশেষে বলা যায় যে, আধুনিক সরকার ব্যবস্থা বলতে এলিটকে (Elite) বোঝায়। অর্থাৎ আধুনিক সরকারও যা এলিটও তাই। সুতরাং আধুনিক সরকার এলিটদের দ্বারাই সংগঠিত হতো। কেননা যারা এলিট তারাই সরকার গঠন করে েএবং আধুনিক সরকার এলিট দ্বারা গঠিত সরকার। সুতরাং বলা যায় যে, আধুনিক সরকারের প্রতিটি পদক্ষেপই এলিট দ্বারা পরিচালিত।