দুর্যোগ ব্যবস্থাপনা কী?

দুর্যোগ ব্যবস্থাপনা কী?

দুর্যোগ ব্যবস্থাপনা কী?

ভূমিকাঃ- দুর্যোগ স্বাভাবিক অর্থে প্রাকৃতিক। তবে দূর্যোগের কাল, ঘটনা, সংখ্যা, ঘটন প্রকৃতি এবং ক্ষতির পরিমাণ ব্যাপ্তি বিশ্লেষণে তা একই সাথে মানবসৃষ্ট বলে প্রতীয়মান হয়।  এ করণেই দূর্যোগের পরিবেশগত ও সামাজিক উভয় প্রেক্ষাপট আছে। দূর্যোগটাই গ্রামের সবকিচু হারাচ্ছে। আধুনিক বিশ্বে দূর্যোগ সংগঠন একটি সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে।দূর্যোগের কারণে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ।তাই দূর্যোগের হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের কার্যকরী কৌশল অবলম্বন করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা কী?

দুর্যোগ ব্যবস্থাপনাঃ দূর্যোগ ব্যবস্থাপনা বলতে বুঝায় দূর্যোগ ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য গৃহীত পদক্ষেপ বা কৌশল।সাম্প্রতিক সময়ে দূর্যোগ ব্যবস্থাপনা বলতে প্রাক-দূর্যোগ ও দূর্যোগ পরবর্তী সময়ে ব্যাপক কর্মকান্ড ও নীতিমালার বাস্ত-বায়নকে নির্দেশ করে। এই কর্মকান্ডের মধ্যে অতীত অভিজ্ঞতার আলোকে মানুষের দূর্যোগজনিত কষ্ট হ্রাস ও দূর্যোগ প্রতিষেধক, দূর্যোগ উপশম নিবৃত্তি এবং এই পূর্ব প্রস্তুতিকে প্রাক দূর্যোগ মোকাবেলা কৌশল হিসেবে গণ্য করা হয়। 

প্রামাণ্য সংজ্ঞাঃ নিম্নে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো।

Jemes L. Jundy এর মতে ''দুর্যোগ্য ব্যবস্থাপনা হলো দূর্যোগ নিবরণ, দূর্যোগের প্রস্তুতি, মোকাবেলা এবং দূর্যোগের ক্ষয়ক্ষতি কাঠিয়ে উঠার জন্য পরিকল্পিত উপায়।''

Wikipedia তে বলা হয়েছে, ''দুর্যোগের প্রভাব কমানোর জন্য জরুরি মুহূর্তে প্রস্তুতি, প্রতিক্রিয়া পুনরুদ্ধারে সকল মানবিক দিকগুলি মোকাবেলা করার জন্য সম্পদ ও দায়িত্ব একত্রিকরণ ও ব্যবস্থাপনা করাকে দূর্যোগ ব্যবস্থাপনা বলা হয়।''

দূর্যোগ সম্পর্কে বলা হয়েছে-''দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে দূর্যোগপূর্ব, দূর্যোগকালীন ও দূর্যোগপরবর্তী যাবতীয় কার্যক্রমের বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত সকল কর্মকান্ড সম্পাদন করাকে দূর্যোগ ব্যবস্থাপনা বলা হয়।''

Dr. Kshanda Mohan Das এর মতে ''Disaster managment is a body of policy and administrative decision and operational activities which pertain to the various stages of disaster (pre, during and post) and of all levels.''

সুতরাং বলা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা হলো এক ধরনের প্রক্রিয়া বা চলমান কার্যক্রম যা দূর্যোগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের সার্বিক ব্যবস্থাপনা করে।আর এর মাধ্যমে দূর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও পুনর্বাসন করার চেষ্টা করা হয়।

পরিশেষে বলা যায় যে, মানবজীবনে দুর্যোগ এক প্রকার ক্ষতিকর নেতিবাচক মারাত্মক পরিস্থিতি। এ ক্ষতিকর পরিস্থিতি হতে রক্ষা পাওয়ার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Post a Comment (0)
Previous Post Next Post