কৃষি কাঠামো কি?
কৃষি কাঠামো বলতে কি বুঝ?
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।এদেশের শতকরা ৬০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজের সাথে সম্পৃক্ত এবং কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেমের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে। আর গ্রামের মানুষের মাঝে শিক্ষার হার অনেক কম। তাছাড়া আমাদের দেশের সকল ক্ষেত্র যথেষ্ট উন্নয়ন করা সম্ভব নই। কৃষি কাঠামোর উন্নয়ন করতে হলে আমাদের দেশের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করায় কোনো বিকল্প নেই।
কৃষি কাঠামোঃ কৃষি কাঠামোর ইংরেজি প্রতিশব্দ হলো Agrarian Stucture কৃষি কাঠামো হলো এমন এক ধরনের কাঠামো যা কৃষিভিত্তিক সকলের কার্যক্রম সম্পাদন করাকে বোঝায়। কৃষির সাথে সংযুক্ত সকল কবজকর্ম যেমন- বীজ, সার, তেলবীজ, তেল, জনবল ইত্যাদির সাথে ভূমির সম্পৃক্ত সব ধরনের কার্যাবলিকে কৃষি কাঠামো বলে।
প্রামাণ্য সজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী নীতি কৃষিবিজ্ঞানী বিভিন্নভাবে কৃষি কাঠামোর সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা প্রদান করা হলো।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী বেতেল এর মতে- ''কৃষি কাঠামো হলো এমন এক ধরনের কাঠামো যেখানে মালিকানার নিয়ন্ত্রণে ভূমির সঠিক ব্যবহার করে শ্রমিক, সার, তেলবীজ ইত্যাদি সরবরাহ করাকে বোঝায়। মূলত কৃষি কাঠামো হলো সেই কাঠামো যা কৃষিকাজে সম্পৃক্ত সকল ধরনের কৃষিকাজকে বোঝায়। মূলত বীজ বপন থেকে শুরু করে ঘরে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করাকেই কৃষি কাঠামো বলা হয়।''
সমকজবিজ্ঞানী কাতার সিং বলেন- ''কৃষি কাঠামো হলো সেই কাঠামো যা প্রযোজনীয় যোগান এ সেবায় সমর্থনে যৌথ চাষ ব্যবস্থাএবং জমির যথাযথ ব্যবহা করে কৃষি কাঠামোর সাথে সংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। একটি দেশের সমগ্র অর্থনৈতিক কর্মকান্ড নিয়ন্ত্রণ ও উন্নতি নির্ভর করে সে দেশের কৃষি কাঠামোর উপর। এজন্য উন্নয়নশীল দেশ হতে হবে।কারণ, শিল্পভিত্তিক দেশে কখনো কৃষির মাপকাঠি অনুযায়ী আর্থিক উন্নয়ন বিবেচনা করা হবেনা। কারণ, মানুষ সর্বদা পরিবর্তন চায়। আর এ পরিবর্তনের জন্য চায় যে কোনো ধরনের কাঠামো। তেমনি আমাদের মত উন্নয়নশীল দেশে কৃষি কাঠামো হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
উপসংহারঃ উপরিউক্ত আলোচনা হতে পরিশেষে বলা যায় যে, একটি দেশের বিশেষ করে একটি উন্নয়নশীল প্রধান সম্পদ বা উন্নয়নের মাধ্যম হলো কৃষি।কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আর গ্রামের মানুষের প্রধান পেশা হলো কৃষি। কারণ, ভূমি হচ্ছে গ্রামীণ সমাজের অর্থনীতির মূল ভিত্তি। আর এ ধারা যুগ যুগ ধরে চলে আসছে। তবে কৃষিতে বিরাজমান সমস্যাগুলি সমাধান করলে কৃষি কাঠামোতে পরিবর্তন সম্ভব।