জর্জ হোমান্স এর সামাজিক আচরণ সম্পর্কিত প্রধান নীতিমালা ব্যাখ্যা কর
প্রশ্নঃ জর্জ হোমান্স এর সামাজিক আচরণ সম্পর্কিত প্রধান নীতিমালা ব্যাখ্যা কর।
ভূমিকাঃ জর্জ ক্যাসপাস হোমান্স একজন আমেরিকান সমাজবিজ্ঞানী ও চিন্তাবিদ। এই চিন্তাবিদ ক্ষুদ্র গোষ্ঠির সামাজিক প্রক্রিয়া সম্বন্ধে অগ্রসরমান পরীক্ষালব্ধ পূর্বানুমান এবং ব্যাখার ক্ষেত্রে একজন পথিকৃৎ তাত্ত্বিক হিসেবে সমাদৃত। এই তাত্ত্বিক সমজাবিজ্ঞানী ট্যালকট পারসন্স এর সাথে দীর্ঘদিন ঘনিষ্টভাবে কাজ করতে গিয়ে সমাজবিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন। বিনিময় তত্ত্ব ও স্তরায়ন তত্ত্ব সমাজবিজ্ঞানী হোমেন্সের দুইটি উল্লেখযোগ্য তাত্ত্বিক অবদান।
জর্জ হোমান্স এর সামাজিক আচরণ সম্পর্কিত প্রধান নীতিমালাঃ সমাজবিজ্ঞানী George Homan's সামাজিক বিনিময় তত্ত্বকে সংক্ষেপে তিনটি প্রস্তাবনার মাধ্যমে বর্ণণা করেছেন। প্রস্তাবনা তিনটি হলো-
(ক) সাফল্য প্রস্তাবনা (Success Proposition): যখন কোন ব্যক্তি কোনো কাজের জন্য পুরস্কৃত হয় তখন সে কাজটি পুনরায় এবং বার বার করতে থাকে। এটাকে হোমান্স সাফল্য প্রস্তাবনা নামে অবিহিত করেছেন।
(খ) কর্মপ্রেরণা প্রস্তাবনা (Stimulate Proposition): অতীতে কোন ব্যক্তি যত তাড়াতাড়ি উদ্দীপৃত হয়, ব্যক্তি তত তাড়াতাড়ি সেই ব্যাপারে প্রতিক্রিয়া দেখাবে। অর্থাৎ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কর্মপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(গ) বঞ্চনা (Deprivation): সামাজিক বিনিময়ের ক্ষেত্রে হোমান্স বর্ণিত তৃতীয় প্রস্তাবটি হলো বঞ্চনা। অতীতে কোন কাজ করার পর যত পুরষ্কার কম পাওয়া যায়, সেই কাজটি ব্যক্তির কাছে তত মূল্যহীন হয়ে পড়ে। অর্থাৎ পুরুস্কারের আশা না থাকলে কোন কাজ পুনরাবৃত্তি হার অনেকটা কমে যায়।
নিম্ন জর্জ হোমন্স এর সমাজিক আচরণ সম্পর্কিত প্রধান নীতিমালা ব্যাখ্যা করা হলো-
১। হোমান্সের মতে, মানুষ তার ব্যক্তিগত লাভ সর্বোচ্চ করার লক্ষ্যে যৌক্তিক গণনার ওপর ভিত্তি করে আচরণ করে।
২। অধিকাংশ মানুষই গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, আর্থিক সহযোগিতা, স্নেহ ও সহচর্য্য কে মূল্য দেয় এবং তার জন্য কোন ব্যক্তির সাথে সম্পর্ক যা আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে তাকে আমরা ফলপ্রসূ বিবেচনা করি। তা্ই এ ধরনের সম্পর্ক তৈরীতে মানুষ আগ্রহী হয়ে থাকে।
৩। অন্যদিকে সামাজিক সম্পর্কে মূল্য আবির্ভূত হয় যেখানে সেখানে মানুষের জন্য নেতিবাচক Value কাজ করে।
৪। এই সামাজিক সম্পর্কের ক্ষেত্রে Cost এবং Be rewar এর net outcome এক থাকে।
অর্থাৎ হোমান্স যে সমাজিক সম্পর্কে বা সমাজিক বিনিময়ের কথা বলেছেন তা মূলত Cost এবং Benefit নির্ভর। একজন আরেকজনের সাথে তখনই সামাজিক সম্পর্ক করবে যখন তাদের Cost benefit analysis তাদের অনুকুলে থাকবে এবং ব্যক্তি মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। হোমান্স তার সামাজিক বিনিময় তত্ত্বে benefit বুঝাতে reward শব্দটি ব্যবহার করেছেন এবং তিন প্রস্তাবনার মাধ্যমে সামাজিক বিনিময়ের পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন।
পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় জর্জ হোমান্সের সামাজিক বিনিময় তত্ত্বটি একটি বিশেষ সংযোজন। তবে এটি কেবলমাত্র তাত্ত্বিক সমাজবিজ্ঞানেই নয়, প্রায়োগিক সমাজবিজ্ঞানেও সমানভাবে গুরুত্বপূর্ণ। সর্বোপরি হোমান্স এর সামাজিক বিনিময় তত্ত্বটি সমাজবিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ।
Comments
Post a Comment