নগর পরিকল্পনা কী?
প্রশ্নঃ নগর পরিকল্পনা কী?
পরিকল্পনা শব্দটি বহুল বিস্তৃত ও ব্যাপক অর্থবোধক। ব্যক্তি সমাজ, রাষ্ট্র তথ আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে পরিকল্পনার ব্যাপকতা লক্ষণীয়। পরিকল্পনা ছাড়া কোন কাজই সুষ্ঠুভাবে করা বা হওয়া কোনটাই সম্ভব নই। নগরে অল্প এলাকায় অধিক মানুষের বসবাস। নগরের এ স্বল্প এলাকায় সুস্থ ও সুন্দর যীবন যাপনের জন্য প্রয়োজন নগর পরিকল্পনা।
নগর পরিকল্পনাঃনগরপরিকল্পনা বলতে সাধারণত নগর বা শহরের কাঠামোগত পরিকল্পনাকে বোঝায়। অন্যভাবে বলতে পারি যে, যে সকল পরিকল্পনার দ্বারা কোন শহর বা নগরকল্পিত উপায়ে গড়ে উঠে তাকে নগরপরিকল্পনা বলে। উদাহরণস্বরুপ আমরা হরপ্পা ও মহেঞ্জোদারোর কথা বলতে পারি যা পরিকল্পিত ভাবে গড়ে উঠেছিল। বিভিন্ন সভ্যতায় নগরের একটা নীল নকশা পূর্ব হতে প্রতিষ্ঠিত ছিলো। এ নকশা অনুযায়ী নগরের পরিকল্পনা ও বাস্তবায়ন নির্ধারিত হয়। ১৯৬০ সালে মাঝামাঝি নগর পরিকল্পনা একটি বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এর সাথে সংশ্লিষ্টদের জন্য নতুন পেশা হিসেবে গুরুত্ব পায়।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নগরপরিকল্পনাবিদ তাদের দৃষ্টিকোণ হতে নগর পরিকল্পনাকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো।
J. C. Doubriere এর মতে ''নগর পরিকল্পনা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টির সাথে সম্পর্কযুক্ত, যার ফলে সম্প্রদায় দৈহিক ও নৈতিক দিক দিয়ে সজীব, স্বাস্থ্যকর এবং নিরাপদ জীবনযাপনে সক্ষম হয়।''
J. A. Henderson বলেন- ''নগরিক পরিকল্পনা হচ্ছে পরিবেশ সন্ধকীয় পলিসি, গৃহায়ন পরিকল্পনা, নগর বিন্যাস এবং জানবহন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাকে বুঝানো হয়। এর মাধ্যমে সুস্থ পরিবেশে কাঙ্খিত নাগরিক লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ অর্জন করার চেষ্ঠা করা হয়।''
ড. জি. দাস বলেন ''Urban planing involves the creation of proper physical environment s as to enable a community to live a health, wholesome and safe life.''
উপসংহারঃ উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নগরায়ন হলো নগর নকশা প্রকরণের প্রয়োগ। এটি নগরের যাবতীয় কাঠামোর এমন এক বিন্যাস যেখানে জীবন হয় সহজ ও সুখময়। অন্যভাবে বলা যায়, কোন নগর ্লাকার বিদ্যমান অবস্থা থেকে ভবিষ্যতে কোন বঞ্চিত বা সুবিধাজনক অবস্থায় পৌছানোর সিদ্ধান্ত ও কর্মপন্থা নির্ধারণকেই নাগরিক পরিকল্পনা বলে। অভিহিত করা হয়। নগরপরিকল্পনার পশ্চাতে মৌলিক ধারণাটি হলো পরিকল্পনাবিদ যুক্তিসম্মত আকর্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে ভবিষ্যৎ প্রভাবকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা ।
Comments
Post a Comment