সাংস্কৃতিক ব্যাপ্তি কি?

 সাংস্কৃতিক ব্যাপ্তি কি?

অদধুনিক যান্ত্রিক সুবিধার ফলে বিজ্ঞানের ব্যাপক প্রসারের ফলে সংস্কৃতি দিন দিন চারদিকে প্রসারিত হচ্ছে। আর সাংস্কৃতিক ব্যাপ্তি মানে হলো সংস্কৃতির সম্প্রসারণ। সংস্কৃতির সম্প্রসারণ সমাজের বিভিন্ন অংশের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক বজায় রেখে সমাজের ভারসাম্য ও সামাজিক গতিকে ত্বরান্বিত করা। এক সমাজের সংস্কৃতি অন্য সমাজে অনুপ্রবেশ করে সাংস্কৃতিক ব্যাপ্তি ঘটায়।

সাংষ্কৃতিক ব্যাপ্তিঃ সাংস্কৃতিক পরিচয় প্রদানে বলা যায় যে যখন এক সমাজ থেকে সংস্কৃতিক উপাদান অন্য সমাজে প্রবেশ করে সে সংস্কৃতির সাথে মিশে যায় তাকে সাংস্কৃতিক ব্যাপ্তি বলে।

অন্যভাবে বলা যায়, এক সমাজের সাংস্কৃতিক উপাদান যদি অন্য সমাজের সাংস্কৃতিকে প্রভাবিত করে তাই সাংস্কৃতিক ব্যাপ্তি।

প্রামাণ্য সংজ্ঞাঃ সাংস্কৃতিক ব্যাপ্তি সম্পর্কে Kroeber Antropology গ্রন্থে বলেন- ''নতুন সংস্কৃতি হস্তান্তরিত হয় ভৌগলিকভাবে বা কাল পরস্পরায় নির্দিষ্ট সময়ের পরিসরে অথবা সম্পর্কের ভিত্তিতে সংক্রামিত হয়।''

Prof. Dr. Habibur Rahman এর মতে ''উন্নত সমাজের বিভিন্ন উপাদান যেমন- ভাষা, পোশাক, আসবাবপত্র, তৈজসপত্র প্রভৃতি অন্য সমাজে প্রভাব বিস্তার করে এবং এটা একটি বিশেষ প্রক্রিয়ায় গৃহীত হয়ে থাকে । আর এ বিমেষ প্রক্রিয়াটিই হলো সাংস্কৃতিক ব্যাপ্তি।

পরিশেষে বলা যায়, বিজ্ঞানভিত্তিক আধুনিক যুগে সংস্কৃতি মানুষের বন্তুগত ও অবস্তুগত উপাদানের সর্বত্রই বিস্তৃত। এটি নিজস্ব নিয়ম ও নিজস্ব গতিতে পৃথিবীর সর্বত্র পরিক্রমণ করে। এ চলমান গতিধারাকেই সাংস্কৃতিক ব্যাপ্তি বলে অভিহিত করা হয়।

লোক সংস্কৃতি কি?

লোকসংস্কৃতি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান। লোক সংস্কৃতি মূলত গ্রাম বাংলার মানুষের ব্যবহার এবং চর্চার মাধ্যমে গড়ে উঠা ধ্যান-ধারণা যেখানে তাদের আপন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যদিও লোকসংস্কৃতি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তারপরো লোকসংস্কৃতি আমাদের সামগ্রিক আত্মপরিচয় বহন করে।

লোকসংস্কৃতিঃ লোকসংস্কৃতি হলো গ্রামের মানুষের জীবনের দৈনন্দিক কার্যকলাপ, আচার-অনুষ্ঠান, বিশ্বাস যা শুধু গ্রাম বাংলান মানুষের সাথে মিশে আছে। আমাদের বাংলাদেশ পল্লীর দেশ। আর এই লোকসংস্কৃতি গ্রাম বাংলার মানুষের হকঁসি-কান্না, প্রেম-ভালবাসা, আবেগ-অনুরাগ ইত্যাইর মাধ্যমে ফুটে উঠে। তাই লোকসংস্কৃতির ধারক ও বাহক হলো গ্রামীণ জনগণ। লোকসংস্কৃতি মূলত একটি অলিখিত সংস্কৃতি যা গ্রাম বাংলার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বলা যায় যে সংস্কৃতি গ্রামীণ বাংলার মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে তাই লোকসংস্কৃতি।

প্রামাণ্য সংজ্ঞাঃ ডা. ওয়াকিল আহম্মেদ এর মতে ''গ্রামীণ অজ্ঞ, নিরক্ষর, স্থুল চিন্তাচেতনার অধিকারী কৌশলগত মানুসিক ও ব্যবহারিক জীবনাচারে যা সম্পর্কিত তাই লোকসংস্কৃতি।''

ড. জি. এস. রায় বলেন-''লোকসংস্কৃতি হলো এমন এক ধরনের জীবনধারা যা গ্রামীণ মানুষের দৈনন্দিন যীবন-যাপনের সম্পর্কিত অধিকার, আচার অনুষ্ঠান, বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধ।''

বাংলা পিডিয়া মতে ''লোকসংস্কৃতি হলো লোকসম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস ও আচার-আচরণ, যীবন-যাপন প্রণালী, চিত্র বিনোদনের উপায় ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠা সংস্কৃতি।''

আমেরিকার লোক বিজ্ঞানী স্পিনোজা বলেন ''প্রাচীন যুগ বা সমাজের ও সভ্যতার অনেক কিছুর পরিচয় থাকে লোকসংস্কৃতির মধ্যে।''

পরিশেষে বলা যায় লোকসংস্কৃতি হলো গ্রা মানুষের ঐতিহ্য।


Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?