পরিবারের প্রকারভেদ উল্লেখ কর। পরিবারের শ্রেণিবিভাগ লেখ।

পরিবারের প্রকারভেদ উল্লেখ কর

ভূমিকাঃপরিবার হলো সমাজের ক্ষুদ্রতম ও স্থায়ী প্রতিষ্ঠান। সমাজের এক গুরুত্বপূর্ণ অধ্যয় পরিবার। পরিবার হলো এমন এক সামাজিক সংগঠন যা সমাজস্বীকৃত পন্থায় নারী পুরুষ একত্রে বসবাস করে। পরিবার গঠনের পূর্বশর্ত হলো বিবাহ। বিবাহ ছাড়া আধুনিক ও সভ্য সমাজে পরিবার গঠন সম্ভব নয়। পরিবারের সদস্যদের বিপদে আপদে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবার সভ্যতা বিকাশে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরিবারের প্রকারভেদ উল্লেখ কর।


পরিবারের প্রকারভেদঃ পরিবারের ধরন নির্ধারণের ক্ষেত্রে একক কোনো ভিত্তিক প্রাধান্য দেয়া হয় না। পরিবারকে গঠনপ্রণালী, আকার, সদস্যসংখ্যা, ক্ষমতার কাঠামো এবং দাম্পত্য সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়।নিম্নে পরিবারের প্রকারভেদ উল্লেখ করা হলো-

১। একক পরিবারঃ বর্তমান সময়ে সমগ্র বিশ্বে সর্বাধিক জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক পরিবার।একজন মাত্র স্বামী এবং তার একজন মাত্র স্ত্রী নিয়ে এ পরিবার গঠিত হয়। একক পরিবারে সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে।এটি স্বনির্ভরতা, স্বাধীনতা এবং গোপনীয়তা রক্ষায় সহায়ক হলেও আত্মীয়তার বন্ধন দুর্বল হয়ে থাকে।

২। যৌথ পরিবারঃ যৌথ পরিবার সামাজিক বন্ধন এবং জাতিগত ঐতিহ্যের প্রতীক। এ ধরনের পরিবারে পিতা-মাতা, ভাই-বোন, সন্তানাদি, ভ্রাতৃ বধু ও পুত্রবধুরা একত্রে বসবাস করে থাকে।যৌথ পরিবারে সামাজিক ও আত্মিক সম্পর্ক দৃঢ়।

৩। বর্ধিত পরিবারঃ বর্ধিত পরিবার মূলত তিন পুরুষের পরিবার। তিন একক পরিবারের বর্ধিত রুপ বলেই একে বর্ধিত পরিবার বলে। এটি যৌথ পরিবারের কাছাকাছি।এখানে পারিবারিক বন্ধন দৃঢ় থাকলেও কখনও মতপার্থক্য দেখা দিতে পারে।

৪। বহুপত্নিক পরিবারঃ একজন স্বামী যদি একাধিক স্ত্রী বিবাহ করে পরিবার গঠন করে তখন তাকে বহুপত্নিক পরিবার বলা হয়ে থাকে।এটি বর্তমানে অনেক সমাজে অনুৎসাহিত হলেও কিছু ঐতিহ্যবাহী সমাজে প্রচলিত।

৫। বহুপতি পরিবারঃ একজন স্ত্রী যদি একাধিক স্বামীকে বিয়ে করে পরিবার গঠন করে তবে তাকে বহুপতি পরিবার বলা হয়। এটি কিছু পাহাড়ি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যায়।

৬। গোষ্ঠীভিত্তিক পরিবারঃ একাধিক পাত্র একাধিক পাত্রীকে বিয়ে করে পরিবার গঠন করলে এ ধরনের গোষ্ঠীভিত্তিক পরিবার গঠিত হয়। এটি আধুনিক সমাজে বিরল এবং অনেক সমাজে গ্রহণযোগ্য নয়।

৭। পিতৃতান্ত্রিক পরিবারঃ যে পরিবারে পিতাই পরিবারের প্রধান থাকেন পরিবারের সকল দায়িত্ব পিতার হাতেই থাকে তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে।এটি বর্তমানে সকল সমাজে প্রচলিত একটি রূপ।

৮। মাতৃতান্ত্রিক পরিবারঃ যে পরিবারে মাতাই পরিবারের প্রধান হিসেবে বিবেচিত হন মাতার হাতে পরিবারের সকল দায়িত্ব থাকে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। কিছু আদিবাসী সমাজে এমন পরিবার ব্যবস্থার প্রচলন রয়েছে।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক জীব হিসেবে মানুষ জম্ম থেকে মৃত্যু পযন্ত পরিবারে লালিত পালিত হন। পরিবার হতেই মানুষ তার প্রথম শিক্ষা অর্জন করে। পরিবার মানুষকে সংগঠিত, সংঘবদ্ধ ও স্থায়িত্ব দান করেছে। পরিবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সকল পরিবারের উদ্দেশ্য হলো পরিবারে সকল সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।পরিবারই সমাজ ও জাতির ভিত্তি, তাই এর সুসংহত কাঠামো বজায় রাখা অত্যন্ত জরুরি। 

No comments:

Post a Comment