বিচ্যুতি কি? What is deviation?
ভূমিকাঃ- সমাজবদ্ধভাবে জীবন-যাপনের মধ্য দিয়েই মানব গোষ্ঠীকে সমাজস্থ কিছু নিয়ম কানুন এবং আদর্শের মানদন্ডে পরিচালিত হতে হয়েছে। এই নিয়মকানুন ও আদর্শের বেঘাত ঘটলে সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় সমাজে নেমে আসে অন্তঃনির্হিত দ্বন্দ্ব। তাই এ অবস্তা থেকে রক্ষা পেতে প্রয়োজন সমাজের প্রচলিত রীতিনীতি ও আদর্শকে সমুন্নত রাখা।
বিচ্যুতিঃ বস্তুত সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি আচরণই বিচ্যুতি। অন্যভাবে বলা যায় যে বিচ্যুতি হলো সমাজের স্বাভাবিক এবং বঞ্চিত আচরণের বিরোধী বা পরিপন্থি কোন কাজ।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিচ্যুতি সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো।
ডেভিড পোপেন বলেন ''বিচ্যুতি হলো এমন এক আচরণ যা কোনো গোষ্ঠী বা সমাজের সামাজিক আদর্শকে ভঙ্গ করে।''
David Popenoe Said ''Deviance is a behaviour that violates the social norms of a group or society.''
প্রখ্যাত সমাজবিজ্ঞানী আর. টি. শেফার তাঁর সাজবিজ্ঞান গ্রন্থে বলেন ''বিচ্যুতি হলো সেই আচরণ যা কোন গোষ্ঠী বা সমাজের প্রত্যশিত আচরণের মানকে ভঙ্গ করে।'' (R.T. Schaefer Said his sociology books ''Deviance is a behaviour that violates the standars of contract or expectations of a group or society.'')
রস এর মতে ''বিচ্যুতি হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে অনুমোদন করে না।''
Ross said- ''Deviant behaviour is that behaviour which does not confirm of social expectation.''
বি ভূষণ বলেন ''বিচ্যুতি প্রত্যয়টি কোন আচরণকে বুঝতে ব্যবহৃত হয় না যা নিয়ামাবলি বা অন্যের প্রতাশাকে লঙ্ঘন করে এবং যা অনুমোদিত বা শাস্তির প্রতি আকৃষ্ট করে।''
রবার্টসন এর মতে, ''বিচ্যুতি হলো এমন এক ধরনের আচরণ বা বৈশিষ্ট্য যা তাৎপর্যপূর্ণ প্রত্যাশিত সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে এবং সমাজের বহু লোক নোতিবাচকভাবে মূল্যায়ন করে।''
উপসংহারঃ উপযুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে বিচ্যুতি হলো সামাজিক সংহতি ও শৃঙ্খলার পরিপন্থি কাজ। কোন ব্যক্তি যখন এ রনের ক্রিয়াকলাপ সম্পনন্ন করে তখন তাকে ঐ ব্যক্তি বিচ্যুতি আচরণ বলে। বিচ্যুতি আচরণের জন্য আইনত শাস্তির বিধান নেই বিধায় সব সমাজেই বিচ্যুতি আচরণ কমবেশি দেখা যায়। বস্তুত বিচ্যুতি আচরণের জন্য প্রয়োজন জনসচেতনতা এবং সকলের সম্মিলিত প্রয়াস।