সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান আলোচনা কর।

সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান আলোচনা কর।

প্রশ্নঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান আলোচনা কর।

মানুষ সামাজিক জীব। সমাজকে কেন্দ্র করে সমাজবিজ্ঞানের উদ্ভব। সমাজবিজ্ঞানের উৎপত্তি  ও বিকাশে যুগে যুগে যেসব মনীষী আবদান রেখেছেন তার মধ্যে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) অন্যতম। সমাজবিজ্ঞানকে একটি পৃথক বিজ্ঞান হিসেবে গড়ে তোলার জন্য তিনি সামাজিক বিবর্তন তত্ত্ব, অধিকা তত্ত্ব, ক্রিয়াবাদী তত্ত্ব আবিষ্কার করেন। তাই সমাজবিজ্ঞানের ইতিহাসে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান আলোচনা কর।


সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদানঃ হার্বার্ট স্পেন্সার ছিলেন একজন জনপ্রিয় সমাজবিজ্ঞানী। ফরাসী সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বাট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান অপরিসীম। তিনি সামাজিক বিবর্তনের তত্ত্ব, অধিকার তত্ত্ব, ব্যক্তি স্বাতন্ত্র‌্যবাদ ইত্যাদি আবিষ্কার করেন। 

সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বাট স্পেন্সারে আবদান বর্ণণা করা হলো-

১। সামাজিক বিবর্তন তত্ত্বঃ হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্ব প্রদান করেন। সামাজিক বিবর্তন বলতে সমাজের একরুপ থেকে অন্যরুপে পরিবর্তন হওয়াকে বোঝায়। সমাজ প্রতিনিয়ত একরুপ থেকে অন্যরুপে পরিবর্তত হচ্ছে । হার্বাট স্পেন্সার তাঁর Progress its law and care গ্রন্থে সামাজিক বিবর্তনের ধারণা উল্লেখ করেন।
২। ব্যক্তিস্বাতন্ত্র‌্যবাদঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) ব্যক্তিস্বাতন্ত্র‌্যবাদী নামে পরিচিত ছিলেন। তার মতে প্রত্যেক ব্যক্তি ব্যক্তিস্বাতন্ত্রবাদী সবাই সুখ ভোগ করতে চায়। তিনি তার The man verses the state গ্রন্থে ব্যক্তিস্বাতন্ত্র‌্যবাদের কথা উল্লেখ করেন। এটি ব্যক্তিকে স্বাধীনতা দান করে।
৩। অধিকার তত্ত্বঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) তার অধিকার তত্ত্বে নারী-পুরুষ ও শিশুর অধিকারের নেতৃত্বের ঘোর বিরোধিতা করেন। তারা পুরুষের মত সমাজে নেতৃত্ত্ব দিতে চায়। তাঁর মতে নারী ও পুরুষের সমান অধিকার হওয়া উচিত। হার্বাট স্পেন্সার (Herbert Spencer) বয়স্কদের মত শিশুদের অধিকারের কথা ও তুলে ধরেন। শিশুরা সমাজে স্বাধীনভাবে চলাফেরা ও ভাববিনিময় করতে পারে। সেদিকে তিনি দৃষ্টি দেন।
৪। স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠাঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অন্যতম অবদান হলো সমাজবিজ্ঞানকে তিনি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি সমাজবিজ্ঞানকে (Sociology) অন্যান্য বিজ্ঞান থেকে আলাদা করেন। তার মতে, সমাজবিজ্ঞান (Sociology) সমাজের সাথে যুক্ত। এটি সমাজ ও মানুষের জীবনপ্রণালি নিয়ে আলোচনা করে।
৫। সমাজতন্ত্রের নীতি আবিষ্কারঃ হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞানের (Sociology) দুটি নীতি আবিষ্কার করেন। সমাজতন্ত্রের এই দুই নীতি হলো
  •  জৈবিক
  •  সামাজিক পরিবর্তনের ধারা।
তিনি এই দুই নীতির মধ্যে কার্যকারণ  সম্পর্ক নির্ধারণ করেন।
৬। স্তর চিহিৃন্তকরণঃ হার্বার্ট স্পেন্সার তার সমাজবিজ্ঞানে বিবর্তনের দুইটি স্তর এর কথা উল্লেখ করেন। যথা- 
  • সমরবাদ
  • শিল্পবাদ
তার মতে, সামাজিক বিজ্ঞান বিকাশে এই দুইটি স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানের আদিতে সমরবাদীরা যুদ্ধ করে সমাজ দখল করত। তাদের প্রধান লক্ষ্যে ছিলো যুদ্ধ করে সমাজ দখল করা।
শিল্পবাদ বলতে শিল্পের বিপ্লবকে বোঝায়। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তারপর তা বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে।শিল্পবাদের ফলে সমাজে শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পায়।
৭। ক্রিয়াবাদী তত্ত্বঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) ক্রিয়াবাদী তত্ত্বের বিকাশ ঘটান। তার মতে, সমাজ হচ্ছে জৈব সত্তা। ক্রিয়াবাদী সমাজে বিভিন্ন ক্রিয়াশীল কাঠামোর সৃষ্টি হয়। সমাজবিজ্ঞানের বিকাশে ক্রিয়াবাদী তত্ত্বের গুরুত্ব অপরিসীম।
৮। অঙ্গ প্রতিষ্ঠানের বিকাশঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) সামাজিক অঙ্গ-প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন। তিনি অঙ্গ প্রতিষ্ঠানকে তিনভাগে ভাগ করেন। যথা-
  • সংরক্ষণমূলক ব্যবস্থা
  • বন্টনমূলক ব্যবস্থা
  • নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা
সংরক্ষণ ব্যবস্থাঃ সংরক্ষণ ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেখানে সমাজের মানুষের জীবনধারনের কথা উল্লেখ থাকে। যেসব জিনিসের সাথে তাদের জীবনধারণ ব্যবস্থা জড়িত।
বন্টনমূলক ব্যবস্থাঃ বন্টনমূলক ব্যবস্থা হলো সমাজ বিকাশের এমন একটি অঙ্গ প্রতিষ্ঠান যেখানে সমাজের মানুষের শ্রম বিভাজনের কথা উল্লেখ করা থাকে।
নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাঃ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা হলো রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানের কথা উল্লেখ থাকে।
পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের অন্যতম শাখা। সামাজিক পরিবর্তন সম্পর্কে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) যে ধারনা দেন তা আধুনিক সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ল ভূমিকা রাখে। সমাজবিজ্ঞানকে স্পেন্সার সমাজবিজ্ঞানকে মর্যাদার উচ্চ আসনে নিয়ে যান। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর অবদান অপরিসীম
Post a Comment (0)
Previous Post Next Post