ধারণা বা প্রত্যয় কী? প্রত্যয় কত প্রকার কী কী?

ধারণা বা প্রত্যয় কী? প্রত্যয় কত প্রকার কী কী?

ধারণা বা প্রত্যয় কী? প্রত্যয় কত প্রকার কী কী?

বৈজ্ঞানিক পদ্ধতির একটি মৌলিক উপাদান হলো ধারণা বা প্রত্যয়। সমাজ গবেষকদের কাছে ঘটনার মতো ধারণা বা প্রত্যয় ও খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক পদ্ধতির মূল লক্ষ্য হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে তত্ত্বের অনুসন্ধান এবং সংগৃহীত তথ্যের পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে নতুন ফলাফল প্রকাশ করা বা পুরাতন ফলাফল প্রকাশে ধারণা বা প্রত্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞানের সকল শাখার সাথে প্রত্যয় ওতপ্রোতভাবে জড়িত।

ধারণা বা প্রত্যয় কী? প্রত্যয় কত প্রকার কী কী?


ধারণা বা প্রত্যয়ঃ সাধারণভাবে বলা যায় যে ধারণা বা প্রত্যয় হলো বিভিন্ন ঘটনা বা অভিজ্ঞতার প্রকাশ যা চিন্তার পথ সুগম করে।  অন্যকথায় বলা যায় একটি বিশেষ সামাজিক অবস্থা বর্ণনা করার জন্য যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তখন তাকে ধারণা বা প্রত্যয় হিসেবে গণ্য করা হয়। 

প্রামাণ্য সংজ্ঞাঃ ধারণাকে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন তা নিম্নে দেওয়া হলো-

M. H. Gopal তার 'An introduction to research procedure in social sciences' (963:109) গ্রন্থে প্রত্যয় প্রসঙ্গে বলেন "প্রত্যয় বা ধারণা হলো এমন একটি শব্দ বা একটি নির্দিষ্ট ঃভাব প্রকাশক শব্দ সমষ্টি যা কোন বিষয় বা ঘটনার প্রতীক স্বরুপ এবং গবেষণার ফলাফল প্রকাশে সহায়ক।" যেমন-আয় ব্যয় পদমর্যাদা ইত্যাদি।

F. N. Kerlinger বলেন 'A concept expressess an abstruction formed by generalizition from particulars' অর্থাৎ "ধারণা বা প্রত্যয় কোন বিশেষকে সাধারণীকরণের মাধ্যমে গঠিত বিমূর্তায়নে প্রকাশ করে থাকে।"

Goode and Hatt বলেন 'A concept like a fact, is and abstraction, not a phenomenon, which it is placed.'  অর্থাৎ "ধারণা হলো ঘটনার মতো কোন একটি বিমূর্তায়ন, কোন ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়। ধারণা বা প্রত্যয়  অবস্থানযুক্ত একটি চিন্তা কাঠামো থেকে এর অর্থ নির্ণীত হয়।"

 Chava Nachmias and David Nachmias এর মতে 'A concept is an abstraction representing an object, a property of an object, or a certain phenomenon.  অর্থাৎ "ধারণা বা প্রত্যয় হলো কোন উদ্দেশ্যের প্রতিনিধিত্বকারী বৈশিষ্ট্য,যা কোন একটি নির্দিষ্ট প্রপঞ্চ।"

পরিশেষে বলা যায় যে সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির উপাদান হিসেবে ধারণা বা প্রত্যয় গবেষকের গবেষণা কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।  কোন সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে গবেষণা কার্য সম্পাদন করতে হলে অবশ্যই উক্ত বিষয় সম্পর্কে পূর্বে থেকে ধারণা লাভ করতে হয়।

Post a Comment (0)
Previous Post Next Post