রাজনৈতিক সামাজিকীকরণ কী?

রাজনৈতিক সামাজিকীকরণ কী?

রাজনৈতিক সামাজিকীকরণ হচ্ছে প্রকৃত সামাজিকীকরণের একটি বিশেষ রুপ।রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে মানুষ রাজনৈতিক বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে। রাজনৈতিক সামাজিকীকরণ একটি রাজনৈতিক শিক্ষার প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক বিষ্বাস অনুভূতি রীতিনীতি আদর্শ ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ রাজনৈতিক শিক্ষা ও জ্ঞান অর্জনই হলো রাজনৈতিক সামাজিকীকরণ।

রাজনৈতিক সামাজিকীকরণঃ রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর প্রাপ্তবয়স্ক হওয়ার পথে রাজনৈতিক মূল্যবোধ ও মনোবৃত্তি জাগরিত করা যায় এবং প্রাপ্ত বয়স্কদের বিভিন্ন রাজনৈতিক উপাত্তের উপযোগী করে গড়ে তোলা যায়।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজতাত্ত্বিক ও রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সামাজিকীকরণ কে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন তার মধ্যে কয়েকটি সংজ্ঞা নিম্নে দেওয়া হলো-

ডেভিট ইষ্টন ও জেক ডেনিস এর মতে রাজনৈতিক সামাজিকীকরণ হলো একটি বিশেষ পথ। এই পথে সমাজ তার রাজনৈতিক জ্ঞান, মনোভাব, রীতিনীতি ও মূর‌্যবোধকে এক প্রজম্ম হতে অন্য প্রজম্মে প্রভাবিত করে।

langton বলেন মৌলিক অর্থে রাজনৈতিক সামাজিকীকরণ বলতে একটি সামাজিক ও মনস্তাস্ত্বিক অব্যহত প্রক্রিয়াকে বুঝায়।

অ্যালন বল তার modern politics and government গ্রন্থে বলেন বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি মনোভাব ও রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্বাস প্রতিষ্ঠা ও প্রসারিত করাই হলো রাজনৈতিক সামাজিকীকরণ।

herbert hyman এর মতে রাজনৈতিক সামাজিকীকরণ হলো আবেগ বিজড়িত ও ব্যক্ত রাজনৈতিক ভাবধারা বা আচার ব্যবস্থার শিক্ষালাভের এব অন্তহীন প্রক্রিয়া।

 অ্যালমন্ড বলেন রাজনৈতিক সংস্কৃতির সহিত ব্যক্তির পরিচিতি হওয়ার প্রক্রিয়াই হলো রাজনৈতিক সামাজিকীকরণ।

wasby বলেন রাজনৈতিক সামাজিকীকরণ বলতে আমরা এমন কিছু বুঝি যা জনসাধারণ সচেতনভাবে রাজনৈতিক মূল্যবোধ অর্জন ও রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষা লাভ করে।

অ্যালমন্ড ও ভার্বা বলেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা রাজনৈতিক সংস্কৃতির রক্ষণাবেক্ষন ও পরিবর্তন সাধিত হয়ে থাকে।

রবার্ট সিগেল বলেন রাজনৈতিক সমাজিকীকরণ হলো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় স্বীকৃত ও অনুসৃত রীতিনীতি, মনোভাব ও আচার আচরণ ক্রমশ রপ্ত করার জন্য শিক্ষা গ্রহণের পদ্ধতি।

অ্যাল্ডমন্ড ও পাওয়েল বলেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি রক্ষিত ও পরিবর্তিত হয়ে থাকে।

পরিশেষে বলা যায় যে সমাজবদ্ধ মানুষের জন্য রাজনৈতিক সমাজিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একজন মানুষের রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রচলিত রাজনীতি ব্যবস্থার সদস্য হতে পারে।

Comments

Popular posts from this blog

জনসংখ্যা সমস্যা কি? উন্নয়ণশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণসমুহ লিখ?

শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞান উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অলোচনা কর?