📚এমিল ডুর্খেইম (Emile Durkheim) যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য লিখ
ভূমিকাঃ এমিল ডুর্খেইম (Emile Durkheim) এর প্রথম পর্যায়ের সমাজতান্ত্বিক গ্রন্থ `The division of labour in Sociefy' (1893) ।এটি একটি সংহতির শাশ্বত অধ্যয়ন। এ গ্রন্থে ডুর্খেইম তাঁর সামাজিক সংহতি সংক্রান্ত তত্ত্বটি উপস্থাপন করেন। এমিল ডুর্খেইম (Emile Durkheim) আরও দেখিয়েছেন যে কিভাবে সমাজে শ্রমবিভাজন বৃদ্ধির সাথে সাথে যান্ত্রিক সংহতি থেকে জৈবিক সংহতির উদ্ভব হয়।যান্ত্রিক সংহতি (Mechanical solidarity): যান্ত্রিক সংহতি সমতার সংহতি। আদিম সমাজেও এ ধরনের যান্ত্রিক সংহতি বিদ্যমান ছিলো। যান্ত্রিক সংহতি সাদৃশ্যর সংহতি যার ভিত্তি হলো যৌথ চেতনা।George Ritzer said-"The More Primitive type, characterized by mechanical solidarity, has a relatively undifferentiated social structure with little or no division of labour'জৈবিক সংহতি (Organic Solidarity): জৈবিক সংহতি বৈসাদৃশ্যর ভিত্তিতে প্রতিষ্ঠিত। আধুনিক শিল্পায়িত সমাজে এ ধরণের সংহতি দেখা যায়।
George Ritzer said-"The more modern type characterized by organic solidarity has a much greater and more refined division of labour"
যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির বৈশিষ্ট্য/পার্থক্যঃ
১। যান্ত্রিক সংহতি কম শ্রমবিভাজন, জৈবিক সংহতি উচ্চ শ্রমবিভাজন ।
২। যান্ত্রিক সংহতিতে পরিব্যাপক যৌথ প্রতিরুপ বিদ্যমান জৈবিক সংহতিতে দুর্বল যৌথ প্রতিরুপ বিদ্যমান।
৩। যান্ত্রিক সংহতিতে স্বল্প ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বিদ্যমান, জৈবিক সংহতিতে উচ্চ ব্যক্তিস্বাতন্ত্র্য বিদ্যমান।
৪। যান্ত্রিক সংহতি বিশেষ নিয়মমাফিক ধরনের উপর চেতনার গুরুত্ব, জৈবিক সংহতি বিমূর্ত ও সাধারণ মূল্যবোধের উপর চেতনার গুরুত্ব।
৫। যান্ত্রিক সংহতি তুলনামূলক কম নির্ভরশীলতা, জৈবিক সংহতি উচ্চ নির্ভরশীলতা।
৬। যান্ত্রিক সংহতি আদিম বা গ্রামীণ সমাজে বিদ্যমান, জৈবিক সংহতি নগর শিল্পভিত্তিক সমাজে বিদ্যমান।
৭। যান্ত্রিক সংহতিতে বিচ্যুত আচরণকারীদের শাস্তি প্রদানে সম্প্রদায় নিযুক্ত থাকে, জৈবিক সংহতিতে বিচ্যুত আচরণকারীদের শাস্তি প্রদান পদ্ধতি বিশেষায়িত।
৮। যান্ত্রিক সংহতিতে Repressive law এর প্রাধান্য পায়, জৈবিক সংহতিতে Restitute law এর প্রাধান্য পায়।
(Source: Johnson, 1981:182)
Jary এবং Jary যান্ত্রিক সংহতি (Mechanical solidarity) ও জৈবিক সংহতির (Organic Solidarity) মধ্যে আরও কয়েকটি পার্থক্য করেছেন। যথা-
২। যান্ত্রিক সংহতিতে পরিব্যাপক যৌথ প্রতিরুপ বিদ্যমান জৈবিক সংহতিতে দুর্বল যৌথ প্রতিরুপ বিদ্যমান।
৩। যান্ত্রিক সংহতিতে স্বল্প ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বিদ্যমান, জৈবিক সংহতিতে উচ্চ ব্যক্তিস্বাতন্ত্র্য বিদ্যমান।
৪। যান্ত্রিক সংহতি বিশেষ নিয়মমাফিক ধরনের উপর চেতনার গুরুত্ব, জৈবিক সংহতি বিমূর্ত ও সাধারণ মূল্যবোধের উপর চেতনার গুরুত্ব।
৫। যান্ত্রিক সংহতি তুলনামূলক কম নির্ভরশীলতা, জৈবিক সংহতি উচ্চ নির্ভরশীলতা।
৬। যান্ত্রিক সংহতি আদিম বা গ্রামীণ সমাজে বিদ্যমান, জৈবিক সংহতি নগর শিল্পভিত্তিক সমাজে বিদ্যমান।
৭। যান্ত্রিক সংহতিতে বিচ্যুত আচরণকারীদের শাস্তি প্রদানে সম্প্রদায় নিযুক্ত থাকে, জৈবিক সংহতিতে বিচ্যুত আচরণকারীদের শাস্তি প্রদান পদ্ধতি বিশেষায়িত।
৮। যান্ত্রিক সংহতিতে Repressive law এর প্রাধান্য পায়, জৈবিক সংহতিতে Restitute law এর প্রাধান্য পায়।
(Source: Johnson, 1981:182)
Jary এবং Jary যান্ত্রিক সংহতি (Mechanical solidarity) ও জৈবিক সংহতির (Organic Solidarity) মধ্যে আরও কয়েকটি পার্থক্য করেছেন। যথা-
১। যান্ত্রিক সংহতি সাদৃশ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, জৈবিক সংহতি শ্রম বিভাজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
২। যান্ত্রি সংহতি বিভাজিত, জৈবিক সংহতি সংগঠিত।
৩। যান্ত্রিক সংহতি কম আন্তঃনির্ভরশীলতা, সামাজিক বন্ধন দুর্বল, জৈবিক সংহতি বেশি আন্তঃনির্ভরশীলতা, সামাজিক বন্ধন শক্তিশালী।
৪। যান্ত্রিক সংহতিতে যৌথ চেতনা ধর্মীয় ভিত্তিতে প্রতিষ্ঠিত, জৈবিক সংহতি নিরপেক্ষ মানবিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
৫। যৌথ চেতনা উচ্চমাত্রার, যৌথ চেতনা নিম্নমাত্রার।
২। যান্ত্রি সংহতি বিভাজিত, জৈবিক সংহতি সংগঠিত।
৩। যান্ত্রিক সংহতি কম আন্তঃনির্ভরশীলতা, সামাজিক বন্ধন দুর্বল, জৈবিক সংহতি বেশি আন্তঃনির্ভরশীলতা, সামাজিক বন্ধন শক্তিশালী।
৪। যান্ত্রিক সংহতিতে যৌথ চেতনা ধর্মীয় ভিত্তিতে প্রতিষ্ঠিত, জৈবিক সংহতি নিরপেক্ষ মানবিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
৫। যৌথ চেতনা উচ্চমাত্রার, যৌথ চেতনা নিম্নমাত্রার।
উপরের আলোচনা থেকে বরা যায় যে, যান্ত্রিক সংহতি (Mechanical solidarity) ও জৈবিক সংহতির (Organic Solidarity) মধ্য পার্থক্য থাকা সত্ত্বেও এদের মধ্য সাদৃশ্যও বর্তমান। এগুলি সমাজে আইনের ভূমিকা পালন করে।