হার্বার্ট স্পেন্সারের সমাজ বিবর্তন তত্ত্ব
ভূমিকাঃ সমাজবিজ্ঞানের ইতিহাস বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন সময়ে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। তেমনিভাবে ১৯ শতকের একজন বিখ্যাত সমাজ দার্শনিক হলেন হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) । বিখ্যাত এই সমাজ দার্শনিক ১৮২০ সালে ২০ এপ্রিল ইংল্যান্ডে জম্মগ্রহন করেন। তিনি সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাধারণ অর্থে সামাজিক পরিবর্তনঃ সমাজবিজ্ঞানীর মতে, পরিবর্তনশীলতা প্রকৃতির নিয়ম। মানবসমাজে এই নিয়মের অধীন। আজ সমাজে যে অবস্থা বিদ্যমান আগামীকাল সমাজের সে অবস্থা নাও থাকতে পারে। সকল সমাজ কমবেশি পরিবর্তনশীল।
সামাজিক পরিবর্তনের উপাদানঃ কোন কিছুর পরিবর্তনের মূলে কতকগুলো বিষয় কাজ করে। তেমনিভাবে সামাজিক পরিবর্তনের মূলেও কতকগুলি বিষয় কাজ করে। এই বিষয়গুলি হলো সামাজিক পরিবর্তন উপাদান। উপাদান দুটি নিম্নে দেওয়া হলো ।
(১) মূখ্য উপাদানঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর মূখ্য উপাদান বলতে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে বুঝিয়েছেন। তিনি চারিত্রিক বৈশিষ্ট্য বলতে বুঝিয়েছেন যা গোষ্ঠীর মধ্যে পরিবর্তনের সূচনা করতে পারে। আর এগুলো হলো ব্যক্তির বুদ্ধিবৃত্তিক দৈহিক ও আবেগগত বৈশিষ্ট্য।
(২) গৌণ উপাদানঃ পরিবর্তনের ক্ষেত্রে আস্তে আস্তে মানুষ বিভিন্ন প্রয়োজনে অনেক কিছু উদ্ভাবন সম্ভব করে তোলে। পরিবর্তনের এই পর্যায়ের উপাদানগুলোও তাই মানবসৃষ্ট। মানুষ এই উপাদান গুলোকে বিভিন্ন সময়ে সৃষ্টি করেছে। এই গৌণ উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো।
(ক) পরিবেশের প্রগতিসম্পন্ন পুনবিন্যাসঃ পরিবেশের প্রগতির জন্য মানুষ শিক্ষা ব্যবস্থা তৈরী করেছে। যাতাযাতের জন্য তৈরী করেছে রাস্তাঘাট।
(খ) সমাজের আকারগত পরিবৃদ্ধিঃ সমাজ এর আকারগত পরিবর্তন ধীরে ধীরে সাধিত হয়। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন সংগঠন তৈরী করে।
(গ) ব্যক্তি ও সমাজে পারস্পরিক প্রভাবঃ ব্যক্তি ও সমাজ পরস্পর পরস্পরকে প্রভাবিত করে। হার্বার্ট স্পেন্সার তাঁর পদ্ধতিতেও এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশেও পরিবর্তন আনয়ন করে অর্থাৎ সমাজ ব্যক্তিকে প্রভাবিত করে।
(ঘ) অতিজৈব বস্তুর উদ্ভব ও বিকাশঃ অতিজৈব বস্তু বলতে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) সেই সকল বিষয়কে বুঝিয়েছেন যা মানবদেহে বিদ্যমান বৈশিষ্ট্য বাইরে।এই বৈশিষ্ট্য হলো নতুনভাবে অর্জিত বৈশিষ্ট্য।
(ঙ) সমাজের উপর পরিবেশগত উপাদানের প্রভাবঃ সমাজের উপর পরিবেশগত উপাদানের প্রভাব হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) বলেছেন পরিবেশের উপর ভিত্তি করে অনেক কিছু পরিবর্তন সাধিত হয়। বিভিন্ন প্রচার পরিবেশ ও ব্যক্তির মধ্যে বিভিন্নভাবে পরিবর্তন অনিয়ম করে।
