ভদ্রবেশি অপরাধ কি?
ভদ্রবেশি অপরাধ কি?
মানব আচরণের গতিশীল বিষয় হলো অপরাধ। সমাজবিজ্ঞানে অপরাধ একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। মানুষ স্বভাবতই অপরাধপ্রবণ হয়ে থাকে। সমাজভেদে অপরাধ ভিন্ন ভিন্ন হয়। সমাজে যতধরনের অপরাধ রয়েছে তার মধ্যে ভদ্রবেশি অপরাধ অন্যতম। সমাজে এক শ্রেণির লোক রয়েছে যারা প্রতিষ্ঠিত। এ ধরনের প্রতিষ্ঠিত লোকেরা আইন পরিপন্থি যে কাজ করে তা ভদ্রবেশি অপরাধ হিসেবে বিবেচিত। এ ধরনের অপরাধ সমাজবাসীর চোঁখে পড়ে না।অপরাধীরা নিজেদের প্রভাব প্রতিপত্তি ও পোশাক খাটিয়ে অপরাধ করে।
ভদ্রবেশি অপরাধঃ সমাজের উচ্চ আর্থ সামাজিক সদস্যরা নিজেদের প্রভাব প্রতিপত্তি ও পোশককে কাজে লাগিয়ে আইন পরিপন্থি যে কাজ করে তাই ভদ্রবেশি অপরাধ। ভদ্রবেশি অপরাধকে Upper World Crime ও বলা হয়।
Frank Hartung এর মতে ''ব্যবসা ক্ষেত্রে এক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্য এক ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তার গোপন প্রতিনিধিদের দ্বারা সংঘঠিত বাণিজ্যিক অপরাধ।''
Criminologist sir Walther Reckless ভদ্রবেশি অপরাধ সম্পর্কে বলেন ''ব্যবসায়ীদের মধ্যে যারা নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে তাদের অপরাধসমূহকে মূলত White colour crime বলে।''
Marshall Clinard এর মতে ''নিজেদের পেশার অসৎ ব্যবহার করে আইনকে ভঙ্গ করে এমন ব্যবসায়, পেশাদার শ্রেণি ও রাজনীতিবিদদের সংঘবদ্ধঅপরাধ হলো ভদ্রবেশি অপরাধ।''
Richard T Scharfer বলেন-''নিজেদের ব্যবসা-বাণিজ্যকে কাজর লাগিয়ে বিত্তবান ও মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের দ্বারা সংঘোঠিত অপরাধই ভদ্রবেশি অপরাধ।''
পরিশেষে বলা যায় ভদ্রবেশি অপরাধ সমাজের উচ্চ শ্রেণি কর্তৃক সংঘঠিত হয়। এ অপরাধটি অভিনব পদ্ধতিতে সংঘঠিত হয়।
অপরাধের শর্ত ও প্রকৃতিঃ নিম্নে অপরাধের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হল-
১। অপরাধ হতে হলে প্রয়োজনীয় একটি কাজ অথবা কোন বিশেষ কর্তব্য অবহেলা। কর্তব্য অবহেলাও একটি অপরাধের বৈশিষ্ট্য। উদাহারণস্বরুপ- কোনো ব্যাংকের নৈশ প্রহরির কর্তব্যে অবহেলায় ব্যাংকে চুরি হলে সেটা নৈশ প্রহরির অপরাধ এবং চুরি করা কাজটি চোরদের অপরাধ।
২। কর্তব্যে অবহেলা যে নিষিদ্ধ তা অপরাধ আইনে নির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
৩। অপরাধের আর একটি বৈশিষ্ট্য হলো অপরাধমূলক বৈশিষ্ট্য। অপরাধ হতে হলে কোন ব্যক্তির মধ্যে অপরাধ কার্যটি করার উদ্দেশ্য থাকতে হবে।
৪। অপরাধী হতে হলে প্রথম এবং তৃতীয় শর্ত একই সাথে পূরণ করতে হবে। অর্থাৎ অপরাধমূলক কাজ ও ঐ কাজটি সংঘঠিত করার উদ্দেশ্য এ দুটি বৈশিষ্ট্য অপরাধের জন্য একই সাথে বর্তমান থাকতে হবে।
৫। অপরাধ হতে হলে কাজটি শাস্তিযোগ্য হতে হবে এবং তা অবশ্যই আইনে উল্লেখ থাকতে হবে, তবেই তা অপরাধ বরে গণ্য হবে।
Comments
Post a Comment