কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের প্রকৃতি আলোচনা কর।
কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের প্রকৃতি আলোচনা কর।
কিশোর অপরাধের প্রবণতা সাম্প্রতিককালে একটি গুরুতর সামাজিক সমস্যা। উন্নত দেশগুলিতে এ সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। উন্নয়নশীল দেশগুলোতে শিল্পায়ন ও শহরায়নের সাথে সাথে কিশোর অপরাধ প্রবণতা ও বৃদ্ধি পেয়েছে।
কিশোর অপরাধঃ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের অবাঞ্জিত কার্যকালাপই হলো কিশোর অপরাধ। অর্থাৎ অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজবিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থি কার্যকলাপই কিশোর অপরাধ।
সমাজবিজ্ঞানী বিসলার এর মতে ''কিশোর অপরাধ হচ্ছে প্রচরিত সামাজিক নিয়মকানুনের উপর অল্প বয়স্ক ছেলে-মেয়েদের অবৈধ হস্তক্ষেপ।''
বার্টের মতে-''কোনো ছেলে মেয়েকে তখনই অপরাধী মনে করতে হবে যখন তার অসামাজিক কাজের জন্য আইনগত ব্যবস্থা প্রয়োজন পড়ে।''
কিশোর অপরাধ সংক্রান্ত এ. ভি. জন এর মতে-''কিশোর অপরাধী হচ্ছে নির্দিষ্ট বয়ঃসীমার মধ্যে দেমের প্রচলিত আইন ভঙ্গকারী ও সামাজিক নিয়ম লঙ্ঘনকারী যাকে চারিত্রিক সংশোধনের জন্য কোন বিশেষ কর্তৃপক্ষ বা বিচারের সম্মুখে হাজির করা হয়।''
কিশোর অপরাধের প্রকৃতিঃ অপরাধ ও কিশোর অপরাধের প্রকৃতি নির্ভর করে প্রধানত সংশ্লিষ্ট ব্যক্তি বা সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ভৌগলিক অবস্থার উপর। কিশোর অপরাধ মূলত শিল্প সমাজের একটি ব্যাধি। শিল্পায়ন ও নগরায়নের সূচনা থেকে কিশোর অপরাধ বৃদ্ধি লক্ষ্য করা যায়। তবে স্বাধীনতা পরবর্তীকালে দ্রুত আর্থ-সামাজিক পরিবর্তন, মূল্যবোধের অবক্ষয়, পাশ্চাত্য ধ্যা-ধারণা ও জীবনধারা অনুপ্রবেশের ফলে কিশোর অপরাধ ব্যাপকতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৯৬৩ সালের তুলনায় ১৯৭৩ সালে কিশোর অপরাধ ৪৯৩.৬ ভাগ বেড়েছে। বর্তমানে তা আরো অনেক বেশি।
বাংলাদেশের কিশোররা সাধারণত নিম্নলিখিত অপরাধ বেশি করে থাকে। যেমনঃ
১। স্কুল থেকে পালানো।
২। বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া।
৩। পরীক্ষায় নকল করা।
৪। পথেঘাটে উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করা।
৫। পকেট মার।
৬। জোর পূর্বক টাকা আদায় করা।
৭। রাস্তাঘাটে মারপিট, চুরি, ছিনতাই।
৮। বোমাবাজি, এসিড নিক্ষেপ।
৯। রাজনৈতিক দলের নামে নাশকতামূলক কাজ করা।
১০। মাদকদ্রব্য গ্রহণ ।
১১। মা-বাব গুরুজনের অবাধ্য হয়ে খারাপ পতে চলা।
১২। ছোট-খাট চুরি করা।
১২। বিনা টিকেটে রেল ভ্রমণ।
বাংলাদেমের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও মানুষের চলনশীলতা বৃদ্ধির ফলে কিশোর অপরাধ গ্রামাঞ্চলেও প্রবেশ করেছে। তবে গ্রামের কিশোর অপরাধ মূলত দারিদ্র্যতার সাথে জড়িত।
পরিশেষে বলা যায় কিশোর অপরাধ সামাজিক সমস্যার মধ্য অন্যতম একটি সামাজিক সমস্যা। যা প্রতিরোধ করা প্রয়োজন তা না হলে পরবর্তীতে এই সকল কিশোর অপরাধীরাই বড় বড় অপরাধমূলক কাজে লিপ্ত হবে।
Comments
Post a Comment