নগর জীবনই উত্তম জীবন' উক্তিটির ব্যাখ্যা দাও Urbanism is a way of life

'নগর জীবনই উত্তম জীবন' উক্তিটির ব্যাখ্যা দাও।

বিখ্যাত সমাজবিজ্ঞানী Louis Writh নগর জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন। তিনি Urbanism is a way of life উক্তিটি বিস্তারিতভাবে আলোচনা করেন। তাঁর মতে নগর জীবনই উত্তম জীবন যা মানুষের জীবনে সুখ শান্তি প্রদান করতে পারে।

Urbanism is a way of life উক্তিটির ব্যাখ্যাঃ ইংরেজিতে একটি প্রবাদ আছে ''Good made the village man made the town'' মানুষ আদিম গুহার অন্ধকার থেকে সভ্যতার পথ পরিক্রমায় তৈরী করেছে অগণিত শহর। রাজ্য, শাসন ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা কেন্দ্র  এই সকল বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন জনপদ। বিজ্ঞানের অগ্রগতি, চাকা ও বিদ্যুৎ এর আবিষ্কার পৃথিবীর মানচিত্রে নগর গড়ে তোলার ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে। রেললাইনের কল্যাণে এক হয়ে গেছে দূর দূরান্তের বহু শহর। আধুনিকতা আর শিল্পের ছোঁয়ায় শহরের জীবনে পেয়েছে নান্দনীকতা। শহরের জীবন যাত্রা মান গ্রামীণ জীবন যাত্রার মান অপেক্ষা অনেক উন্নত। প্রাচীনকাল থেকে বেশিরভাগ সভ্যতা গড়ে উঠেছিল শহর কেন্দ্রিক হয়ে আর তাই শহরে সংযোজিত ছিলো মানুষের জন্য সর্বোচ্চ সুবিধা। শহরে উন্নত জীবন যাপনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষার জন্য রয়েছে নামী দামি সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চিকিৎসার জন্য রয়েছে শহরে অগণিত উন্নত হাসপাতাল ক্লিনিক যা মানুষকে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। প্রাচীনকাল থেকেই ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত শহর। শহরে উন্নত জীবন ও জীবিকার ব্যবস্থা থাকায় গ্রাম থেকে বহু মানুষ জীবিকার জন্য শহরে আসে। কর্ম ব্যস্থতার জন্য মানুষ এখানে ছোট ছোট কাজের জন্য অপরের শরণাপন্ন হচ্ছে ফরে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। অফিস, আদালত কলকারখানা গুলো  শহরে অবস্থিত হওয়াতে চাকরির অন্যতম স্থান হিসেবে শহরকে বিবেচনা করা হয়। গ্রামীণ কৃষির বাজার বলা হয় শহরকে। গ্রাম থেকে কৃষকরা ভালো দামের আশায় তাদের পণ্য নিয়ে শহরে আসেন। শহরে রয়েছে বিদ্যুৎ যা সভ্যতাকে আলোকিত করে। দ্রুত যাতাযাতের জন্য রয়েছে মটরযান, রেলগাড়ি ও উড়োজাহাজ, পাকা দালানকোটা রাস্তাঘাট ও রং বে রংয়ের বিজলি বাতি যা শহরকে করেছে দৃষ্টি নন্দন।

সর্বশেষ বলা যায়, নগর মানুষের জীবনকে সুন্দর ও সাবলীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগর জীবনই উত্তম জীবন যেখানে সকল প্রকার চাহিদা  খুব সহজেই পূরণ করা যায়।

বিখ্যাত সমাজবিজ্ঞানী Louis Writh নগর জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন। তিনি Urbanism is a way of life উক্তিটি বিস্তারিতভাবে আলোচনা করেন। তাঁর মতে নগর জীবনই উত্তম জীবন যা মানুষের জীবনে সুখ শান্তি প্রদান করতে পারে।

Urbanism is a way of life উক্তিটির ব্যাখ্যাঃ ইংরেজিতে একটি প্রবাদ আছে ''Good made the village man made the town'' মানুষ আদিম গুহার অন্ধকার থেকে সভ্যতার পথ পরিক্রমায় তৈরী করেছে অগণিত শহর। রাজ্য, শাসন ব্যবস্থা, শিক্ষা, ব্যবসা কেন্দ্র  এই সকল বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন জনপদ। বিজ্ঞানের অগ্রগতি, চাকা ও বিদ্যুৎ এর আবিষ্কার পৃথিবীর মানচিত্রে নগর গড়ে তোলার ক্ষেত্রে উৎসাহ যুগিয়েছে। রেললাইনের কল্যাণে এক হয়ে গেছে দূর দূরান্তের বহু শহর। আধুনিকতা আর শিল্পের ছোঁয়ায় শহরের জীবনে পেয়েছে নান্দনীকতা। শহরের জীবন যাত্রা মান গ্রামীণ জীবন যাত্রার মান অপেক্ষা অনেক উন্নত। প্রাচীনকাল থেকে বেশিরভাগ সভ্যতা গড়ে উঠেছিল শহর কেন্দ্রিক হয়ে আর তাই শহরে সংযোজিত ছিলো মানুষের জন্য সর্বোচ্চ সুবিধা। শহরে উন্নত জীবন যাপনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষার জন্য রয়েছে নামী দামি সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চিকিৎসার জন্য রয়েছে শহরে অগণিত উন্নত হাসপাতাল ক্লিনিক যা মানুষকে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। প্রাচীনকাল থেকেই ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত শহর। শহরে উন্নত জীবন ও জীবিকার ব্যবস্থা থাকায় গ্রাম থেকে বহু মানুষ জীবিকার জন্য শহরে আসে। কর্ম ব্যস্থতার জন্য মানুষ এখানে ছোট ছোট কাজের জন্য অপরের শরণাপন্ন হচ্ছে ফরে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। অফিস, আদালত কলকারখানা গুলো  শহরে অবস্থিত হওয়াতে চাকরির অন্যতম স্থান হিসেবে শহরকে বিবেচনা করা হয়। গ্রামীণ কৃষির বাজার বলা হয় শহরকে। গ্রাম থেকে কৃষকরা ভালো দামের আশায় তাদের পণ্য নিয়ে শহরে আসেন। শহরে রয়েছে বিদ্যুৎ যা সভ্যতাকে আলোকিত করে। দ্রুত যাতাযাতের জন্য রয়েছে মটরযান, রেলগাড়ি ও উড়োজাহাজ, পাকা দালানকোটা রাস্তাঘাট ও রং বে রংয়ের বিজলি বাতি যা শহরকে করেছে দৃষ্টি নন্দন।

সর্বশেষ বলা যায়, নগর মানুষের জীবনকে সুন্দর ও সাবলীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগর জীবনই উত্তম জীবন যেখানে সকল প্রকার চাহিদা  খুব সহজেই পূরণ করা যায়।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?