পরিশেষে বলা যায় যে, হার্বার্ট স্পেন্সার পরিবর্তন সম্পর্কিত যে ব্যাখ্যা দিয়েছেন তার কিছু দুর্বল দিক আছে । দুর্বল দিক থাকলেও হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর সমাজ পরিবর্তন ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
সামাজিক পরিবর্তনের উপাদানঃ কোন কিছুর পরিবর্তনের মূলে কতকগুলো বিষয় কাজ করে। তেমনিভাবে সামাজিক পরিবর্তনের মূলেও কতকগুলি বিষয় কাজ করে। এই বিষয়গুলি হলো সামাজিক পরিবর্তন উপাদান। উপাদান দুটি নিম্নে দেওয়া হলো ।
(১) মূখ্য উপাদানঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর মূখ্য উপাদান বলতে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যকে বুঝিয়েছেন। তিনি চারিত্রিক বৈশিষ্ট্য বলতে বুঝিয়েছেন যা গোষ্ঠীর মধ্যে পরিবর্তনের সূচনা করতে পারে। আর এগুলো হলো ব্যক্তির বুদ্ধিবৃত্তিক দৈহিক ও আবেগগত বৈশিষ্ট্য।
(২) গৌণ উপাদানঃ পরিবর্তনের ক্ষেত্রে আস্তে আস্তে মানুষ বিভিন্ন প্রয়োজনে অনেক কিছু উদ্ভাবন সম্ভব করে তোলে। পরিবর্তনের এই পর্যায়ের উপাদানগুলোও তাই মানবসৃষ্ট। মানুষ এই উপাদান গুলোকে বিভিন্ন সময়ে সৃষ্টি করেছে। এই গৌণ উপাদানগুলো নিম্নে আলোচনা করা হলো।
(ক) পরিবেশের প্রগতিসম্পন্ন পুনবিন্যাসঃ পরিবেশের প্রগতির জন্য মানুষ শিক্ষা ব্যবস্থা তৈরী করেছে। যাতাযাতের জন্য তৈরী করেছে রাস্তাঘাট।
(খ) সমাজের আকারগত পরিবৃদ্ধিঃ সমাজ এর আকারগত পরিবর্তন ধীরে ধীরে সাধিত হয়। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন সংগঠন তৈরী করে।
(গ) ব্যক্তি ও সমাজে পারস্পরিক প্রভাবঃ ব্যক্তি ও সমাজ পরস্পর পরস্পরকে প্রভাবিত করে। হার্বার্ট স্পেন্সার তাঁর পদ্ধতিতেও এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশেও পরিবর্তন আনয়ন করে অর্থাৎ সমাজ ব্যক্তিকে প্রভাবিত করে।
(ঘ) অতিজৈব বস্তুর উদ্ভব ও বিকাশঃ অতিজৈব বস্তু বলতে হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) সেই সকল বিষয়কে বুঝিয়েছেন যা মানবদেহে বিদ্যমান বৈশিষ্ট্য বাইরে।এই বৈশিষ্ট্য হলো নতুনভাবে অর্জিত বৈশিষ্ট্য।
(ঙ) সমাজের উপর পরিবেশগত উপাদানের প্রভাবঃ সমাজের উপর পরিবেশগত উপাদানের প্রভাব হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) বলেছেন পরিবেশের উপর ভিত্তি করে অনেক কিছু পরিবর্তন সাধিত হয়। বিভিন্ন প্রচার পরিবেশ ও ব্যক্তির মধ্যে বিভিন্নভাবে পরিবর্তন অনিয়ম করে।
পরিশেষে বলা যায় যে, হার্বার্ট স্পেন্সার পরিবর্তন সম্পর্কিত যে ব্যাখ্যা দিয়েছেন তার কিছু দুর্বল দিক আছে । দুর্বল দিক থাকলেও হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এর সমাজ পরিবর্তন ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।