রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্গানের তত্ত্বটি আলোচনা কর

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্গানের তত্ত্বটি আলোচনা কর

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্গানের তত্ত্বটি আলোচনা কর

অথবা,রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত নৃবিজ্ঞানী মার্গানের মতবাদ আলোচনা কর।
ভূমিকাঃ রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিকতার চরম ও চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো রাষ্ট্র। রাষ্ট্রে মধ্যে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে। রাষ্ট্রে উপাদান হলো মানুষ। রাষ্ট্র  উৎপত্তি একদিনে হয় নি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন।
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মার্গানের তত্ত্বটি আলোচনা কর


রাষ্ট্রে উৎপত্তি সংক্রান্ত মর্গানের মতবাদঃ নৃবিজ্ঞানী মর্গান রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত তথ্যর মূল কথা হলো আদিম সমাজে মানুষ প্রথম অবস্থায় সহজ সরল ও স্বাভাবিক ছিলো। কিন্তু ক্রমান্বয়ে কৃষিকাজ শুরু করে।তারপর যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসবাস শুরু করে।বন্য প্রাণী শিকার বাদ দিয়ে  তারা গৃহপালিত পশু পালন শুরু করে। এরপর নগরকেন্দ্রিক জীবনযাপন করে তথন কেউ উৎপাদক শ্রেণি, কেউ বণিক শ্রেণি, কেউ সৈনিক শ্রেণি সৃষ্টি হয়। এ শ্রেণি বৈষম্য সৃষ্টি হওয়ার পর বিভিন্ন কারণে তাদের মধ্যে সংঘাতের সৃষ্টি হয় যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন এ অবস্থার পরিবর্তন করার জন্য মানুষ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে ভাগ করার জন্য রাষ্ট্রের সৃষ্টি করে।
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অনেকটায় শ্রেণি সংগ্রামরে সাথে সম্পর্কিত । কেননা মর্গানের মতে আদিম সাম্যাবদী সমাজে ব্যক্তিগত মালিক ছিলনা, ছিলনা একক বিবাহ ভিত্তিক পরিবার জীবন। মর্গান আরও বলেন রাষ্ট্র সৃষ্টিতে যেসব উপাদানের ভূমিকা গুরুত্বপূর্ণ সেগুলো নিম্নরুপ-
  • ফসল উৎপাদন
  • ব্যক্তিগত মালিকানা
  • সামাজিক শ্রেণির উদ্ভব।
ফসল উৎপাদনঃ কৃষিকাজ করার ফলে ফসল উৎপাদন হয় তখন মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে । তখনই ব্যক্তিগত মালিকানার সূত্রপাত হয়।
ব্যক্তিগত মালিকানাঃ ব্যক্তিগত মালিকানার সৃষ্টির ফলে সমাজে শ্রেণি ও সম্পদের অসম াবন্যাস সৃষ্টি হয়। যারা বেশি সম্পদ আরোহণ করে তারা একভাগে ধনীক ব্যক্তি অন্যদিকে গরীব শ্রেণি।
সামাজিক শ্রেণির উদ্ভবঃ এই সামাজিক শ্রেণির উদ্ভবের জন্য তারা একসময় কর্তৃত্ব বিস্তার লাভ করা শুরু করে ও শাসন করা শুরু করে।এভাবে ক্রমান্বেয়ে রাষ্ট্রে উৎপত্তি হয়।
সমালোচনাঃ মর্গান যতই নিখুতভাবে রাষ্ট্রে উৎপত্তি সংক্রান্ত মতবাদ আলোচনা করুক না কেন তার এই মতবাদ সমালোচনার উদ্ধে নয়। সমালোচনা নিম্নরুপ-
১। অস্পষ্টতাঃ মর্গানের মতবাদে অনেক অস্পষ্টতা লক্ষ্য করা যায়।কারণ তিনি আদিম সমাজ কিভাবে উৎপত্তি হয়েছিল, কৃষির ধারণা থেকে এলো, মানুষ কিভাবে সংঘবদ্ধভাবে বসবাস শুরু করল তার নির্দিষ্ট কোন ব্যাখ্য পাওয়া যায়নি।
২। শ্রেণিবৈষম্যঃ শ্রেণি বৈষম্য থেকে নাকি রাষ্ট্রে উৎপত্তি কিন্তু এটা কোন গ্রহণযোগ্য সংঙ্গা নয়। কারণ রাষ্ট্র হলো একটি শান্তির প্রতিষ্ঠান। এ শান্তির প্রতিষ্ঠান তো কোন বৈষম্য থেকে তৈরি হতে পারে না। কারণ সকলের একত্রে সমঝোতার মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি।
৩। বণিক ও সৈনিক শ্রেণিঃ কৃষক শ্রেণি না হয় কৃষিকাজ করে উৎপাদক শ্রেনিতে পরিণত হয়েছিল তবে বণিক শ্রেণি, সৈনিক শ্রেণির ধারণা কোথা থেকে আসলো এই বিষয়ে মর্গান মতবাদে কোন সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

এতএব পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত মর্গানের যতগুলো মতবাদ আছে সবগুলো মতবাদ বিশ্লেষণ করলে বুঝা যায় রাষ্ট্র কোন অনাকাঙ্খিত ফল নয়। রাষ্ট্র ধীরে ধীরে অনেক সময় পেরিয়ে অনেক চরাই -উৎরায় করে সুসংবদ্ধ অবস্থা লাভ করে।
Post a Comment (0)
Previous Post Next Post