📚প্যারাডাইম কী?
অথবা , প্যারাডাইম বলতে কি বুঝ?
(সমাজবিজ্ঞান মাস্টার্স-ফাইনাল)
প্যারাডাইম শব্দটি নতুন নয়। প্যারাডাইম শব্দের প্রথম ব্যবহার লক্ষ করা যায় ব্যাকরণ ও ভাষাতত্ত্বে। সেই দৃষ্টিকোন থেকে এটি বুঝায় কোন শব্দের উদাহরণ বা ধরন। যেমন- শিশু, শিশুরা, শিশুদের।
প্যারাডাইমঃ সামাজিক গবেষণার ক্ষেত্রে শব্দটির গুরুত্ব পায় টমাস কুন এর “The structure of Science Revolutions” গ্রন্থে । পরবর্তীতে ফ্রেডারিক A Sociology (1970) এবং বিৎজারের Sociology Multiple Paradigm Science (1975) গ্রন্থে এ সম্পর্কে আলোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে।
সাধারণভাবে প্যারাডাইম বলতে দর্শন, অর্থনীতি কিংবা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠিত কোনো মতবাদকে বুঝানো হয়ে থাকে। অর্থাৎ প্যারাডাইম বলতে এমন কিছু ধারণা তত্ত্ব -ভাষার একত্র রুপকে কল্পনা করা যায় যার মধ্যে এক বা একাধিক লেখকের চিন্তাধারা ও বক্তব্য থাকতে পারে এবং এগুলির মধ্যে দৃষ্টিভঙ্গিগত মিলবন্ধন লক্ষ্য করা যায়।
বি.ফিলিপস (B. Philips) এর মতে “A Paradigm is a set of assumptions, implicit or explicit above phenomena” প্যারাডাইম হলো প্রপঞ্চ সম্পর্কে অন্তনির্হিত ও সুস্পষ্ট ধারণার সমষ্টি
ওয়েবস্টার’স অভিধান এর (Webster's Dictionary) অনুযায়ী “Paradigm is patterm, example or model”
কে.ডি. বেইলি (K.D Bailey) তার ‘Methods of social Research’ গ্রন্থে বলেন “A Paradigm is a perspective or frame of reference for viewing the social world, consisting of a set or concepts categories and assumptions, and biases”
টমাস কুন (Thomas Kuhn)তাঁর “The structure of Science Revolutions” গ্রন্থে বলেন- প্যারাডাইমকে আরো অধিকতর স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে, “প্যারাডাইম বলতে প্রকৃতির এমন একটি বাঁধ বা সমস্যা সমাধান যাকে দৃষ্টান্তহীন অর্জন বা কীর্তি বলা হয়। এটি এমন একটি কীর্তি যাবিজ্ঞানের কোন একটি ক্ষেত্রের ধাঁধাঁ সমাধানের নিয়ম এবং পদ্ধতি পরবর্তীকালে বিজ্ঞানীদের জন্য নির্দিষ্ট করে দেয়।”
এরিস্টটলের physica, টলেমির Almagest, নিউটনের Principia ও Optics, ফ্রাঙ্কলিনের Electricity, ল্যভয়শিয়রের Chemistry, এবং লাইলের Geology এমন মহৎ কৃীর্তি যে এর প্রতিটি প্যারাডাইম তৈরী করতে সমর্থন হয়েছিল।
টমাস কুন (Thomas Kuhn) এই ধরনের প্যোরাডাইম বলতে বুঝিয়েছেন “some accepted examples of actural scientific practice examples which include Law, Theory, Application and instrumentation together provide models from which spring particular coherent traditions of scientific research”
পরিশেষে বলা যায় যে, প্যারাডাইম বিজ্ঞানকে পরিণত করে তোলে এবং এটি সৃষ্টি হয় একটি মহৎ কীর্তির ভিত্তিতে। এটি হচ্ছে একটি বিজ্ঞানী গোষ্ঠীর চিন্তা, বিশ্বাস এবং মুল্যবোধের রুপ।